ঢাকা: করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন দেশটির উচ্চ আদালত। এ সংক্রান্ত এক শুনানিতে গতকাল বুধবার দিল্লি হাইকোর্ট ভারতের কেন্দ্রীয় সরকারকে নানাবিধ প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনে এমনটিই জানানো হয়েছে।
অক্সিজেন সংকটে থাকা ম্যাক্স গ্রুপ নামের হাসপাতাল কর্তৃপক্ষের একটি আবেদন শুনানিকালে আদালত ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে প্রশ্ন করে বলেন, কেন্দ্রীয় সরকার ঘুমিয়ে কেন?, মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে কেন্দ্রীয় সরকার কীভাবে এতটা অজ্ঞ?, অক্সিজেনের অভাবে মানুষ মরতে পারে না।
আদালত বলেন, ম্যাক্স হাসপাতাল ছাড়াও একাধিক হাসপাতাল অক্সিজেন সংকটের কথা জানিয়েছে।
শিল্প খাতে অক্সিজেনের সরবরাহ অব্যাহত রাখায় কেন্দ্রীয় সরকারকে তিরস্কার করে আদালত বলেন, এটি সত্যিই অপ্রত্যাশিত। যখন মানুষ মরছে, কেন্দ্রীয় সরকার তখন শিল্প নিয়ে ভাবছে। এর অর্থ—সরকারের কাছে জীবনের মূল্য নয়।
এর আগে গত মঙ্গলবার একই আদালত শুনানিতে কেন্দ্রীয় সরকারকে পরিস্থিতির প্রতি সংবেদনশীল হতে বলেছিলেন আদালত। শিল্প থেকে অক্সিজেনের সরবরাহ সরিয়ে তা চিকিৎসার কাজে ব্যবহার করতে বলা হয়েছিল। সেদিন আদালত বলেছিলেন, ‘অর্থনৈতিক স্বার্থ মানুষের জীবনের চেয়ে বেশি নয়। আমরা একটি দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছি।’
শুনানির একপর্যায়ে আদালত বলেন, আমাদের চিন্তা শুধু দিল্লি নিয়েই নয়। আমরা জানতে চাই, কেন্দ্রীয় সরকার অক্সিজেন সরবরাহের জন্য গোটা ভারতে কী কী পদক্ষেপ নিয়েছে। অক্সিজেন সরবরাহ করা সরকারের দায়িত্ব। সে জন্য ভিক্ষা করবে, ঋণ করবে, নাকি চুরি করবে, সেটা সরকারের ব্যাপার।
উল্লেখ্য, ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৩ লাখ ১৪ হাজার জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১০৪ জন।
ভারত সরকারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জন।
ঢাকা: করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন দেশটির উচ্চ আদালত। এ সংক্রান্ত এক শুনানিতে গতকাল বুধবার দিল্লি হাইকোর্ট ভারতের কেন্দ্রীয় সরকারকে নানাবিধ প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনে এমনটিই জানানো হয়েছে।
অক্সিজেন সংকটে থাকা ম্যাক্স গ্রুপ নামের হাসপাতাল কর্তৃপক্ষের একটি আবেদন শুনানিকালে আদালত ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে প্রশ্ন করে বলেন, কেন্দ্রীয় সরকার ঘুমিয়ে কেন?, মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে কেন্দ্রীয় সরকার কীভাবে এতটা অজ্ঞ?, অক্সিজেনের অভাবে মানুষ মরতে পারে না।
আদালত বলেন, ম্যাক্স হাসপাতাল ছাড়াও একাধিক হাসপাতাল অক্সিজেন সংকটের কথা জানিয়েছে।
শিল্প খাতে অক্সিজেনের সরবরাহ অব্যাহত রাখায় কেন্দ্রীয় সরকারকে তিরস্কার করে আদালত বলেন, এটি সত্যিই অপ্রত্যাশিত। যখন মানুষ মরছে, কেন্দ্রীয় সরকার তখন শিল্প নিয়ে ভাবছে। এর অর্থ—সরকারের কাছে জীবনের মূল্য নয়।
এর আগে গত মঙ্গলবার একই আদালত শুনানিতে কেন্দ্রীয় সরকারকে পরিস্থিতির প্রতি সংবেদনশীল হতে বলেছিলেন আদালত। শিল্প থেকে অক্সিজেনের সরবরাহ সরিয়ে তা চিকিৎসার কাজে ব্যবহার করতে বলা হয়েছিল। সেদিন আদালত বলেছিলেন, ‘অর্থনৈতিক স্বার্থ মানুষের জীবনের চেয়ে বেশি নয়। আমরা একটি দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছি।’
শুনানির একপর্যায়ে আদালত বলেন, আমাদের চিন্তা শুধু দিল্লি নিয়েই নয়। আমরা জানতে চাই, কেন্দ্রীয় সরকার অক্সিজেন সরবরাহের জন্য গোটা ভারতে কী কী পদক্ষেপ নিয়েছে। অক্সিজেন সরবরাহ করা সরকারের দায়িত্ব। সে জন্য ভিক্ষা করবে, ঋণ করবে, নাকি চুরি করবে, সেটা সরকারের ব্যাপার।
উল্লেখ্য, ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৩ লাখ ১৪ হাজার জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১০৪ জন।
ভারত সরকারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৫ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৫ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৫ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৫ দিন আগে