ভারতের মুম্বাইয়ে ট্রেনের ভেতরে জ্যেষ্ঠ কমকর্তা ও তিন যাত্রীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার রেল পুলিশের সদস্য চেতন সিং ঘটনার আগে সহকর্মীকে অসুস্থ বোধ করার কথা জানান। কিন্তু তাঁকে ছেড়ে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নির্বিচার গুলি চালান।
গত রোববার রাতে জয়পুর এক্সপ্রেস রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাইগামী একটি দ্রুতগামী ট্রেনে এ ঘটনা ঘটে বলে ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চেতন সিং ট্রেন থেকে নেমে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তিকারাম মিনা ডিউটি শেষ করে যেতে বলেন। এই কারণে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করেন।
ঘটনার সময় কনস্টেবল ঘনশ্যাম আচার্য ডিউটিতে ছিলেন। তিনি পুলিশের কাছে মিনা ও তিন যাত্রীকে হত্যার ঘটনার বর্ণনা করেন।
তিনি বলেন, ‘এএসআই মিনা আমাকে বলেন, চেতন সিং সামনের স্টেশনে নেমে যেতে চায়, তার জ্বর এসেছে বোধ হয়। তবে আমি বাকি ২ ঘণ্টার ডিউটি শেষ করে যেতে বলেছি। কিন্তু সিংয়ের এসব কিছু শোনার মানসিকতা ছিল না।’
তিনি আরও বলেন, এএসআই মিনা তাঁকে মানাতে চেষ্টা করছিলেন। কিন্তু সিং কোনোভাবেই রাজি হচ্ছিলেন না।
এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেল পুলিশের কনস্টেবল নিজের অটোমেটিক রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। প্রথমে এএসআই তিকারাম মিনা গুলিবিদ্ধ হন। পরে আরেকটি কামরায় গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করেন।
চেতন সিংহকে গ্রেপ্তারের পাশপাশি তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
ভারতের মুম্বাইয়ে ট্রেনের ভেতরে জ্যেষ্ঠ কমকর্তা ও তিন যাত্রীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার রেল পুলিশের সদস্য চেতন সিং ঘটনার আগে সহকর্মীকে অসুস্থ বোধ করার কথা জানান। কিন্তু তাঁকে ছেড়ে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নির্বিচার গুলি চালান।
গত রোববার রাতে জয়পুর এক্সপ্রেস রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাইগামী একটি দ্রুতগামী ট্রেনে এ ঘটনা ঘটে বলে ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চেতন সিং ট্রেন থেকে নেমে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তিকারাম মিনা ডিউটি শেষ করে যেতে বলেন। এই কারণে তিনি ক্ষিপ্ত হয়ে তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করেন।
ঘটনার সময় কনস্টেবল ঘনশ্যাম আচার্য ডিউটিতে ছিলেন। তিনি পুলিশের কাছে মিনা ও তিন যাত্রীকে হত্যার ঘটনার বর্ণনা করেন।
তিনি বলেন, ‘এএসআই মিনা আমাকে বলেন, চেতন সিং সামনের স্টেশনে নেমে যেতে চায়, তার জ্বর এসেছে বোধ হয়। তবে আমি বাকি ২ ঘণ্টার ডিউটি শেষ করে যেতে বলেছি। কিন্তু সিংয়ের এসব কিছু শোনার মানসিকতা ছিল না।’
তিনি আরও বলেন, এএসআই মিনা তাঁকে মানাতে চেষ্টা করছিলেন। কিন্তু সিং কোনোভাবেই রাজি হচ্ছিলেন না।
এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেল পুলিশের কনস্টেবল নিজের অটোমেটিক রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। প্রথমে এএসআই তিকারাম মিনা গুলিবিদ্ধ হন। পরে আরেকটি কামরায় গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করেন।
চেতন সিংহকে গ্রেপ্তারের পাশপাশি তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৪ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৪ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৪ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৪ দিন আগে