একটি উন্নত দেশ হিসেবে স্বাধীনতার শত বছর উদ্যাপন করবে ভারত। ভারতে কোনো দুর্নীতি, বর্ণপ্রথা ও সাম্প্রদায়িকতার জায়গা থাকবে না। ভারত হবে বাকি বিশ্বের সত্যিকারের মানব উন্নয়নের পথপ্রদর্শক।
আজ রোববার বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘২০৪৭ সাল নাগাদ ভারত একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে; আমাদের জাতীয় জীবনে দুর্নীতি, বর্ণপ্রথা ও সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকবে না।’
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব এখন দিক নির্দেশনার জন্য ভারতের দিকে চেয়ে আছে। বিশ্বের জিডিপি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এখন মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত হচ্ছে। আর ভারত এ পরিবর্তনে প্রভাবকের ভূমিকা পালন করছে।’
তিনি বলেন, ‘বিশ্ব আমাদের বক্তব্য ও লক্ষ্যকে ভবিষ্যতের পথ নির্দেশক হিসেবে দেখে, এটা শুধুই ধারণা নয়।’
ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি কীভাবে বদলে যাচ্ছে তা বোঝাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘকাল ধরে ভারতকে কেবল এক শ কোটি ক্ষুধার্ত পেটের দেশ হিসেবে দেখা হতো। এখন, এটি এক শ কোটি উচ্চাভিলাষী মন ও দুইশ কোটি দক্ষ হাতের দেশ।’
তিনি বলেন, ‘আগামী কয়েক দশকের মধ্যে ভারত তার বিশাল জনসংখ্যার সুফল পাবে এবং জনগণ দেশটিকে এক বৃহৎ অর্থনীতির দেশে পরিণত করবে। ভারতীয়দের আজ আগামী এক হাজার বছর পর্যন্ত স্মরণীয় হয়ে থাকার মতো উন্নয়নের ভিত্তি স্থাপন করার বিশাল সুযোগ আছে। এক সময় কেবল বৃহৎ বাজার হিসেবে দেখা ভারত এখন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ভূমিকা রাখে।’
বিজেপি প্রচারিত ‘বিনা মূল্যে দেওয়ার সংস্কৃতি’ নিয়ে বিরোধীদের সমালোচনা প্রশ্নে মোদি কটাক্ষ করে বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন অর্থনৈতিক নীতি ও সস্তা জনপ্রিয়তা স্বল্পমেয়াদি রাজনৈতিক সফলতা এনে দিলেও দীর্ঘ মেয়াদে সেটির জন্য সামাজিক ও অর্থনৈতিক মূল্য দিতে হয়।’ সাবেক সরকার ব্যবস্থার নিন্দা করে তিনি বলেন, ‘তাঁদের দিল্লির বাইরে সফলভাবে বৈশ্বিক সম্মেলন করার জন্য অন্যান্য প্রদেশের জনগণের ওপর আস্থা কম ছিল।’
ভারত জি ২০ সম্মেলনের আয়োজক দেশ হওয়ায় তৃতীয় বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে আত্মবিশ্বাসের বীজ বুনে দিয়েছে। জি২০ সম্মেলন আয়োজনের মাধ্যমেই ভারত আগামী কয়েক বছরে বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলো বা বৈশ্বিক দক্ষিণের দেশগুলো কী ভূমিকা রাখবে তার ইঙ্গিত দিচ্ছে। এমনটাই মনে করেন নরেন্দ্র মোদি।
জি২০ সম্মেলনে ভারতের থিম হলো ‘বাসুদেবা কুটুম্বাকম’ বা ‘পৃথিবী একটি পরিবার’। ‘এটি শুধু স্লোগান নয় বরং সাংস্কৃতিক ঐতিহ্য থেকে পাওয়া একটি সামগ্রিক দর্শন’ বলে উল্লেখ করেন মোদি।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বন্দ্ব মেটানোর জন্য সংলাপ ও কূটনীতিই একমাত্র উপায়।’
এ যুদ্ধে কোনো পক্ষের সমর্থন না করায় ও বারবার সংলাপের ওপর জোর দেওয়ায় সমালোচনার মুখোমুখি হয়েছে ভারত। এমনকি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও ভারতের রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়ে পশ্চিমের কয়েকটি দেশ তীব্র সমালোচনা করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শংকর এ সিদ্ধান্তের সমর্থনে বারবার বলেছেন, প্রত্যেকটি দেশ তার জনগণের জন্য সম্ভাব্য সেরাটাই করার চেষ্টা করে। ভারতও এর ব্যতিক্রম নয়।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘জি ২০–এর আয়োজক হিসেবে হোক বা না হোক, আমরা বিশ্বজুড়ে শান্তি নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা করব।’
জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলোকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় কোনো একক সমাধান নেই।’
একটি উন্নত দেশ হিসেবে স্বাধীনতার শত বছর উদ্যাপন করবে ভারত। ভারতে কোনো দুর্নীতি, বর্ণপ্রথা ও সাম্প্রদায়িকতার জায়গা থাকবে না। ভারত হবে বাকি বিশ্বের সত্যিকারের মানব উন্নয়নের পথপ্রদর্শক।
আজ রোববার বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘২০৪৭ সাল নাগাদ ভারত একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে; আমাদের জাতীয় জীবনে দুর্নীতি, বর্ণপ্রথা ও সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকবে না।’
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব এখন দিক নির্দেশনার জন্য ভারতের দিকে চেয়ে আছে। বিশ্বের জিডিপি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এখন মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত হচ্ছে। আর ভারত এ পরিবর্তনে প্রভাবকের ভূমিকা পালন করছে।’
তিনি বলেন, ‘বিশ্ব আমাদের বক্তব্য ও লক্ষ্যকে ভবিষ্যতের পথ নির্দেশক হিসেবে দেখে, এটা শুধুই ধারণা নয়।’
ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি কীভাবে বদলে যাচ্ছে তা বোঝাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘকাল ধরে ভারতকে কেবল এক শ কোটি ক্ষুধার্ত পেটের দেশ হিসেবে দেখা হতো। এখন, এটি এক শ কোটি উচ্চাভিলাষী মন ও দুইশ কোটি দক্ষ হাতের দেশ।’
তিনি বলেন, ‘আগামী কয়েক দশকের মধ্যে ভারত তার বিশাল জনসংখ্যার সুফল পাবে এবং জনগণ দেশটিকে এক বৃহৎ অর্থনীতির দেশে পরিণত করবে। ভারতীয়দের আজ আগামী এক হাজার বছর পর্যন্ত স্মরণীয় হয়ে থাকার মতো উন্নয়নের ভিত্তি স্থাপন করার বিশাল সুযোগ আছে। এক সময় কেবল বৃহৎ বাজার হিসেবে দেখা ভারত এখন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ভূমিকা রাখে।’
বিজেপি প্রচারিত ‘বিনা মূল্যে দেওয়ার সংস্কৃতি’ নিয়ে বিরোধীদের সমালোচনা প্রশ্নে মোদি কটাক্ষ করে বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন অর্থনৈতিক নীতি ও সস্তা জনপ্রিয়তা স্বল্পমেয়াদি রাজনৈতিক সফলতা এনে দিলেও দীর্ঘ মেয়াদে সেটির জন্য সামাজিক ও অর্থনৈতিক মূল্য দিতে হয়।’ সাবেক সরকার ব্যবস্থার নিন্দা করে তিনি বলেন, ‘তাঁদের দিল্লির বাইরে সফলভাবে বৈশ্বিক সম্মেলন করার জন্য অন্যান্য প্রদেশের জনগণের ওপর আস্থা কম ছিল।’
ভারত জি ২০ সম্মেলনের আয়োজক দেশ হওয়ায় তৃতীয় বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে আত্মবিশ্বাসের বীজ বুনে দিয়েছে। জি২০ সম্মেলন আয়োজনের মাধ্যমেই ভারত আগামী কয়েক বছরে বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলো বা বৈশ্বিক দক্ষিণের দেশগুলো কী ভূমিকা রাখবে তার ইঙ্গিত দিচ্ছে। এমনটাই মনে করেন নরেন্দ্র মোদি।
জি২০ সম্মেলনে ভারতের থিম হলো ‘বাসুদেবা কুটুম্বাকম’ বা ‘পৃথিবী একটি পরিবার’। ‘এটি শুধু স্লোগান নয় বরং সাংস্কৃতিক ঐতিহ্য থেকে পাওয়া একটি সামগ্রিক দর্শন’ বলে উল্লেখ করেন মোদি।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বন্দ্ব মেটানোর জন্য সংলাপ ও কূটনীতিই একমাত্র উপায়।’
এ যুদ্ধে কোনো পক্ষের সমর্থন না করায় ও বারবার সংলাপের ওপর জোর দেওয়ায় সমালোচনার মুখোমুখি হয়েছে ভারত। এমনকি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও ভারতের রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়ে পশ্চিমের কয়েকটি দেশ তীব্র সমালোচনা করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শংকর এ সিদ্ধান্তের সমর্থনে বারবার বলেছেন, প্রত্যেকটি দেশ তার জনগণের জন্য সম্ভাব্য সেরাটাই করার চেষ্টা করে। ভারতও এর ব্যতিক্রম নয়।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘জি ২০–এর আয়োজক হিসেবে হোক বা না হোক, আমরা বিশ্বজুড়ে শান্তি নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা করব।’
জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলোকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় কোনো একক সমাধান নেই।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে