Ajker Patrika

তিন ঘণ্টার চেষ্টায় এইমসের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৭ জুন ২০২১, ০৯: ৪২
তিন ঘণ্টার চেষ্টায় এইমসের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: তিন ঘণ্টার চেষ্টায় ভারতের রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) আগুন নিয়ন্ত্রণে এসেছে। দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত খবরে জানা গেছে, ঠিক কীভাবে আগুন লেগেছে, তা এখনো পরিষ্কার নয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুন লাগার ঘটনা ঘটতে পারে।

দিল্লি ফায়ার সার্ভিসের ডেপুটি চিফ অফিসার সুনীল চৌধুরী বলেছেন, ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো প্রাণহানি ঘটেনি। কনভারজেন্স বিল্ডিংয়ের যেখানে আগুন লেগেছিল, ওই জায়গা কোভিডের নমুনা সংগ্রহে ব্যবহার করা হতো।

এর আগে বুধবার রাত ১০টা ৩২ মিনিট নাগাদ এইমসের কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই অংশে বেশ কিছু পরীক্ষাগার রয়েছে। এদিন আচমকাই হাসপাতালের নবম তলা থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত