আট কৃষক নিহতের ঘটনায় উত্তাল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্মীপুর খেরি জেলা। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। কিন্তু লক্ষ্ণৌ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরেই সিতাপুরে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশের মুখোমুখি এই সিনিয়র কংগ্রেস নেতার উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি নাটকীয় ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর আরেকটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আটকের পর যে গেস্টহাউসের একটি কক্ষে রাখা হয়েছে সেটি ঝাড়ু দিচ্ছেন প্রিয়াঙ্কা। সাদা টাইলস বসানো ধূলিধূসরিত ছোট্ট কক্ষটি নিজ হাতেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন তিনি।
গতকাল রোববার লক্ষ্মীপুর খেরিতে বিক্ষোভকারী কৃষকদের ওপর গাড়ি তুলে দেওয়া হয়। এতে চার কৃষকসহ আটজন নিহত হন। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতেই সেখানে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। পথেই তাঁকে আটক করে উত্তর প্রদেশ পুলিশ।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রভিন্সিয়াল আর্মস কনস্ট্যাবুলারি গেস্ট হাউসের একটি কক্ষের মেঝে ঝাড়ু দিচ্ছেন প্রিয়াঙ্কা। তিনি সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ওটা আমার রুম ছিল। নিজের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই আমি পছন্দ করি।
উত্তর প্রদেশগামী প্রিয়াঙ্কার টিমের এক সদস্য বলেন, যেই কক্ষটিতে প্রিয়াঙ্কাকে রাখা হয়েছিল সেটি ছিল খুব নোংরা। তিনি নিজেই সেটি পরিষ্কার করে নিয়েছেন।
ওই এলাকায় কংগ্রেস নেতাকর্মীরা ভিড় করছেন। কংগ্রেসের অভিযোগ, প্রিয়াঙ্কা এবং দিপেন্দর হুদার বিরুদ্ধে বল প্রয়োগ করেছে পুলিশ।
গতকাল রাতে সিতাপুরে যখন পুলিশ পথরোধ করে তখন প্রিয়াঙ্কা তাদের কাছে বারবার গ্রেপ্তারি পরোয়ানা চাচ্ছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে আঙুল উঁচিয়ে তিনি পুলিশের উদ্দেশে বলছেন, আপনারা যাদের হত্যা করেছেন তাঁদের চেয়ে আমি গুরুত্বপূর্ণ নই। সরকারকে আপনারা রক্ষা করার চেষ্টা করছেন। আপনি আমাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখান, অথবা গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি বা অন্য কোনো যুক্তি দেখান। আমি এখান থেকে সরবো না। আমাকে স্পর্শ করবেন না।
প্রিয়াঙ্কার সঙ্গে থাকা কংগ্রেস নেতা দিপেন্দর হুদাকে পুলিশ ধাক্কা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সন্ধ্যার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র এবং উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের সফরের প্রতিবাদে লক্ষ্মীপুর খেরিতে জড়ো হয়েছিলেন কৃষকেরা। সেখানে তাঁদের ওপর দিয়ে গাড়িয়ে চালিয়ে দেওয়া হয়। এতে আটজন নিহত হন। মন্ত্রীর ছেলেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন কৃষকেরা।
উত্তর প্রদেশ পুলিশ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিশ্রর ছেলের বিরুদ্ধে এফআইআর করেছে।
আট কৃষক নিহতের ঘটনায় উত্তাল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্মীপুর খেরি জেলা। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। কিন্তু লক্ষ্ণৌ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরেই সিতাপুরে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশের মুখোমুখি এই সিনিয়র কংগ্রেস নেতার উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি নাটকীয় ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর আরেকটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আটকের পর যে গেস্টহাউসের একটি কক্ষে রাখা হয়েছে সেটি ঝাড়ু দিচ্ছেন প্রিয়াঙ্কা। সাদা টাইলস বসানো ধূলিধূসরিত ছোট্ট কক্ষটি নিজ হাতেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন তিনি।
গতকাল রোববার লক্ষ্মীপুর খেরিতে বিক্ষোভকারী কৃষকদের ওপর গাড়ি তুলে দেওয়া হয়। এতে চার কৃষকসহ আটজন নিহত হন। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতেই সেখানে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। পথেই তাঁকে আটক করে উত্তর প্রদেশ পুলিশ।
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রভিন্সিয়াল আর্মস কনস্ট্যাবুলারি গেস্ট হাউসের একটি কক্ষের মেঝে ঝাড়ু দিচ্ছেন প্রিয়াঙ্কা। তিনি সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ওটা আমার রুম ছিল। নিজের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই আমি পছন্দ করি।
উত্তর প্রদেশগামী প্রিয়াঙ্কার টিমের এক সদস্য বলেন, যেই কক্ষটিতে প্রিয়াঙ্কাকে রাখা হয়েছিল সেটি ছিল খুব নোংরা। তিনি নিজেই সেটি পরিষ্কার করে নিয়েছেন।
ওই এলাকায় কংগ্রেস নেতাকর্মীরা ভিড় করছেন। কংগ্রেসের অভিযোগ, প্রিয়াঙ্কা এবং দিপেন্দর হুদার বিরুদ্ধে বল প্রয়োগ করেছে পুলিশ।
গতকাল রাতে সিতাপুরে যখন পুলিশ পথরোধ করে তখন প্রিয়াঙ্কা তাদের কাছে বারবার গ্রেপ্তারি পরোয়ানা চাচ্ছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে আঙুল উঁচিয়ে তিনি পুলিশের উদ্দেশে বলছেন, আপনারা যাদের হত্যা করেছেন তাঁদের চেয়ে আমি গুরুত্বপূর্ণ নই। সরকারকে আপনারা রক্ষা করার চেষ্টা করছেন। আপনি আমাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখান, অথবা গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি বা অন্য কোনো যুক্তি দেখান। আমি এখান থেকে সরবো না। আমাকে স্পর্শ করবেন না।
প্রিয়াঙ্কার সঙ্গে থাকা কংগ্রেস নেতা দিপেন্দর হুদাকে পুলিশ ধাক্কা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সন্ধ্যার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র এবং উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের সফরের প্রতিবাদে লক্ষ্মীপুর খেরিতে জড়ো হয়েছিলেন কৃষকেরা। সেখানে তাঁদের ওপর দিয়ে গাড়িয়ে চালিয়ে দেওয়া হয়। এতে আটজন নিহত হন। মন্ত্রীর ছেলেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন কৃষকেরা।
উত্তর প্রদেশ পুলিশ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিশ্রর ছেলের বিরুদ্ধে এফআইআর করেছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫