অনলাইন ডেস্ক
মার্কিন মধ্যস্থতায় নয়, বরং দুই দেশের সেনাবাহিনীর সরাসরি আলোচনার মাধ্যমেই থেমেছে ভারত-পাকিস্তান চার দিনের সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আজ বুধবার এক বিবৃতিতে এ কথা বলেছেন পররাষ্ট্রসচিব।
বিক্রম মিশ্রি বিবৃতিতে বলেন, নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে ফোনে বলেছেন, ‘ওই সময়ে পাকিস্তানের সঙ্গে সংঘাত কিংবা ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য ইস্যুতে মার্কিন কোনো পক্ষের সঙ্গে ভারতের কোনো ধরনের আলাপই হয়নি।’
মিশ্রি আরও জানান, পাকিস্তানের অনুরোধেই দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়। তিনি বলেন, ‘যুদ্ধবিরতির আলোচনাগুলো হয়েছে ভারত ও পাকিস্তানের বিদ্যমান সামরিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে, এবং পাকিস্তানের অনুরোধেই তা শুরু হয়। প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করে দিয়েছেন, অতীতেও ভারত কখনো মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।’
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জি-৭ সম্মেলনে সাক্ষাৎ না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধেই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। প্রায় ৩৫ মিনিট ধরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন ট্রাম্প-মোদি। ওই ফোনালাপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় মোদি ট্রাম্পকে জানিয়েছেন, ‘অপারেশন সিন্দুর এখনো চলছে’।
উল্লেখ্য, গত মাসে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, উভয় পক্ষকে বাণিজ্যের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে ট্রাম্প-মোদি সর্বশেষ ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।
এদিকে, পাকিস্তানই যুদ্ধবিরতি ইস্যুতে আগে যোগাযোগ করেছে—ভারত এমন দাবি করলেও পাকিস্তান বলছে, ৭ মে ভারতের সামরিক বাহিনীই প্রথমে তাঁদের সঙ্গে যোগাযোগ করে। এরপর পাকিস্তান সেনাবাহিনী সাড়া দেয় এবং এতেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। মে মাসেই আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার দাবি প্রত্যাখ্যান করেন এবং বলেন, ‘আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় নিহত হন ২৬ জন। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরই জেরে ৭ মে ভোরে অপারেশন সিন্দুর শুরু করে ভারত। টানা চার দিন চলে সংঘাত। চার দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ১০ মে দুদেশের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি।
মার্কিন মধ্যস্থতায় নয়, বরং দুই দেশের সেনাবাহিনীর সরাসরি আলোচনার মাধ্যমেই থেমেছে ভারত-পাকিস্তান চার দিনের সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আজ বুধবার এক বিবৃতিতে এ কথা বলেছেন পররাষ্ট্রসচিব।
বিক্রম মিশ্রি বিবৃতিতে বলেন, নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে ফোনে বলেছেন, ‘ওই সময়ে পাকিস্তানের সঙ্গে সংঘাত কিংবা ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য ইস্যুতে মার্কিন কোনো পক্ষের সঙ্গে ভারতের কোনো ধরনের আলাপই হয়নি।’
মিশ্রি আরও জানান, পাকিস্তানের অনুরোধেই দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়। তিনি বলেন, ‘যুদ্ধবিরতির আলোচনাগুলো হয়েছে ভারত ও পাকিস্তানের বিদ্যমান সামরিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে, এবং পাকিস্তানের অনুরোধেই তা শুরু হয়। প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করে দিয়েছেন, অতীতেও ভারত কখনো মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।’
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জি-৭ সম্মেলনে সাক্ষাৎ না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধেই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। প্রায় ৩৫ মিনিট ধরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন ট্রাম্প-মোদি। ওই ফোনালাপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় মোদি ট্রাম্পকে জানিয়েছেন, ‘অপারেশন সিন্দুর এখনো চলছে’।
উল্লেখ্য, গত মাসে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, উভয় পক্ষকে বাণিজ্যের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে ট্রাম্প-মোদি সর্বশেষ ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।
এদিকে, পাকিস্তানই যুদ্ধবিরতি ইস্যুতে আগে যোগাযোগ করেছে—ভারত এমন দাবি করলেও পাকিস্তান বলছে, ৭ মে ভারতের সামরিক বাহিনীই প্রথমে তাঁদের সঙ্গে যোগাযোগ করে। এরপর পাকিস্তান সেনাবাহিনী সাড়া দেয় এবং এতেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। মে মাসেই আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার দাবি প্রত্যাখ্যান করেন এবং বলেন, ‘আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা হয়। ওই হামলায় নিহত হন ২৬ জন। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরই জেরে ৭ মে ভোরে অপারেশন সিন্দুর শুরু করে ভারত। টানা চার দিন চলে সংঘাত। চার দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ১০ মে দুদেশের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে