তাঁর গোঁফের কাটিংটা ব্যতিক্রম। বড় কর্তাদের সেটি ভালো লাগেনি। তাঁদের ভাষায় সেই ‘অদ্ভুত’ ‘কুৎসিত’ গোঁফ কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই গর্বের ধন ছেঁটে ফেলতে রাজি হননি তিনি।
শেষ পর্যন্ত সাধের গোঁফের কারণে চাকরিটাই হারাতে বসেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক পুলিশ কনস্টেবল। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কিন্তু দমে যাওয়ার পাত্র নন কনস্টেবল রাকেশ রানা। একটা চাকরির জন্য নিজের পছন্দকে বিসর্জন দেবেন না। তাছাড়া এই গোঁফ তাঁর গর্বের বিষয়।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, কনস্টেবল রাকেশ রানা মধ্যপ্রদেশ পুলিশের পরিবহন বিভাগে চালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁর কর্মদক্ষতা নিয়ে বিভাগ থেকে কখনো অভিযোগ আসেনি। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর আলোচিত উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের মতো করে কাটা গোঁফ নিয়েই বড় কর্তাদের আপত্তি। তাঁদের মতে, এই ধরনের গোঁফ অন্য কর্মীদের ওপর প্রভাব ফেলছে। গোঁফ কেটে ফেলার নির্দেশ দেওয়া হয় তাঁকে।
কিন্তু রাকেশ রানা বলেন, ‘আমি রাজপুত। আমার গোঁফ আমার গর্ব।’
রাকেশকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া সহকারী মহাপরিদর্শক প্রশান্ত শর্মা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, চেহারা সুরত নিয়ে সিনিয়রদের নির্দেশনা না মানার কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রশান্ত শর্মা বলেন, ‘তাঁর চুল বড়, গোঁফ গলা পর্যন্ত চিকন করে কাটা। এই ধরনের কাটিংয়ের কারণে তাঁকে দেখতে বাজে লাগছিল। তাই কেটে ফেলতে বলা হয়। কিন্তু তিনি নির্দেশনা মানেননি।’
তবে রাকেশ রানা বলছেন, তিনি সঠিকভাবে ইউনিফর্ম পরার ব্যাপারে সব সময় সতর্ক থাকেন। কোথাও যেন ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখেন। কিন্তু গোঁফের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নন। তিনি বলেন, বহু দিন ধরেই তিনি এভাবে গোঁফ রাখছেন।
তাঁর গোঁফের কাটিংটা ব্যতিক্রম। বড় কর্তাদের সেটি ভালো লাগেনি। তাঁদের ভাষায় সেই ‘অদ্ভুত’ ‘কুৎসিত’ গোঁফ কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই গর্বের ধন ছেঁটে ফেলতে রাজি হননি তিনি।
শেষ পর্যন্ত সাধের গোঁফের কারণে চাকরিটাই হারাতে বসেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক পুলিশ কনস্টেবল। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কিন্তু দমে যাওয়ার পাত্র নন কনস্টেবল রাকেশ রানা। একটা চাকরির জন্য নিজের পছন্দকে বিসর্জন দেবেন না। তাছাড়া এই গোঁফ তাঁর গর্বের বিষয়।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, কনস্টেবল রাকেশ রানা মধ্যপ্রদেশ পুলিশের পরিবহন বিভাগে চালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁর কর্মদক্ষতা নিয়ে বিভাগ থেকে কখনো অভিযোগ আসেনি। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর আলোচিত উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের মতো করে কাটা গোঁফ নিয়েই বড় কর্তাদের আপত্তি। তাঁদের মতে, এই ধরনের গোঁফ অন্য কর্মীদের ওপর প্রভাব ফেলছে। গোঁফ কেটে ফেলার নির্দেশ দেওয়া হয় তাঁকে।
কিন্তু রাকেশ রানা বলেন, ‘আমি রাজপুত। আমার গোঁফ আমার গর্ব।’
রাকেশকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া সহকারী মহাপরিদর্শক প্রশান্ত শর্মা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, চেহারা সুরত নিয়ে সিনিয়রদের নির্দেশনা না মানার কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রশান্ত শর্মা বলেন, ‘তাঁর চুল বড়, গোঁফ গলা পর্যন্ত চিকন করে কাটা। এই ধরনের কাটিংয়ের কারণে তাঁকে দেখতে বাজে লাগছিল। তাই কেটে ফেলতে বলা হয়। কিন্তু তিনি নির্দেশনা মানেননি।’
তবে রাকেশ রানা বলছেন, তিনি সঠিকভাবে ইউনিফর্ম পরার ব্যাপারে সব সময় সতর্ক থাকেন। কোথাও যেন ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখেন। কিন্তু গোঁফের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নন। তিনি বলেন, বহু দিন ধরেই তিনি এভাবে গোঁফ রাখছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে