ঢাকা: জম্মু ও কাশ্মীরকে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দিলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার কাশ্মীরের ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের ১৪ জন প্রথম সারির নেতাকে নিয়ে সর্বদলীয় বৈঠকে মোদি এমনটি জানান।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৈঠকে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সঠিক সময়ে কাশ্মীরকে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে।
জানা গেছে, এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ, পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী (পিডিপি) মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম নবি আজাদসহ কাশ্মীরের শীর্ষনেতারা। ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রায় সাড়ে ৩ ঘণ্টার এই বৈঠকে আলোচনা হয়েছে মূলত কাশ্মীর এবং জম্মুর বিধানসভার পুনর্বিন্যাস এবং দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু করা নিয়ে।
২০১৮ সালে মেহবুবা মুফতির সরকার থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করার পর থেকেই জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় শাসন চলছে। এরপর ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও ছিনিয়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিলের মাধ্যমে পুরো রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীর মিলিয়ে একটি এবং লাদাখ এলাকা মিলিয়ে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। এর মধ্যে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এর পৃথক বিধানসভা থাকবে বলে ঘোষণা করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার।
ঢাকা: জম্মু ও কাশ্মীরকে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দিলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার কাশ্মীরের ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের ১৪ জন প্রথম সারির নেতাকে নিয়ে সর্বদলীয় বৈঠকে মোদি এমনটি জানান।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৈঠকে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সঠিক সময়ে কাশ্মীরকে আবারও পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে।
জানা গেছে, এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ, পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী (পিডিপি) মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম নবি আজাদসহ কাশ্মীরের শীর্ষনেতারা। ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রায় সাড়ে ৩ ঘণ্টার এই বৈঠকে আলোচনা হয়েছে মূলত কাশ্মীর এবং জম্মুর বিধানসভার পুনর্বিন্যাস এবং দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু করা নিয়ে।
২০১৮ সালে মেহবুবা মুফতির সরকার থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করার পর থেকেই জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় শাসন চলছে। এরপর ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও ছিনিয়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিলের মাধ্যমে পুরো রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীর মিলিয়ে একটি এবং লাদাখ এলাকা মিলিয়ে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। এর মধ্যে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এর পৃথক বিধানসভা থাকবে বলে ঘোষণা করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫