অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র পদে লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক জোহরান মামদানি। গত মঙ্গলবার রাতে তাঁর এই জয়ের খবর চাউর হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুরু হয় নানা ইতিবাচক আলোচনা।
তবে নেতিবাচক আলোচনা বা মন্তব্য যে একেবারেই নেই, তা বলা যাবে না। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিপক্ষ শিবিরের এই ৩৩ বছরের তরুণকে ‘কমিউনিস্ট’ ও ‘পাগল’ বলে গালাগাল দিয়েছেন। পিছিয়ে নেই ভারতের রাজনীতিবেরাও। বিজেপি হোক বা কংগ্রেস, কারও রোষানল থেকেই রেহাই পাচ্ছেন না মামদানি।
আজ বৃহস্পতিবার মামদানিকে একহাত দেখে নেন অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া কঙ্গনা রনৌত। মামদানি সম্পর্কে তিনি বলেন, ‘তার কথাবার্তা শুনলে পাকিস্তানি বলেই বেশি মনে হয়, ভারতীয় নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজেপির সংসদ সদস্য কঙ্গনা বলেন, ‘তার (জোহরান মামদানি) মা মীরা নায়ার। আমাদের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত।
‘প্রিয় ও খ্যাতনামা এই কন্যা জন্মেছেন এবং বড় হয়েছেন মহান ভারতে। এখন নিউইয়র্কে থাকেন। বিয়ে করেন বিখ্যাত লেখক মেহমুদ মামদানিকে (যিনি গুজরাটি বংশোদ্ভূত)। তাঁদের ছেলের নাম জোহরান—যার কথা শুনলে ভারতীয়র চেয়ে পাকিস্তানিই বেশি লাগে।’
পোস্টে কঙ্গনা বলেন, ‘তার (জোহরান মামদানি) হিন্দু পরিচয় বা বংশের ধারা যা-ই হোক না কেন, এখন সে হিন্দুধর্ম নিশ্চিহ্ন করতে উদ্যত। আশ্চর্য! এমন উদাহরণ আরও আছে।
‘অন্য প্রসঙ্গে বলি, মীরাজির সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে। জোহরানের বাবা-মাকে অভিনন্দন।’
কঙ্গনার মন্তব্যের আগে আরেক ভারতীয় রাজনীতিক মামদানিকে তাঁর ‘ভারতবিরোধী’ অবস্থানের জন্য সমালোচনা করেন।
এ ছাড়া কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক মনু সিংভি মার্কিন রাজনীতিক মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘ভারতের এমন মিত্রের প্রয়োজন নেই।’
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে অভিষেক মনু সিংভি বলেন, ‘জোহরান মামদানি যখন মুখ খোলেন, তখন পাকিস্তানের জনসংযোগ দল ছুটি নেয়। নিউইয়র্ক থেকে কল্পকাহিনি চিৎকার করে বলা—এমন মিত্র থাকলে ভারতের শত্রুর আর দরকার পড়ে না।’
নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে হারান জোহরান মামদানি।
আগামী ৪ নভেম্বর শহরটির মেয়র পদে নির্বাচন হবে।
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র পদে লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক জোহরান মামদানি। গত মঙ্গলবার রাতে তাঁর এই জয়ের খবর চাউর হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুরু হয় নানা ইতিবাচক আলোচনা।
তবে নেতিবাচক আলোচনা বা মন্তব্য যে একেবারেই নেই, তা বলা যাবে না। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিপক্ষ শিবিরের এই ৩৩ বছরের তরুণকে ‘কমিউনিস্ট’ ও ‘পাগল’ বলে গালাগাল দিয়েছেন। পিছিয়ে নেই ভারতের রাজনীতিবেরাও। বিজেপি হোক বা কংগ্রেস, কারও রোষানল থেকেই রেহাই পাচ্ছেন না মামদানি।
আজ বৃহস্পতিবার মামদানিকে একহাত দেখে নেন অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া কঙ্গনা রনৌত। মামদানি সম্পর্কে তিনি বলেন, ‘তার কথাবার্তা শুনলে পাকিস্তানি বলেই বেশি মনে হয়, ভারতীয় নয়।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিজেপির সংসদ সদস্য কঙ্গনা বলেন, ‘তার (জোহরান মামদানি) মা মীরা নায়ার। আমাদের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত।
‘প্রিয় ও খ্যাতনামা এই কন্যা জন্মেছেন এবং বড় হয়েছেন মহান ভারতে। এখন নিউইয়র্কে থাকেন। বিয়ে করেন বিখ্যাত লেখক মেহমুদ মামদানিকে (যিনি গুজরাটি বংশোদ্ভূত)। তাঁদের ছেলের নাম জোহরান—যার কথা শুনলে ভারতীয়র চেয়ে পাকিস্তানিই বেশি লাগে।’
পোস্টে কঙ্গনা বলেন, ‘তার (জোহরান মামদানি) হিন্দু পরিচয় বা বংশের ধারা যা-ই হোক না কেন, এখন সে হিন্দুধর্ম নিশ্চিহ্ন করতে উদ্যত। আশ্চর্য! এমন উদাহরণ আরও আছে।
‘অন্য প্রসঙ্গে বলি, মীরাজির সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে। জোহরানের বাবা-মাকে অভিনন্দন।’
কঙ্গনার মন্তব্যের আগে আরেক ভারতীয় রাজনীতিক মামদানিকে তাঁর ‘ভারতবিরোধী’ অবস্থানের জন্য সমালোচনা করেন।
এ ছাড়া কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক মনু সিংভি মার্কিন রাজনীতিক মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘ভারতের এমন মিত্রের প্রয়োজন নেই।’
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে অভিষেক মনু সিংভি বলেন, ‘জোহরান মামদানি যখন মুখ খোলেন, তখন পাকিস্তানের জনসংযোগ দল ছুটি নেয়। নিউইয়র্ক থেকে কল্পকাহিনি চিৎকার করে বলা—এমন মিত্র থাকলে ভারতের শত্রুর আর দরকার পড়ে না।’
নিউইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে হারান জোহরান মামদানি।
আগামী ৪ নভেম্বর শহরটির মেয়র পদে নির্বাচন হবে।
আরও খবর পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে