কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আজ শনিবার ষষ্ঠ দিন অতিক্রম করেছে। ভারতের মণিপুর থেকে শুরু হওয়া এই যাত্রা ষষ্ঠ দিনে আসাম রাজ্যে অবস্থান করছিল। আসামের মাজুলি এলাকায় একটি সমাবেশে রাহুল গান্ধী দাবি করেছেন, তাঁর দল কংগ্রেস যাদেরকে ‘আদিবাসী’ বলে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদেরকে ‘বনবাসী’ হিসেবে চিহ্নিত করে।
মাজুলির সমাবেশে উপস্থিত বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন, ‘আমরা আপনাদের আদিবাসী বলি; তারা আপনাদের বনবাসী বলে। এই দুটির মধ্যে পার্থক্য কী জানেন? আদিবাসী মানে প্রথম নাগরিক, যারা পৃথিবীতে আগে এসেছেন। আর বনবাসী মানে যারা বনে থাকে।’
রাহুল দাবি করেন—বিজেপি যখন আদিবাসীদের জঙ্গলে রাখতে চায় এবং তাদের সন্তানদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া থেকে বঞ্চিত করতে চায়, কংগ্রেস তাদের কাছ থেকে অন্যায়ভাবে হরণ করা সব ফিরিয়ে দিতে চায়।
কয়েক মাস ধরে মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো সেখানে যাননি বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘আমরা মণিপুর থেকে যাত্রা শুরু করেছি। বিজেপি মণিপুর পুড়িয়ে দিয়েছে। কয়েক মাস ধরে মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি ছিল। মানুষ একে অপরকে হত্যা করছে এবং আজ পর্যন্ত প্রধানমন্ত্রী মণিপুরে যাননি।’
ভাষণে আসামের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলেও উল্লেখ করেন রাহুল।
আসামের লাখিমপুরে অনুষ্ঠিত এক সমাবেশে রাহুল আরও দাবি করেন, বর্তমান বিজেপি সরকার আসামকে দিল্লি থেকে পরিচালনা করতে চায়। কিন্তু আসাম পরিচালিত হবে রাজ্য থেকেই।
ভারত জোড়ো ন্যায় যাত্রায় গতকাল বৃহস্পতিবারই আসামে প্রবেশ করেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন দলটি। আজ শুক্রবার ষষ্ঠ দিনে নৌকায় চড়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে আসামের দ্বীপ মাজুলিতে পৌঁছান তাঁরা। পরিকল্পনা অনুযায়ী ৬৬ দিনের এই যাত্রায় ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আজ শনিবার ষষ্ঠ দিন অতিক্রম করেছে। ভারতের মণিপুর থেকে শুরু হওয়া এই যাত্রা ষষ্ঠ দিনে আসাম রাজ্যে অবস্থান করছিল। আসামের মাজুলি এলাকায় একটি সমাবেশে রাহুল গান্ধী দাবি করেছেন, তাঁর দল কংগ্রেস যাদেরকে ‘আদিবাসী’ বলে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদেরকে ‘বনবাসী’ হিসেবে চিহ্নিত করে।
মাজুলির সমাবেশে উপস্থিত বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন, ‘আমরা আপনাদের আদিবাসী বলি; তারা আপনাদের বনবাসী বলে। এই দুটির মধ্যে পার্থক্য কী জানেন? আদিবাসী মানে প্রথম নাগরিক, যারা পৃথিবীতে আগে এসেছেন। আর বনবাসী মানে যারা বনে থাকে।’
রাহুল দাবি করেন—বিজেপি যখন আদিবাসীদের জঙ্গলে রাখতে চায় এবং তাদের সন্তানদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া থেকে বঞ্চিত করতে চায়, কংগ্রেস তাদের কাছ থেকে অন্যায়ভাবে হরণ করা সব ফিরিয়ে দিতে চায়।
কয়েক মাস ধরে মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো সেখানে যাননি বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘আমরা মণিপুর থেকে যাত্রা শুরু করেছি। বিজেপি মণিপুর পুড়িয়ে দিয়েছে। কয়েক মাস ধরে মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি ছিল। মানুষ একে অপরকে হত্যা করছে এবং আজ পর্যন্ত প্রধানমন্ত্রী মণিপুরে যাননি।’
ভাষণে আসামের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলেও উল্লেখ করেন রাহুল।
আসামের লাখিমপুরে অনুষ্ঠিত এক সমাবেশে রাহুল আরও দাবি করেন, বর্তমান বিজেপি সরকার আসামকে দিল্লি থেকে পরিচালনা করতে চায়। কিন্তু আসাম পরিচালিত হবে রাজ্য থেকেই।
ভারত জোড়ো ন্যায় যাত্রায় গতকাল বৃহস্পতিবারই আসামে প্রবেশ করেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন দলটি। আজ শুক্রবার ষষ্ঠ দিনে নৌকায় চড়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে আসামের দ্বীপ মাজুলিতে পৌঁছান তাঁরা। পরিকল্পনা অনুযায়ী ৬৬ দিনের এই যাত্রায় ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে