কলকাতা সংবাদদাতা
‘বাওয়াল’, ‘ঝাক্কাস’, ‘ফুল্টুস’, ‘নিজস্বী’, ‘চুদুরবুদুর’—বর্তমান প্রজন্মের মুখে এসব শব্দ ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। বাংলা কি তবে তার শুদ্ধ স্বরূপ হারাচ্ছে? না কি এসব নতুন প্রয়োগে ভাষা আরও রঙিন, আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে—এই বিতর্কে আলোকপাত করতেই পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৫ দিনের এক বিশেষ কর্মশালা।
‘প্রয়োগের বাংলা, ব্যবহারের বাংলা’—শীর্ষক এই কর্মশালায় শুধু ভাষা নয়, সমাজ, সাহিত্য ও প্রযুক্তির ছত্রচ্ছায়ায় বদলে যাওয়া ভাষা-চর্চার স্বরূপও আলোচিত হয়েছে। ভাষাতত্ত্ব, সাহিত্যচর্চা এবং নতুন প্রজন্মের মুখের শব্দচয়নকে ঘিরে ছিল একাধিক আলোচনাসভা, পর্যালোচনা ও প্রেজেন্টেশন।
গত শুক্রবার কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল ৮৪ জন অংশগ্রহণকারী ছাত্র ও গবেষকের হাতে সনদ তুলে দেন। তিনি বলেন, ‘ভাষা নদীর মতো, চলমান। প্রয়োগের ভিন্নতাই বাংলাকে করেছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। এই বৈচিত্র্যকে বোঝার মধ্যেই রয়েছে এই কর্মশালার সার্থকতা।’
বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার মনে করিয়ে দেন, ‘বাংলা ভাষার সৌন্দর্য তার নিজস্বতায়। অহংবোধ যেন প্রয়োগে প্রাধান্য না পায়।’ পদার্থবিজ্ঞানী ও ভাষাবিদ পলাশ বরণ পাল বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে ভাষা ব্যবহারের সেন্সর উঠে গেছে। সবাই এখন অকপটে মনের কথা বলে ফেলছে, ভালো-মন্দ সবই আসছে একসঙ্গে।’
সাহিত্যিক সিজার বাগচী বলেন, ‘যে ভাষা মুখে আছে, সেই ভাষাই একদিন সাহিত্যে ঢুকে পড়ে। কেনকি বা চুলবুলির মতো শব্দ ভবিষ্যতের সাহিত্যেরও অংশ হয়ে উঠবে।’ আইএসআই—এর লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিটের প্রধান অধ্যাপক নীলাদ্রি শেখর দাশ নতুন জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘ভাষা প্রযুক্তির সাহায্যে নতুন প্রজন্মকে আরও বেশি করে বাংলা ভাষায় দক্ষ করে তোলা সম্ভব।’
কর্মশালায় ভাষাতত্ত্বের অধ্যাপক ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্তর উপস্থিতি এই আয়োজনকে বিশেষ গুরুত্ব প্রদান করে। ভাষার বিবর্তন ও আধুনিক প্রয়োগ বিষয়ে তাঁর বিশ্লেষণ কর্মশালাকে তাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ করেছে। তবে সবাই এতটা উদার নন। যেমন লেখক স্বপ্নময় চক্রবর্তীর মতে, ‘এফএম রেডিও বাংলায় ভাষাদূষণ ঘটাচ্ছে। শব্দ প্রয়োগে দায়বদ্ধতা থাকা উচিত।’
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক সুখেন বিশ্বাস বলেন, ‘এসব নতুন শব্দকে নথিভুক্ত করতে অভিধান তৈরির কাজ শুরু হয়েছে। লক্ষ্য করছি, বাংলা ভাষা ঠিক কোন দিকে বাঁক নিচ্ছে।’ এই সময় পত্রিকার সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে ব্যবহৃত নতুন বাংলার প্রয়োগগত দিক নিয়ে আলোকপাত করেন। ‘চুদুরবুদুর’ ও ‘নিজস্বী’ শব্দ সংবাদে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই শব্দগুলোই একদিন সাহিত্যে ফিরবে। অতীতে যেমন ফিরেছে নবারুণ ভট্টাচার্যের লেখায়।’
বাংলা ভাষার বহতা ধারা এবং নতুন প্রজন্মের ভাষা-চর্চার এই মিলনমেলা একদিকে যেমন ভাবনার খোরাক দিল, অন্যদিকে স্মরণ করিয়ে দিল ভাষার শুদ্ধতা ও বিবর্তন—দুইয়েরই সহাবস্থানে নিহিত বাংলার ভবিষ্যৎ।
‘বাওয়াল’, ‘ঝাক্কাস’, ‘ফুল্টুস’, ‘নিজস্বী’, ‘চুদুরবুদুর’—বর্তমান প্রজন্মের মুখে এসব শব্দ ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। বাংলা কি তবে তার শুদ্ধ স্বরূপ হারাচ্ছে? না কি এসব নতুন প্রয়োগে ভাষা আরও রঙিন, আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে—এই বিতর্কে আলোকপাত করতেই পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৫ দিনের এক বিশেষ কর্মশালা।
‘প্রয়োগের বাংলা, ব্যবহারের বাংলা’—শীর্ষক এই কর্মশালায় শুধু ভাষা নয়, সমাজ, সাহিত্য ও প্রযুক্তির ছত্রচ্ছায়ায় বদলে যাওয়া ভাষা-চর্চার স্বরূপও আলোচিত হয়েছে। ভাষাতত্ত্ব, সাহিত্যচর্চা এবং নতুন প্রজন্মের মুখের শব্দচয়নকে ঘিরে ছিল একাধিক আলোচনাসভা, পর্যালোচনা ও প্রেজেন্টেশন।
গত শুক্রবার কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল ৮৪ জন অংশগ্রহণকারী ছাত্র ও গবেষকের হাতে সনদ তুলে দেন। তিনি বলেন, ‘ভাষা নদীর মতো, চলমান। প্রয়োগের ভিন্নতাই বাংলাকে করেছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। এই বৈচিত্র্যকে বোঝার মধ্যেই রয়েছে এই কর্মশালার সার্থকতা।’
বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার মনে করিয়ে দেন, ‘বাংলা ভাষার সৌন্দর্য তার নিজস্বতায়। অহংবোধ যেন প্রয়োগে প্রাধান্য না পায়।’ পদার্থবিজ্ঞানী ও ভাষাবিদ পলাশ বরণ পাল বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে ভাষা ব্যবহারের সেন্সর উঠে গেছে। সবাই এখন অকপটে মনের কথা বলে ফেলছে, ভালো-মন্দ সবই আসছে একসঙ্গে।’
সাহিত্যিক সিজার বাগচী বলেন, ‘যে ভাষা মুখে আছে, সেই ভাষাই একদিন সাহিত্যে ঢুকে পড়ে। কেনকি বা চুলবুলির মতো শব্দ ভবিষ্যতের সাহিত্যেরও অংশ হয়ে উঠবে।’ আইএসআই—এর লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিটের প্রধান অধ্যাপক নীলাদ্রি শেখর দাশ নতুন জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ টেনে বলেন, ‘ভাষা প্রযুক্তির সাহায্যে নতুন প্রজন্মকে আরও বেশি করে বাংলা ভাষায় দক্ষ করে তোলা সম্ভব।’
কর্মশালায় ভাষাতত্ত্বের অধ্যাপক ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্তর উপস্থিতি এই আয়োজনকে বিশেষ গুরুত্ব প্রদান করে। ভাষার বিবর্তন ও আধুনিক প্রয়োগ বিষয়ে তাঁর বিশ্লেষণ কর্মশালাকে তাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ করেছে। তবে সবাই এতটা উদার নন। যেমন লেখক স্বপ্নময় চক্রবর্তীর মতে, ‘এফএম রেডিও বাংলায় ভাষাদূষণ ঘটাচ্ছে। শব্দ প্রয়োগে দায়বদ্ধতা থাকা উচিত।’
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক সুখেন বিশ্বাস বলেন, ‘এসব নতুন শব্দকে নথিভুক্ত করতে অভিধান তৈরির কাজ শুরু হয়েছে। লক্ষ্য করছি, বাংলা ভাষা ঠিক কোন দিকে বাঁক নিচ্ছে।’ এই সময় পত্রিকার সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে ব্যবহৃত নতুন বাংলার প্রয়োগগত দিক নিয়ে আলোকপাত করেন। ‘চুদুরবুদুর’ ও ‘নিজস্বী’ শব্দ সংবাদে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই শব্দগুলোই একদিন সাহিত্যে ফিরবে। অতীতে যেমন ফিরেছে নবারুণ ভট্টাচার্যের লেখায়।’
বাংলা ভাষার বহতা ধারা এবং নতুন প্রজন্মের ভাষা-চর্চার এই মিলনমেলা একদিকে যেমন ভাবনার খোরাক দিল, অন্যদিকে স্মরণ করিয়ে দিল ভাষার শুদ্ধতা ও বিবর্তন—দুইয়েরই সহাবস্থানে নিহিত বাংলার ভবিষ্যৎ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে