কলকাতা প্রতিনিধি
রেকর্ড বৃষ্টিতে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর পানি ছাড়ায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নামানো হলো সেনা।
ইতিমধ্যেই অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু বাড়ি ঘর তলিয়ে গিয়েছে পানির তোড়ে। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষির। গুলাবি নিম্নচাপের হাত ধরে সৃষ্ট বৃষ্টিতে নাজেহাল বিস্তীর্ণ এলাকার মানুষ।
ভারতের আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। দুর্গাপুর ব্যারেজ ২ লাখ ২১ হাজার কিউসেক পানি ছাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ চেহারা নিয়েছে।
সূত্রের খবর, আরও পানি ছাড়তে পারে ব্যারেজটি। রুপনারায়ণ, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী ও দামোদর রীতিমতো ফুঁসছে। বর্ধমান, বাঁকুড়া ও হুগলির পরিস্থিতি খুবই খারাপ। ইতিমধ্যেই ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আসানসোলে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ দশমিক ৫ মিলি বৃষ্টি হয়েছে। এত বেশি বৃষ্টির রেকর্ড নেই আসানসোলের ইতিহাসে। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল।
পাশের শহর বাঁকুড়ায় ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৩৫৪ দশমিক ৩ মিলি । এর আগে ১৯২২ সালের ২২ জুন প্রবল বৃষ্টির রেকর্ড আছে বাঁকুড়ার। সেদিনের বৃষ্টির পরিমাণ ছিল ২৯২ দশমিক ৪ মিলি। গত ২৪ ঘণ্টায় সেই রেকর্ডও ভাঙা পড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সচিবালয় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বেশ কয়েক জায়গা থেকে বাঁধ ভাঙারও খবর আসছে কন্ট্রোল রুমে। নতুন নতুন এরিয়া প্লাবিত হতে শুরু করেছে।
এরই মধ্যে আশার খবর, বর্ষাকাল বিদায় নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। তবে এখন রেকর্ড বৃষ্টির হাত ধরে তৈরি প্লাবন মোকাবিলাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রেকর্ড বৃষ্টিতে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর পানি ছাড়ায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নামানো হলো সেনা।
ইতিমধ্যেই অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু বাড়ি ঘর তলিয়ে গিয়েছে পানির তোড়ে। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষির। গুলাবি নিম্নচাপের হাত ধরে সৃষ্ট বৃষ্টিতে নাজেহাল বিস্তীর্ণ এলাকার মানুষ।
ভারতের আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। দুর্গাপুর ব্যারেজ ২ লাখ ২১ হাজার কিউসেক পানি ছাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ চেহারা নিয়েছে।
সূত্রের খবর, আরও পানি ছাড়তে পারে ব্যারেজটি। রুপনারায়ণ, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী ও দামোদর রীতিমতো ফুঁসছে। বর্ধমান, বাঁকুড়া ও হুগলির পরিস্থিতি খুবই খারাপ। ইতিমধ্যেই ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আসানসোলে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ দশমিক ৫ মিলি বৃষ্টি হয়েছে। এত বেশি বৃষ্টির রেকর্ড নেই আসানসোলের ইতিহাসে। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল।
পাশের শহর বাঁকুড়ায় ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৩৫৪ দশমিক ৩ মিলি । এর আগে ১৯২২ সালের ২২ জুন প্রবল বৃষ্টির রেকর্ড আছে বাঁকুড়ার। সেদিনের বৃষ্টির পরিমাণ ছিল ২৯২ দশমিক ৪ মিলি। গত ২৪ ঘণ্টায় সেই রেকর্ডও ভাঙা পড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সচিবালয় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বেশ কয়েক জায়গা থেকে বাঁধ ভাঙারও খবর আসছে কন্ট্রোল রুমে। নতুন নতুন এরিয়া প্লাবিত হতে শুরু করেছে।
এরই মধ্যে আশার খবর, বর্ষাকাল বিদায় নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। তবে এখন রেকর্ড বৃষ্টির হাত ধরে তৈরি প্লাবন মোকাবিলাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫