কলকাতা প্রতিনিধি
ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে টানা দুই জাতীয় নির্বাচন এবং একাধিক বিধানসভা নির্বাচনে হেরে দলটির দশা অনেকটাই শোচনীয়। সর্বশেষ দলটির সাংগঠনিক নির্বাচন এবং দলীয় প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এই দশা আরও শোচনীয় হয়ে উঠেছে। এরই মধ্যে দল ছেড়েছেন প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। আশঙ্কা আরও অনেকেই দল ছাড়ার জন্য প্রস্তুত।
দলের সাংগঠনিক নির্বাচনকে ‘তামাশা’ বলে কটাক্ষ করছেন কংগ্রেসের প্রথম সারির নেতাদের বড় একটি অংশ। তাদের অভিযোগ, এই নির্বাচনে ভোটার তালিকাই স্পষ্ট নয়। ভোটার তালিকা চূড়ান্ত না করেই ভোটের সময়সূচি প্রকাশিত হয়েছে বলেও কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ।
তবে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতা মধুসূদন মিস্ত্রীর দাবি, ‘দলীয় সংবিধান মেনেই তালিকা চূড়ান্ত করা হয়েছে।’ তবে যে প্রক্রিয়াই হোক না কেন, তা কংগ্রেসের ভাঙন ঠেকাতে পারছে না। নির্বাচন চলাকালেই গুলাম নবী আজাদের পথ ধরে তেলেঙ্গানার কংগ্রেস নেতা ও সাবেক এমপি এমএ খান স্থানীয় সময় আজ সোমবার দল ত্যাগ করেছেন। তাঁরও অভিযোগ, দল যে আবারও স্বমহিমায় ফিরতে পারে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তা মানুষকে বোঝাতে পুরোপুরি ব্যর্থ কংগ্রেস নেতৃত্ব।
এদিকে, রাহুল গান্ধীকেই কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের দিন তারিখ ঠিক হওয়ার পর আবারও এমন দাবিতে সোচ্চার রাহুলের ঘনিষ্ঠ নেতারা। কংগ্রেসে ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ অক্টোবর দলের সভাপতি নির্বাচন। সেই নির্বাচনের ভোট গণনা করা হবে ১৯ অক্টোবর। দলের সর্বোচ্চ পদের জন্য মনোনয়ন দাখিল শুরু হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর এবং মনোনয়ন দাখিলের শেষদিন ৩০ সেপ্টেম্বর। ৮ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই চিত্র পরিষ্কার হবে।
দলের নির্বাচনকে সামনে রেখে প্রবীণ কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান দাবি তুলেছেন, ‘পেছন থেকে নয়, যেই নেতৃত্বে আসুন সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে।’ তাঁর কটাক্ষ রাহুলের বিরুদ্ধে। চৌহানের অভিযোগ, রাহুল সভাপতির দায়িত্ব না নিয়েও দলের শেষ কথা তিনিই বলেন।
এত অভিযোগ–অনুযোগ–সমর্থন যে রাহুলকে ঘিরে সেই রাহুল কী করবেন তা অবশ্য এখনো ঠিক নেই। তবে রাহুলের ভক্তরা আশা ছাড়তে নারাজ। এরই মধ্যে ৪ সেপ্টেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাহুলের নেতৃত্বেই গোটা দেশে ‘হল্লাবোল’ কর্মসূচি পালন করবে কংগ্রেস। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৫০ দিনের ‘ভারত জোড়ো’ পদযাত্রা কর্মসূচির। কিন্তু দলের সিনিয়র নেতাদের একটা অংশের ক্ষোভ দিন দিন প্রকাশ্যে আসছে। ফলে হতাশা বাড়ছে সাধারণ কংগ্রেস কর্মীদের মধ্যে।
ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে টানা দুই জাতীয় নির্বাচন এবং একাধিক বিধানসভা নির্বাচনে হেরে দলটির দশা অনেকটাই শোচনীয়। সর্বশেষ দলটির সাংগঠনিক নির্বাচন এবং দলীয় প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এই দশা আরও শোচনীয় হয়ে উঠেছে। এরই মধ্যে দল ছেড়েছেন প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। আশঙ্কা আরও অনেকেই দল ছাড়ার জন্য প্রস্তুত।
দলের সাংগঠনিক নির্বাচনকে ‘তামাশা’ বলে কটাক্ষ করছেন কংগ্রেসের প্রথম সারির নেতাদের বড় একটি অংশ। তাদের অভিযোগ, এই নির্বাচনে ভোটার তালিকাই স্পষ্ট নয়। ভোটার তালিকা চূড়ান্ত না করেই ভোটের সময়সূচি প্রকাশিত হয়েছে বলেও কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ।
তবে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতা মধুসূদন মিস্ত্রীর দাবি, ‘দলীয় সংবিধান মেনেই তালিকা চূড়ান্ত করা হয়েছে।’ তবে যে প্রক্রিয়াই হোক না কেন, তা কংগ্রেসের ভাঙন ঠেকাতে পারছে না। নির্বাচন চলাকালেই গুলাম নবী আজাদের পথ ধরে তেলেঙ্গানার কংগ্রেস নেতা ও সাবেক এমপি এমএ খান স্থানীয় সময় আজ সোমবার দল ত্যাগ করেছেন। তাঁরও অভিযোগ, দল যে আবারও স্বমহিমায় ফিরতে পারে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তা মানুষকে বোঝাতে পুরোপুরি ব্যর্থ কংগ্রেস নেতৃত্ব।
এদিকে, রাহুল গান্ধীকেই কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের দিন তারিখ ঠিক হওয়ার পর আবারও এমন দাবিতে সোচ্চার রাহুলের ঘনিষ্ঠ নেতারা। কংগ্রেসে ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ অক্টোবর দলের সভাপতি নির্বাচন। সেই নির্বাচনের ভোট গণনা করা হবে ১৯ অক্টোবর। দলের সর্বোচ্চ পদের জন্য মনোনয়ন দাখিল শুরু হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর এবং মনোনয়ন দাখিলের শেষদিন ৩০ সেপ্টেম্বর। ৮ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই চিত্র পরিষ্কার হবে।
দলের নির্বাচনকে সামনে রেখে প্রবীণ কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান দাবি তুলেছেন, ‘পেছন থেকে নয়, যেই নেতৃত্বে আসুন সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে।’ তাঁর কটাক্ষ রাহুলের বিরুদ্ধে। চৌহানের অভিযোগ, রাহুল সভাপতির দায়িত্ব না নিয়েও দলের শেষ কথা তিনিই বলেন।
এত অভিযোগ–অনুযোগ–সমর্থন যে রাহুলকে ঘিরে সেই রাহুল কী করবেন তা অবশ্য এখনো ঠিক নেই। তবে রাহুলের ভক্তরা আশা ছাড়তে নারাজ। এরই মধ্যে ৪ সেপ্টেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাহুলের নেতৃত্বেই গোটা দেশে ‘হল্লাবোল’ কর্মসূচি পালন করবে কংগ্রেস। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৫০ দিনের ‘ভারত জোড়ো’ পদযাত্রা কর্মসূচির। কিন্তু দলের সিনিয়র নেতাদের একটা অংশের ক্ষোভ দিন দিন প্রকাশ্যে আসছে। ফলে হতাশা বাড়ছে সাধারণ কংগ্রেস কর্মীদের মধ্যে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫