ভারতের ভবিষ্যৎ এবং নিরাপত্তা উভয়ই বাংলাদেশের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। দুই দেশ একত্রে অনেক কিছুই অর্জন করতে পারবে। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা স্মিতা পান্ত এই মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্মিতা পান্ত বলেন, বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে কাজ করার মতো অনেক ক্ষেত্র রয়েছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি এবং সুন্দরবন বদ্বীপ অঞ্চলের সুরক্ষায় দুটি দেশ একযোগে কাজ করতে পারে।
স্মিতা বলেন, ‘বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের ঠান্ডা মাথায় হত্যা করা হয় ১৯৭৫ সালে। কিন্তু খুনিরা তাঁর মূল্যবোধকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্ন—সারা বিশ্বে যার সমকক্ষ খুব অল্পসংখ্যক মানুষই রয়েছেন—আজ বাস্তবায়িত হচ্ছে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, ‘জনগণ উগ্রপন্থা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্য সব দেশের চেয়ে বেশি সেনা পাঠাচ্ছে।’
ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ‘বঞ্চিত ও দরিদ্র মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সংগ্রাম ও আত্মত্যাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি উদাহরণ হয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) তাঁর অভিজ্ঞতা থেকে মানুষের জন্য সাম্য, ন্যায়বিচার, মৌলিক মানবাধিকার এবং বিশেষ করে আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার জন্য নিজের রাজনৈতিক দর্শন গড়ে তুলেছিলেন। ১৯৭৪ সালে জাতিসংঘে দেওয়া প্রথম ভাষণে বঙ্গবন্ধু সবার জন্য শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার পক্ষে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন।’
ভারতের ভবিষ্যৎ এবং নিরাপত্তা উভয়ই বাংলাদেশের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। দুই দেশ একত্রে অনেক কিছুই অর্জন করতে পারবে। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা স্মিতা পান্ত এই মন্তব্য করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্মিতা পান্ত বলেন, বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে কাজ করার মতো অনেক ক্ষেত্র রয়েছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি এবং সুন্দরবন বদ্বীপ অঞ্চলের সুরক্ষায় দুটি দেশ একযোগে কাজ করতে পারে।
স্মিতা বলেন, ‘বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের ঠান্ডা মাথায় হত্যা করা হয় ১৯৭৫ সালে। কিন্তু খুনিরা তাঁর মূল্যবোধকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্ন—সারা বিশ্বে যার সমকক্ষ খুব অল্পসংখ্যক মানুষই রয়েছেন—আজ বাস্তবায়িত হচ্ছে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, ‘জনগণ উগ্রপন্থা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্য সব দেশের চেয়ে বেশি সেনা পাঠাচ্ছে।’
ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ‘বঞ্চিত ও দরিদ্র মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সংগ্রাম ও আত্মত্যাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি উদাহরণ হয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) তাঁর অভিজ্ঞতা থেকে মানুষের জন্য সাম্য, ন্যায়বিচার, মৌলিক মানবাধিকার এবং বিশেষ করে আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার জন্য নিজের রাজনৈতিক দর্শন গড়ে তুলেছিলেন। ১৯৭৪ সালে জাতিসংঘে দেওয়া প্রথম ভাষণে বঙ্গবন্ধু সবার জন্য শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার পক্ষে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫