মাত্র কয়েক বছর আগেও ভারতের বাইরে খুব কম লোকই গৌতম আদানির নাম শুনেছে। সেই আদানি, যিনি কিনা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে পারেননি, এবার তিনিই হয়ে গেলেন বিশ্বের তৃতীয় ধনকুবের। শুধু ভারত নয়, গোটা এশিয়ার মধ্যে এই প্রথম এমন নজির গড়লেন আদানি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ভারতের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা আদানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা গৌতম আদানি। আদানি গ্রুপ দেশটির সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা ও বিদ্যুৎ সরবরাহকারী।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন ভারতীয় শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। টেসলা সিইও ইলন মাস্ক ও আমাজনের সিইও জেফ বেজোসের পরেই এখন গৌতমের নাম।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার জানিয়েছে, ৬০ বছর বয়সী ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। টেসলার সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর আমাজনের সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।
এই প্রথম কোনো এশিয়ান ব্যক্তি বিশ্বের সেরা ধনীর তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানি অথবা চিনের আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও শীর্ষ ধনীর তালিকায় প্রথম তিনে পৌঁছাতে পারেননি।
ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা গৌতম আদানি। এই সংস্থা দেশটির সব থেকে বড় কয়লা ব্যবসায়ী। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত আদানি গ্রুপ ৫৩০ কোটি মার্কিন ডলার রাজস্ব আদায় করেছে বলে জানা গেছে। গত সপ্তাহেই ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভির ২৯ শতাংশ অংশীদারত্ব অর্জনের কথা ঘোষণা করেছিল আদানি গ্রুপ। তবে এনডিটিভির পক্ষ থেকে জানানো হয়, শেয়ারবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া শেয়ার কেনার চুক্তিটি সম্পন্ন করতে পারবে না আদানি গ্রুপ।
মাত্র কয়েক বছর আগেও ভারতের বাইরে খুব কম লোকই গৌতম আদানির নাম শুনেছে। সেই আদানি, যিনি কিনা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে পারেননি, এবার তিনিই হয়ে গেলেন বিশ্বের তৃতীয় ধনকুবের। শুধু ভারত নয়, গোটা এশিয়ার মধ্যে এই প্রথম এমন নজির গড়লেন আদানি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ভারতের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা আদানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা গৌতম আদানি। আদানি গ্রুপ দেশটির সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা ও বিদ্যুৎ সরবরাহকারী।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন ভারতীয় শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। টেসলা সিইও ইলন মাস্ক ও আমাজনের সিইও জেফ বেজোসের পরেই এখন গৌতমের নাম।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার জানিয়েছে, ৬০ বছর বয়সী ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। টেসলার সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর আমাজনের সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।
এই প্রথম কোনো এশিয়ান ব্যক্তি বিশ্বের সেরা ধনীর তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানি অথবা চিনের আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও শীর্ষ ধনীর তালিকায় প্রথম তিনে পৌঁছাতে পারেননি।
ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা গৌতম আদানি। এই সংস্থা দেশটির সব থেকে বড় কয়লা ব্যবসায়ী। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত আদানি গ্রুপ ৫৩০ কোটি মার্কিন ডলার রাজস্ব আদায় করেছে বলে জানা গেছে। গত সপ্তাহেই ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভির ২৯ শতাংশ অংশীদারত্ব অর্জনের কথা ঘোষণা করেছিল আদানি গ্রুপ। তবে এনডিটিভির পক্ষ থেকে জানানো হয়, শেয়ারবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া শেয়ার কেনার চুক্তিটি সম্পন্ন করতে পারবে না আদানি গ্রুপ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫