অনলাইন ডেস্ক
ভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে এবং এই সাইবার হামলাটি প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ অপারেশনাল অ্যাকাউন্টকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
তবে মুম্বাই-ভিত্তিক এই ক্রিপটো প্ল্যাটফর্মটি আশ্বস্ত করেছে, তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তহবিল সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে। কয়েন-ডিসিএক্স এক বিবৃতিতে জানিয়েছে, যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে সেটি শুধুমাত্র পার্টনার এক্সচেঞ্জে লিকুইডিটি পরিচালনার কাজে ব্যবহৃত হতো এবং এই অ্যাকাউন্টে কোনো গ্রাহকের সম্পদ সংরক্ষিত ছিল না।
কয়েন-ডিসিএক্স-এর সহ-প্রতিষ্ঠাতা সুমিত গুপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নির্দিষ্ট ওই অ্যাকাউন্টটি একটি জটিল সার্ভার লঙ্ঘনের কারণে আক্রান্ত হয়। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির কোষাগারে যথেষ্ট তহবিল রয়েছে, যা এই ক্ষতি সামলাতে সক্ষম এবং গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতি হবে না।
ঘটনাটি শনাক্ত হওয়ার পর কয়েন-ডিসিএক্স সাময়িকভাবে তাদের ওয়েব-থ্রি ট্রেডিং প্ল্যাটফর্ম স্থগিত করেছিল। তবে সেটি ইতিমধ্যে আবারও চালু হয়েছে। মূল এক্সচেঞ্জে স্বাভাবিক ট্রেডিং এবং ভারতীয় রুপিতে অর্থ উত্তোলন অব্যাহত ছিল এবং গ্রাহকেরা তাদের লেনদেন স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারছেন।
সুমিত গুপ্ত বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আতঙ্কে আপনার সম্পদ বিক্রি করবেন না। এতে খারাপ দামে বিক্রি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং অপ্রয়োজনীয় ক্ষতি হয়। বাজারকে স্থির হতে দিন, ধৈর্য ধরুন।’
কয়েন-ডিসিএক্স-এর অভ্যন্তরীণ নিরাপত্তা দল আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে মিলে তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করে তা মেরামত এবং চুরি হওয়া অর্থের উৎস সন্ধানে কাজ করছে। শিগগিরই একটি ‘বাগ বাউন্টি প্রোগ্রাম’ চালু করার পরিকল্পনা করছে কয়েন-ডিসিএক্স। এখানে মূলত নৈতিক হ্যাকারদের পুরস্কৃত করে নিরাপত্তা দুর্বলতা শনাক্তে উৎসাহিত করা হবে।
এই হ্যাকিং ঘটনার তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। সুমিত গুপ্ত বলেন, ‘এটি শুধু অভ্যন্তরীণ ঘটনা নয়, বরং এটি বিশ্বজুড়ে ক্রিপটো প্ল্যাটফর্মগুলোর প্রতি ক্রমবর্ধমান হুমকির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।’
উল্লেখ্য, এ ঘটনার প্রেক্ষাপটে ভারত সরকার শিগগিরই তাদের প্রথম ক্রিপটো নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে, যা এই খাতে অধিক স্পষ্টতা ও নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে। কয়েন-ডিসিএক্স জানিয়েছে, তারা একটি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য ক্রিপটো ইকোসিস্টেম গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
ভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে এবং এই সাইবার হামলাটি প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ অপারেশনাল অ্যাকাউন্টকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
তবে মুম্বাই-ভিত্তিক এই ক্রিপটো প্ল্যাটফর্মটি আশ্বস্ত করেছে, তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তহবিল সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে। কয়েন-ডিসিএক্স এক বিবৃতিতে জানিয়েছে, যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে সেটি শুধুমাত্র পার্টনার এক্সচেঞ্জে লিকুইডিটি পরিচালনার কাজে ব্যবহৃত হতো এবং এই অ্যাকাউন্টে কোনো গ্রাহকের সম্পদ সংরক্ষিত ছিল না।
কয়েন-ডিসিএক্স-এর সহ-প্রতিষ্ঠাতা সুমিত গুপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নির্দিষ্ট ওই অ্যাকাউন্টটি একটি জটিল সার্ভার লঙ্ঘনের কারণে আক্রান্ত হয়। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির কোষাগারে যথেষ্ট তহবিল রয়েছে, যা এই ক্ষতি সামলাতে সক্ষম এবং গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতি হবে না।
ঘটনাটি শনাক্ত হওয়ার পর কয়েন-ডিসিএক্স সাময়িকভাবে তাদের ওয়েব-থ্রি ট্রেডিং প্ল্যাটফর্ম স্থগিত করেছিল। তবে সেটি ইতিমধ্যে আবারও চালু হয়েছে। মূল এক্সচেঞ্জে স্বাভাবিক ট্রেডিং এবং ভারতীয় রুপিতে অর্থ উত্তোলন অব্যাহত ছিল এবং গ্রাহকেরা তাদের লেনদেন স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারছেন।
সুমিত গুপ্ত বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আতঙ্কে আপনার সম্পদ বিক্রি করবেন না। এতে খারাপ দামে বিক্রি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং অপ্রয়োজনীয় ক্ষতি হয়। বাজারকে স্থির হতে দিন, ধৈর্য ধরুন।’
কয়েন-ডিসিএক্স-এর অভ্যন্তরীণ নিরাপত্তা দল আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে মিলে তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করে তা মেরামত এবং চুরি হওয়া অর্থের উৎস সন্ধানে কাজ করছে। শিগগিরই একটি ‘বাগ বাউন্টি প্রোগ্রাম’ চালু করার পরিকল্পনা করছে কয়েন-ডিসিএক্স। এখানে মূলত নৈতিক হ্যাকারদের পুরস্কৃত করে নিরাপত্তা দুর্বলতা শনাক্তে উৎসাহিত করা হবে।
এই হ্যাকিং ঘটনার তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। সুমিত গুপ্ত বলেন, ‘এটি শুধু অভ্যন্তরীণ ঘটনা নয়, বরং এটি বিশ্বজুড়ে ক্রিপটো প্ল্যাটফর্মগুলোর প্রতি ক্রমবর্ধমান হুমকির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।’
উল্লেখ্য, এ ঘটনার প্রেক্ষাপটে ভারত সরকার শিগগিরই তাদের প্রথম ক্রিপটো নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে, যা এই খাতে অধিক স্পষ্টতা ও নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে। কয়েন-ডিসিএক্স জানিয়েছে, তারা একটি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য ক্রিপটো ইকোসিস্টেম গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে