গত ৯ অক্টোবর প্রয়াত হয়েছেন ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ী ও জনহিতৈষী শিল্পপতি রতন টাটা। সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া কিছু মর্মস্পর্শী ঘটনা শেয়ার করেছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন।
মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, অমিতাভের কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের ১৬ তম মৌসুমের একটি এপিসোডে এবার অতিথি হয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান এবং অভিনেতা বোমান ইরানি। অনুষ্ঠানের একপর্যায়ে স্বভাবসুলভ ভঙ্গিতে অমিতাভ তাঁদের সঙ্গে নানা কথোপকথনে মেতে ওঠেন। এ সময় তিনি প্রয়াত রতন টাটার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনারও স্মৃতিচারণ করেন।
অমিতাভ জানান, তিনি এবং রতন টাটা একবার লন্ডনের একটি ফ্লাইটে ছিলেন। বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ পর প্রয়াত বিলিয়নিয়ার বুঝতে পারেন, তিনি তাঁর সহযোগীদের খুঁজে পাচ্ছেন না। এ অবস্থায় তাঁদের খোঁজ করতে তিনি একটি ফোন বুথে ঢুকে পড়েছিলেন।
অমিতাভ বচ্চন বলেন, ‘আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এলেন। আমার কাছে এলেন এবং আমি বিশ্বাস করতে পারছি না যে তিনি বলেছিলেন—অমিতাভ, আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা ধার করতে পারি? আমার কাছে ফোন করার টাকা নাই!’
রতন টাটার সঙ্গে ঘটে যাওয়া আরও একটি ঘটনার স্মৃতিচারণা করেন অমিতাভ বচ্চন। সেবার একটি অনুষ্ঠানে টাটার বিনয় দেখে অবাক হয়ে গিয়েছিলেন অমিতাভের বন্ধুরা। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে অমিতাভ জানান, তাঁর এক বন্ধুকে টাটা অনুরোধ করেছিলেন বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। টাটার এমন অনুরোধে অবাক না হয়ে পারেনি অমিতাভের সেই বন্ধুটি। বলিউড কিংবদন্তি বলেন, ‘রতন টাটা আমার বন্ধুকে বললেন—আপনি কি আমাকে বাড়িতে নামিয়ে দিতে পারবেন? আপনার বাড়ির ঠিক পেছনেই আমি থাকি।’
অমিতাভ আবারও বলেন, “রতন টাটা বলছেন, ‘আমার গাড়ি নেই’—আপনি কি এটা ভাবতে পারছেন? এটা অবিশ্বাস্য! ”
রতন টাটার সঙ্গে অমিতাভ বচ্চনের পেশাগত সম্পর্কও ছিল। টাটার প্রযোজনা সংস্থা টাটা ইনফোমিডিয়া লিমিটেড অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘আয়েতবারে’ অর্থায়ন করেছিল। যদিও সিনেমাটি বক্স অফিসে ভালো সাড়া পায়নি। এই সিনেমায় টাটা গ্রুপের প্রায় সাড়ে তিন কোটি রুপি লোকসান হয়েছিল।
রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করা প্রথম ব্যক্তিদের একজন ছিলেন অমিতাভ বচ্চন। এক্স মাধ্যমে এক পোস্টে টাটার মৃত্যুতে একটি যুগের অবসান হয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি। টাটার সম্পর্কে তিনি লিখেছিলেন, ‘একজন অত্যন্ত সম্মানিত, নম্র অথচ অপরিসীম দূরদৃষ্টি ও সংকল্পের দূরদর্শী নেতা। যৌথভাবে বেশ কয়েকটি প্রচারাভিযানের সময় তাঁর সঙ্গে কিছু দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছি। প্রার্থনা রইল।’
গত ১১ অক্টোবর মুম্বাইয়ে অনুষ্ঠিত রতন টাটার শেষকৃত্যানুষ্ঠানে শচীন টেন্ডুলকার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, অমিত শাহ এবং মুকেশ আম্বানি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত ৯ অক্টোবর প্রয়াত হয়েছেন ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ী ও জনহিতৈষী শিল্পপতি রতন টাটা। সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া কিছু মর্মস্পর্শী ঘটনা শেয়ার করেছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন।
মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, অমিতাভের কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের ১৬ তম মৌসুমের একটি এপিসোডে এবার অতিথি হয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান এবং অভিনেতা বোমান ইরানি। অনুষ্ঠানের একপর্যায়ে স্বভাবসুলভ ভঙ্গিতে অমিতাভ তাঁদের সঙ্গে নানা কথোপকথনে মেতে ওঠেন। এ সময় তিনি প্রয়াত রতন টাটার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনারও স্মৃতিচারণ করেন।
অমিতাভ জানান, তিনি এবং রতন টাটা একবার লন্ডনের একটি ফ্লাইটে ছিলেন। বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ পর প্রয়াত বিলিয়নিয়ার বুঝতে পারেন, তিনি তাঁর সহযোগীদের খুঁজে পাচ্ছেন না। এ অবস্থায় তাঁদের খোঁজ করতে তিনি একটি ফোন বুথে ঢুকে পড়েছিলেন।
অমিতাভ বচ্চন বলেন, ‘আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এলেন। আমার কাছে এলেন এবং আমি বিশ্বাস করতে পারছি না যে তিনি বলেছিলেন—অমিতাভ, আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা ধার করতে পারি? আমার কাছে ফোন করার টাকা নাই!’
রতন টাটার সঙ্গে ঘটে যাওয়া আরও একটি ঘটনার স্মৃতিচারণা করেন অমিতাভ বচ্চন। সেবার একটি অনুষ্ঠানে টাটার বিনয় দেখে অবাক হয়ে গিয়েছিলেন অমিতাভের বন্ধুরা। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে অমিতাভ জানান, তাঁর এক বন্ধুকে টাটা অনুরোধ করেছিলেন বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। টাটার এমন অনুরোধে অবাক না হয়ে পারেনি অমিতাভের সেই বন্ধুটি। বলিউড কিংবদন্তি বলেন, ‘রতন টাটা আমার বন্ধুকে বললেন—আপনি কি আমাকে বাড়িতে নামিয়ে দিতে পারবেন? আপনার বাড়ির ঠিক পেছনেই আমি থাকি।’
অমিতাভ আবারও বলেন, “রতন টাটা বলছেন, ‘আমার গাড়ি নেই’—আপনি কি এটা ভাবতে পারছেন? এটা অবিশ্বাস্য! ”
রতন টাটার সঙ্গে অমিতাভ বচ্চনের পেশাগত সম্পর্কও ছিল। টাটার প্রযোজনা সংস্থা টাটা ইনফোমিডিয়া লিমিটেড অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘আয়েতবারে’ অর্থায়ন করেছিল। যদিও সিনেমাটি বক্স অফিসে ভালো সাড়া পায়নি। এই সিনেমায় টাটা গ্রুপের প্রায় সাড়ে তিন কোটি রুপি লোকসান হয়েছিল।
রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করা প্রথম ব্যক্তিদের একজন ছিলেন অমিতাভ বচ্চন। এক্স মাধ্যমে এক পোস্টে টাটার মৃত্যুতে একটি যুগের অবসান হয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি। টাটার সম্পর্কে তিনি লিখেছিলেন, ‘একজন অত্যন্ত সম্মানিত, নম্র অথচ অপরিসীম দূরদৃষ্টি ও সংকল্পের দূরদর্শী নেতা। যৌথভাবে বেশ কয়েকটি প্রচারাভিযানের সময় তাঁর সঙ্গে কিছু দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছি। প্রার্থনা রইল।’
গত ১১ অক্টোবর মুম্বাইয়ে অনুষ্ঠিত রতন টাটার শেষকৃত্যানুষ্ঠানে শচীন টেন্ডুলকার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, অমিত শাহ এবং মুকেশ আম্বানি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে