Ajker Patrika

হিমাচল প্রদেশে গাড়ি খাদে পড়ে ৭ পর্যটক নিহত

হিমাচল প্রদেশে গাড়ি খাদে পড়ে ৭ পর্যটক নিহত

ভারতের হিমাচল প্রদেশে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত আরও ১০ জন। নিহতদের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বারাণসীর তিন শিক্ষার্থীও রয়েছেন। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে হিমাচল প্রদেশের কুল্লু জেলায় এই দুর্ঘটনা ঘটে। রোববার রাত সাড়ে আটটার দিকে কুল্লু জেলার বানজার সাব ডিভিশনের ঘিয়াঘি এলাকায় পর্যটকবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ পর্যটকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন এবং উদ্ধারকাজ শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় হতাহতরা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। এরই মধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। 

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক ও হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত