কলকাতা প্রতিনিধি
পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে পাঞ্জাবের হুসাইনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পাঞ্জাবে বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে তিনি ১৫ থেকে ২০ মিনিট ফ্লাইওভারের ওপর আটকা থাকেন। এরপর বাধ্য হয়ে সব কর্মসূচি স্থগিত করে তিনি দিল্লিতে ফিরে যান।
আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ‘বড় ধরনের নিরাপত্তা ত্রুটি’ হিসেবে অভিহিত করে পাঞ্জাবের কংগ্রেসশাসিত রাজ্য সরকারের সমালোচনা করেছে কেন্দ্রীয় সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মোদির সফরের আয়োজনে নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকার। নিরাপত্তা ত্রুটির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাথিন্দা বিমানবন্দরে ফিরেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘পাঞ্জাবের ফ্লাইওভারে ১৫ থেকে ২০ মিনিট আটকা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার গুরুতর লঙ্ঘন।’
পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকারের মুখ্যমন্ত্রী চারণজিৎ সিং চান্নিকে উদ্দেশ করে টুইট করেছেন বিজেপির প্রধান জেপি নাড্ডা।
টুইট বার্তায় নাড্ডা বলেন, ‘পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরে হাজার কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন বাধাগ্রস্ত হয়েছে। এটি দুঃখজনক। রাজ্য পুলিশ সমাবেশে যোগ দিতে জনগণকে নিষেধ করেছিল। এসব বিষয় সমাধানের জন্য ফোনে কথা বলতেও রাজি হননি মুখ্যমন্ত্রী চান্নি।’
পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে পাঞ্জাবের হুসাইনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পাঞ্জাবে বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে তিনি ১৫ থেকে ২০ মিনিট ফ্লাইওভারের ওপর আটকা থাকেন। এরপর বাধ্য হয়ে সব কর্মসূচি স্থগিত করে তিনি দিল্লিতে ফিরে যান।
আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ‘বড় ধরনের নিরাপত্তা ত্রুটি’ হিসেবে অভিহিত করে পাঞ্জাবের কংগ্রেসশাসিত রাজ্য সরকারের সমালোচনা করেছে কেন্দ্রীয় সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মোদির সফরের আয়োজনে নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকার। নিরাপত্তা ত্রুটির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাথিন্দা বিমানবন্দরে ফিরেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘পাঞ্জাবের ফ্লাইওভারে ১৫ থেকে ২০ মিনিট আটকা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার গুরুতর লঙ্ঘন।’
পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকারের মুখ্যমন্ত্রী চারণজিৎ সিং চান্নিকে উদ্দেশ করে টুইট করেছেন বিজেপির প্রধান জেপি নাড্ডা।
টুইট বার্তায় নাড্ডা বলেন, ‘পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরে হাজার কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন বাধাগ্রস্ত হয়েছে। এটি দুঃখজনক। রাজ্য পুলিশ সমাবেশে যোগ দিতে জনগণকে নিষেধ করেছিল। এসব বিষয় সমাধানের জন্য ফোনে কথা বলতেও রাজি হননি মুখ্যমন্ত্রী চান্নি।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে