অনলাইন ডেস্ক
ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। কমিটির চেয়ারপারসন ও কংগ্রেস এমপি শশী থারুর গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি কমিটির সদস্যদের উত্থাপিত সব প্রশ্নের জবাব দিয়েছেন। এ বৈঠকের পর কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে এবং সেটি শিগগিরই সংসদে পেশ করা হবে।
শশী থারুর সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা বাংলাদেশ নিয়ে তিন-চারটি বৈঠক করেছি। এটিই ছিল শেষ বৈঠক, যেখানে পররাষ্ট্রসচিব আমাদের একটি ব্রিফিং দিয়েছেন। এই ব্রিফিংয়ে সদস্যদের জিজ্ঞেস করা সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্রসচিব সেগুলোর জবাব দিয়েছেন।’ শশী থারুর আরও জানান, এই বৈঠকের পর কমিটির কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা, সেটি অনুমোদন করা এবং সংসদে উপস্থাপন করা।
গতকাল বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক পর্যালোচনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে তথ্য উপস্থাপন করেন। এ ছাড়া, মন্ত্রণালয়ের ২০২৪-২৫ সালের অনুদানের দাবিসংক্রান্ত পূর্ববর্তী প্রতিবেদনের সুপারিশগুলোর ওপর সরকারের গৃহীত পদক্ষেপের খসড়া প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। থারুর নিশ্চিত করেছেন, বৈঠকটি এ বিষয়ে আলোচনার চূড়ান্ত পর্ব ছিল।
এর আগে গত ২৭ জুন কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত শুনেছিল। সেই বৈঠকের পর থারুর জানিয়েছিলেন, চারজন প্রথম শ্রেণির বিশেষজ্ঞের অন্তর্দৃষ্টি থেকে কমিটি উপকৃত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ভারতে ‘অনুপ্রবেশকারী’ বাংলাদেশির সংখ্যা কমেছে।
এদিকে, কংগ্রেস এমপি শশী থারুর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়েও মন্তব্য করেছেন। তিনি জানান, ১১ আগস্ট এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প সম্প্রতি তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছেন, ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। তিনি রাশিয়ার সঙ্গে ভারতের তেল-বাণিজ্য নিয়েও বাড়তি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও খবর পড়ুন:
ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। কমিটির চেয়ারপারসন ও কংগ্রেস এমপি শশী থারুর গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি কমিটির সদস্যদের উত্থাপিত সব প্রশ্নের জবাব দিয়েছেন। এ বৈঠকের পর কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে এবং সেটি শিগগিরই সংসদে পেশ করা হবে।
শশী থারুর সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা বাংলাদেশ নিয়ে তিন-চারটি বৈঠক করেছি। এটিই ছিল শেষ বৈঠক, যেখানে পররাষ্ট্রসচিব আমাদের একটি ব্রিফিং দিয়েছেন। এই ব্রিফিংয়ে সদস্যদের জিজ্ঞেস করা সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্রসচিব সেগুলোর জবাব দিয়েছেন।’ শশী থারুর আরও জানান, এই বৈঠকের পর কমিটির কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা, সেটি অনুমোদন করা এবং সংসদে উপস্থাপন করা।
গতকাল বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক পর্যালোচনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে তথ্য উপস্থাপন করেন। এ ছাড়া, মন্ত্রণালয়ের ২০২৪-২৫ সালের অনুদানের দাবিসংক্রান্ত পূর্ববর্তী প্রতিবেদনের সুপারিশগুলোর ওপর সরকারের গৃহীত পদক্ষেপের খসড়া প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। থারুর নিশ্চিত করেছেন, বৈঠকটি এ বিষয়ে আলোচনার চূড়ান্ত পর্ব ছিল।
এর আগে গত ২৭ জুন কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত শুনেছিল। সেই বৈঠকের পর থারুর জানিয়েছিলেন, চারজন প্রথম শ্রেণির বিশেষজ্ঞের অন্তর্দৃষ্টি থেকে কমিটি উপকৃত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ভারতে ‘অনুপ্রবেশকারী’ বাংলাদেশির সংখ্যা কমেছে।
এদিকে, কংগ্রেস এমপি শশী থারুর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়েও মন্তব্য করেছেন। তিনি জানান, ১১ আগস্ট এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প সম্প্রতি তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছেন, ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। তিনি রাশিয়ার সঙ্গে ভারতের তেল-বাণিজ্য নিয়েও বাড়তি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে