কলকাতা সংবাদদাতা
আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারত সরকার। গতকাল শনিবার সকালে দিল্লিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী কে রাম মোহন নাইডু ভারতের সব বোয়িং ৭৮৭ বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দেওয়ার কথা জানান।
মন্ত্রী জানান, দেশের যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দেশের সব বোয়িং ৭৮৭ মডেলের বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কার্যকর হওয়ার পর ইতিমধ্যেই ৮টি বোয়িং ৭৮৭ বিমানে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।
রাম মোহন নাইডু আরও বলেন, ‘যাত্রী নিরাপত্তা নিয়ে আমরা কোনো আপস করব না। প্রতিটি বিমান যাচাই করে দেখা হচ্ছে যাতে কোনো কারিগরি ত্রুটি ভবিষ্যতে বিপর্যয়ের কারণ না হয়ে ওঠে।’
বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী নাইডু জানান, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ইতিমধ্যেই ফরেনসিক ও চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্তকারী দল গঠন করেছে। এই দল এখন ফ্লাইট ডেটা, ককপিট রেকর্ডিং, পাইলটের শেষ বার্তা এবং বিমানচালন সংক্রান্ত সব রেকর্ড খতিয়ে দেখছে।
তিনি বলেন, ‘ব্ল্যাক বক্সে সংরক্ষিত তথ্য বলছে, উড্ডয়নের পর বিমান স্বাভাবিক গতি হারাতে শুরু করে। তবে ইঞ্জিনে সদ্য মেরামতির পর কোনো যান্ত্রিক ত্রুটি মেলেনি।’
নাইডু বলেন, ‘যদি তদন্তে কোনো গাফিলতির প্রমাণ মেলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নাইডু আরও জানান, মৃতের সংখ্যা বেড়ে ২৭৯-এ পৌঁছেছে। এরই মধ্যে ১৯ জন মৃত যাত্রীর ডিএনএ পরীক্ষার রিপোর্ট এসেছে, যাঁদের মধ্যে রয়েছেন একাধিক বিদেশি নাগরিক। এই তথ্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট দূতাবাস ও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারত সরকার। গতকাল শনিবার সকালে দিল্লিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী কে রাম মোহন নাইডু ভারতের সব বোয়িং ৭৮৭ বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দেওয়ার কথা জানান।
মন্ত্রী জানান, দেশের যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দেশের সব বোয়িং ৭৮৭ মডেলের বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কার্যকর হওয়ার পর ইতিমধ্যেই ৮টি বোয়িং ৭৮৭ বিমানে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।
রাম মোহন নাইডু আরও বলেন, ‘যাত্রী নিরাপত্তা নিয়ে আমরা কোনো আপস করব না। প্রতিটি বিমান যাচাই করে দেখা হচ্ছে যাতে কোনো কারিগরি ত্রুটি ভবিষ্যতে বিপর্যয়ের কারণ না হয়ে ওঠে।’
বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী নাইডু জানান, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ইতিমধ্যেই ফরেনসিক ও চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্তকারী দল গঠন করেছে। এই দল এখন ফ্লাইট ডেটা, ককপিট রেকর্ডিং, পাইলটের শেষ বার্তা এবং বিমানচালন সংক্রান্ত সব রেকর্ড খতিয়ে দেখছে।
তিনি বলেন, ‘ব্ল্যাক বক্সে সংরক্ষিত তথ্য বলছে, উড্ডয়নের পর বিমান স্বাভাবিক গতি হারাতে শুরু করে। তবে ইঞ্জিনে সদ্য মেরামতির পর কোনো যান্ত্রিক ত্রুটি মেলেনি।’
নাইডু বলেন, ‘যদি তদন্তে কোনো গাফিলতির প্রমাণ মেলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নাইডু আরও জানান, মৃতের সংখ্যা বেড়ে ২৭৯-এ পৌঁছেছে। এরই মধ্যে ১৯ জন মৃত যাত্রীর ডিএনএ পরীক্ষার রিপোর্ট এসেছে, যাঁদের মধ্যে রয়েছেন একাধিক বিদেশি নাগরিক। এই তথ্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট দূতাবাস ও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫