কলকাতা প্রতিনিধি
দলের সাংগঠনিক নির্বাচনে মোটেই নাক গলাচ্ছে না গান্ধী পরিবার। স্থানীয় সময় আজ শনিবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমনই দাবি করেছেন।
তিনি বলেছেন, যিনিই কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, তিনি স্বাধীনভাবেই দল পরিচালনা করবেন। গান্ধী পরিবারের কেউ তাঁর কাজে নাক গলাবে না।
দক্ষিণ ভারতের কর্ণাটকে কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘ভারত জোড়ো যাত্রা’র এক মাস পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল জানান, শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে নিজেদের কর্মসূচির ভিত্তিতেই দলীয় প্রধানের পদে নির্বাচন করছেন। রাহুল বলেছেন, ‘কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে উভয় প্রতিদ্বন্দ্বীরই একটি আলাদা অবস্থানের পাশাপাশি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে কাউকে দূর থেকে ‘রিমোট কন্ট্রোল’ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনটা বলা তাদের অপমানজনক।’
দলের অবস্থান ব্যাখ্যা করে রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস কোনোভাবেই ফ্যাসিবাদী দল নই। আমরা এমন একটি দল যারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী এবং আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। আমরা জানি, নির্বাচনে জিততে হলে দলগতভাবে কাজ করতে হবে।’
রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের সংবিধান বলে, ভারত হলো রাজ্যগুলোর একটি ইউনিয়ন। এর অর্থ—আমাদের সব ভাষা, রাজ্য এবং ঐতিহ্যেরই সমান গুরুত্ব রয়েছে। এটাই আমাদের দেশের চরিত্র। বিদ্বেষ ও সহিংসতা ছড়ানো দেশবিরোধী কাজ। যারা ঘৃণা ও সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’
রাহুল আরও বলেন, বিজেপি যে ধরনের রাজনীতি প্রচার করছে তাতে ভারতের মানুষ ক্লান্ত। ভারতের মানুষ মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে ভারে জর্জরিত এবং ক্লান্ত।
দলের সাংগঠনিক নির্বাচনে মোটেই নাক গলাচ্ছে না গান্ধী পরিবার। স্থানীয় সময় আজ শনিবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমনই দাবি করেছেন।
তিনি বলেছেন, যিনিই কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, তিনি স্বাধীনভাবেই দল পরিচালনা করবেন। গান্ধী পরিবারের কেউ তাঁর কাজে নাক গলাবে না।
দক্ষিণ ভারতের কর্ণাটকে কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘ভারত জোড়ো যাত্রা’র এক মাস পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল জানান, শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে নিজেদের কর্মসূচির ভিত্তিতেই দলীয় প্রধানের পদে নির্বাচন করছেন। রাহুল বলেছেন, ‘কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনে উভয় প্রতিদ্বন্দ্বীরই একটি আলাদা অবস্থানের পাশাপাশি নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে কাউকে দূর থেকে ‘রিমোট কন্ট্রোল’ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনটা বলা তাদের অপমানজনক।’
দলের অবস্থান ব্যাখ্যা করে রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেস কোনোভাবেই ফ্যাসিবাদী দল নই। আমরা এমন একটি দল যারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী এবং আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাই। আমরা জানি, নির্বাচনে জিততে হলে দলগতভাবে কাজ করতে হবে।’
রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের সংবিধান বলে, ভারত হলো রাজ্যগুলোর একটি ইউনিয়ন। এর অর্থ—আমাদের সব ভাষা, রাজ্য এবং ঐতিহ্যেরই সমান গুরুত্ব রয়েছে। এটাই আমাদের দেশের চরিত্র। বিদ্বেষ ও সহিংসতা ছড়ানো দেশবিরোধী কাজ। যারা ঘৃণা ও সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’
রাহুল আরও বলেন, বিজেপি যে ধরনের রাজনীতি প্রচার করছে তাতে ভারতের মানুষ ক্লান্ত। ভারতের মানুষ মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে ভারে জর্জরিত এবং ক্লান্ত।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২১ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২১ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২১ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২১ দিন আগে