অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে গিয়েছিলেন। যাওয়ার সময় তাঁকে বহনকারী ভারতীয় বিমানটি পাকিস্তানের আকাশসীমা দিয়ে উড়ে গেলেও ফেরার সময় তা হয়নি। মূলত গতকাল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মোদি সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন। ফেরার পথে তাঁকে বহনকারী বিমানটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি সৌদি আরবের জেদ্দা থেকে নয়াদিল্লি ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেছেন। জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তিনি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। আজ বুধবার সকালে মোদি দিল্লি পৌঁছান। ওই হামলায় সন্ত্রাসীরা একদল পর্যটকের ওপর গুলি চালালে ২৬ জন নিহত হন।
দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, এই সংগঠনের সঙ্গে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবার যোগাযোগ আছে।
ইন্ডিয়া টুডে মোদির দিল্লি থেকে জেদ্দা যাওয়ার ও জেদ্দা থেকে দিল্লি ফেরার ফ্লাইটের গতিপথের দুটি ছবি প্রকাশ করেছে। প্রথম ছবিতে দেখা যায়, মঙ্গলবার মোদির এয়ার ইন্ডিয়া ওয়ান বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি সৌদি আরবের জেদ্দা যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিল।
দ্বিতীয় ছবিতে দেখা যায়, আজ বুধবার সকালে মোদিকে বহনকারী বিমানের জরুরিভাবে দিল্লি ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেছে। দিল্লি ফিরে মোদি বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে জরুরি বৈঠক করেন। আজ সন্ধ্যা ৬টায় নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
হামলার সময় প্রধানমন্ত্রী সৌদি আরবে ছিলেন। সেখানেই তাঁকে হামলার বিষয়ে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার নিন্দা জানিয়ে মোদি বলেছেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের রেহাই দেওয়া হবে না।
মোদি বলেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘এই জঘন্য কাজের পেছনে যারা রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে...তাদের রেহাই দেওয়া হবে না! তাদের নোংরা চেষ্টা কখনোই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দৃঢ় অঙ্গীকার অটল এবং এটি আরও শক্তিশালী হবে।’
আরও খবর পড়ুন:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে গিয়েছিলেন। যাওয়ার সময় তাঁকে বহনকারী ভারতীয় বিমানটি পাকিস্তানের আকাশসীমা দিয়ে উড়ে গেলেও ফেরার সময় তা হয়নি। মূলত গতকাল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মোদি সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন। ফেরার পথে তাঁকে বহনকারী বিমানটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি সৌদি আরবের জেদ্দা থেকে নয়াদিল্লি ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেছেন। জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তিনি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। আজ বুধবার সকালে মোদি দিল্লি পৌঁছান। ওই হামলায় সন্ত্রাসীরা একদল পর্যটকের ওপর গুলি চালালে ২৬ জন নিহত হন।
দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি, এই সংগঠনের সঙ্গে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবার যোগাযোগ আছে।
ইন্ডিয়া টুডে মোদির দিল্লি থেকে জেদ্দা যাওয়ার ও জেদ্দা থেকে দিল্লি ফেরার ফ্লাইটের গতিপথের দুটি ছবি প্রকাশ করেছে। প্রথম ছবিতে দেখা যায়, মঙ্গলবার মোদির এয়ার ইন্ডিয়া ওয়ান বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি সৌদি আরবের জেদ্দা যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিল।
দ্বিতীয় ছবিতে দেখা যায়, আজ বুধবার সকালে মোদিকে বহনকারী বিমানের জরুরিভাবে দিল্লি ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে গেছে। দিল্লি ফিরে মোদি বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে জরুরি বৈঠক করেন। আজ সন্ধ্যা ৬টায় নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
হামলার সময় প্রধানমন্ত্রী সৌদি আরবে ছিলেন। সেখানেই তাঁকে হামলার বিষয়ে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার নিন্দা জানিয়ে মোদি বলেছেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের রেহাই দেওয়া হবে না।
মোদি বলেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘এই জঘন্য কাজের পেছনে যারা রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে...তাদের রেহাই দেওয়া হবে না! তাদের নোংরা চেষ্টা কখনোই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দৃঢ় অঙ্গীকার অটল এবং এটি আরও শক্তিশালী হবে।’
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে