Ajker Patrika

ভারতে করোনার সংক্রমণ কিছুটা কমেছে

প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২১, ১১: ১৬
ভারতে করোনার সংক্রমণ কিছুটা কমেছে

কলকাতা: ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। তবে করোনার ডেলটা প্লাস ধরন সংক্রমণের ভয়ে এখনো জারি রয়েছে সতর্কতা। ভারতে শনিবার বিকেল পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটির বেশি মানুষ। মারা গেছে ৩ লাখ ৯৪ হাজার ৪৯৩ জন।

ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ শুক্রবারের তুলনায় শনিবার কমেছে ৫ দশমিক ৭ শতাংশ। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। মৃতের সংখ্যা ১ হাজার ১৮৩। ভারতে এখন সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫ লাখ ৯৫ হাজার ৫৬৫ জন।

সরকারি তথ্য অনুযায়ী, ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৯৩ হাজার ৮৫ জন। রাজধানী দিল্লিতে অনেক দিন পর দৈনিক সংক্রমণ শনিবার নেমে আসে মাত্র ৮৫-তে। তবে দেশের মধ্যে করোনা সংক্রমণে এখনো শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।

বাংলাদেশ সীমান্তবর্তী সবচেয়ে বড় রাজ্য পশ্চিমবঙ্গ করোনা সংক্রমণে সপ্তম স্থানে রয়েছে। ১০ কোটি জনসংখ্যার রাজ্যটিতে ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের।

গোটা দেশে করোনা সংক্রমণে ১৮ নম্বর স্থানে থাকলেও সাড়ে তিন কোটি মানুষের আসাম রাজ্যটিতে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৯৩। মারা গেছে ২৬ জন। 

মাত্র ৩৭ লাখ মানুষের ত্রিপুরায় ২৯১ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন এবং মারা যায় ৩ জন। সীমান্তবর্তী দুই ছোট রাজ্য মেঘালয়ে ৬০২ ও মিজোরামে ২৩২ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনা মোকাবিলায় ব্যাপক টিকাকরণকে গুরুত্ব দিচ্ছে ভারত। শনিবার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি জানিয়েছেন, দেশের ৫ দশমিক ৬ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ কোভিড টিকার দুটি ডোজ নিয়েছেন। ১২৫টি জেলার ৫০ শতাংশ ৪৫–ঊর্ধ্ব নাগরিকের টিকাকরণ শেষ।

টিকাকরণ কর্মসূচি সবার কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে এগিয়ে আসতে বলেন।

এদিকে, কলকাতায় ভুয়া স্বেচ্ছাসেবী সংস্থা থেকে টিকা নিয়ে বিপাকে পড়েছেন ভারতের জাতীয় সংসদের সদস্য অভিনেত্রী মিমি চক্রবর্তী। দেবাঞ্জন দেব নামে ভুয়া আমলা বহু মানুষকে ভুয়া টিকা দিয়ে এখন পুলিশ হেফাজতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত