এক কিশোরীকে অন্তত ২২ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে তার প্রেমিক। নিস্তেজ হয়ে যাওয়ার পরও ১৬ বছর বয়সী ওই কিশোরীকে বিশাল আকারের একটি পাথর দিয়ে অন্তত ১০ বার আঘাত করে থেঁতলে দেওয়া হয়।
ভারতীয় এনডিটিভির খবরে বলা হয়েছে, কিশোরীকে হত্যার ঘটনাটি ঘটেছে রোববার দিল্লির রোহিনি এলাকায় একটি জনাকীর্ণ রাস্তার পাশে। তাকে বিরামহীনভাবে ছুরিকাঘাত ও পাথর দিয়ে আঘাত করার সময় পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল অসংখ্য মানুষ। চেয়ে চেয়ে ঘটনাটি দেখলেও কেউ একবারের জন্য ওই কিশোরীকে বাঁচাতে যায়নি। এমনকি সিসি ক্যামেরার ফুটেজে কাউকে প্রতিবাদ করতেও দেখা যায়নি।
সোমবার ২০ বছর বয়সী সাহিল নামের অভিযুক্ত ওই প্রেমিককে উত্তর প্রদেশের বুলান্দশহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কিশোরীকে টানা ২২ বার আঘাত করার পর একপর্যায়ে ছুরিটি তার শরীরের মাংসপিণ্ডে আটকে যায়। তখনই পাশে পড়ে থাকা বিশাল আকারের ওই পাথরটি দুই হাতে তুলে নেয় সাহিল এবং একের পর এক আঘাত করতে থাকে।
পুলিশ আরও জানায়, নিহত কিশোরী আর প্রেমিক সাহিলের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে ওই কিশোরী তার এক বন্ধুর ছেলের জন্মদিনে যাওয়ার পথে তাকে ছুরি হাতে অনুসরণ করতে তাকে সাহিল। একপর্যায়ে কিশোরীর ওপর নৃশংস হামলাটি চালায়।
নিহত কিশোরীর মা দাবি করেছেন, তিনি মেয়ের হত্যাকারীকে চেনেন না। সাহিলের মৃত্যুদণ্ড দাবি করেছেন তিনি।
ঘটনাটি দিল্লি ছাড়াও ভারতজুড়ে সাড়া ফেলেছে। এ ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে লিখেছেন, ‘একটি অল্প বয়সী মেয়েকে দিল্লিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত। অপরাধীদের ডর-ভয় নাই হয়ে গেছে। তারা পুলিশকেও ভয় পায় না। লেফটেন্যান্ট গভর্নর স্যার, আইন এবং প্রয়োগ আপনার দায়িত্ব। দয়া করে কিছু করুন।’
এ ঘটনার প্রতিক্রিয়ায় দিল্লির নারীপক্ষের প্রধান স্বতি মালিবাল এক বিবৃতিতে বলেন, ‘ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অনেকের চোখের সামনে ঘটলেও কেউ কিছু বলেনি। নারী এবং মেয়েদের জন্য দিল্লি এখন ভয়ানক অনিরাপদ হয়ে গেছে।’
এক কিশোরীকে অন্তত ২২ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে তার প্রেমিক। নিস্তেজ হয়ে যাওয়ার পরও ১৬ বছর বয়সী ওই কিশোরীকে বিশাল আকারের একটি পাথর দিয়ে অন্তত ১০ বার আঘাত করে থেঁতলে দেওয়া হয়।
ভারতীয় এনডিটিভির খবরে বলা হয়েছে, কিশোরীকে হত্যার ঘটনাটি ঘটেছে রোববার দিল্লির রোহিনি এলাকায় একটি জনাকীর্ণ রাস্তার পাশে। তাকে বিরামহীনভাবে ছুরিকাঘাত ও পাথর দিয়ে আঘাত করার সময় পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল অসংখ্য মানুষ। চেয়ে চেয়ে ঘটনাটি দেখলেও কেউ একবারের জন্য ওই কিশোরীকে বাঁচাতে যায়নি। এমনকি সিসি ক্যামেরার ফুটেজে কাউকে প্রতিবাদ করতেও দেখা যায়নি।
সোমবার ২০ বছর বয়সী সাহিল নামের অভিযুক্ত ওই প্রেমিককে উত্তর প্রদেশের বুলান্দশহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কিশোরীকে টানা ২২ বার আঘাত করার পর একপর্যায়ে ছুরিটি তার শরীরের মাংসপিণ্ডে আটকে যায়। তখনই পাশে পড়ে থাকা বিশাল আকারের ওই পাথরটি দুই হাতে তুলে নেয় সাহিল এবং একের পর এক আঘাত করতে থাকে।
পুলিশ আরও জানায়, নিহত কিশোরী আর প্রেমিক সাহিলের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে ওই কিশোরী তার এক বন্ধুর ছেলের জন্মদিনে যাওয়ার পথে তাকে ছুরি হাতে অনুসরণ করতে তাকে সাহিল। একপর্যায়ে কিশোরীর ওপর নৃশংস হামলাটি চালায়।
নিহত কিশোরীর মা দাবি করেছেন, তিনি মেয়ের হত্যাকারীকে চেনেন না। সাহিলের মৃত্যুদণ্ড দাবি করেছেন তিনি।
ঘটনাটি দিল্লি ছাড়াও ভারতজুড়ে সাড়া ফেলেছে। এ ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে লিখেছেন, ‘একটি অল্প বয়সী মেয়েকে দিল্লিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত। অপরাধীদের ডর-ভয় নাই হয়ে গেছে। তারা পুলিশকেও ভয় পায় না। লেফটেন্যান্ট গভর্নর স্যার, আইন এবং প্রয়োগ আপনার দায়িত্ব। দয়া করে কিছু করুন।’
এ ঘটনার প্রতিক্রিয়ায় দিল্লির নারীপক্ষের প্রধান স্বতি মালিবাল এক বিবৃতিতে বলেন, ‘ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অনেকের চোখের সামনে ঘটলেও কেউ কিছু বলেনি। নারী এবং মেয়েদের জন্য দিল্লি এখন ভয়ানক অনিরাপদ হয়ে গেছে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫