এএফপি, মাদ্রিদ
ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে উৎখাতে এই যুদ্ধ শুরু করেছে তারা। তবে সেই হামাসকে নিয়েই ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল ইউরোপীয় ইউনিয়ন। তারা বলছে, হামাসকে তৈরি করেছে ইসরায়েল। তাদের অর্থায়নও করছে দেশটি।
স্পেনের ইউনিভার্সিটি অব ভালাদোলিদে এ নিয়ে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এই বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিগ্রি দিচ্ছে। এই অনুষ্ঠানে যোগ দিয়েই বোমা ফাটালেন বোরেল। এমন সময়ে তিনি এই মন্তব্য করলেন, যখন গাজার পাশাপাশি সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে হামলায় ইরানের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।
স্পেনে অনুষ্ঠানে বোরেল বলেন, ‘আমরা বিশ্বাস করি, সেখানে শান্তি আনতে দ্বিরাষ্ট্রিক সমাধানের বিষয়টি অবশ্যই চাপিয়ে দিতে হবে। আমরা জোর দিয়েই বলছি, তবে ইসরায়েল এই সমাধান পুনরায় প্রত্যাখ্যান করেছে। এই প্রক্রিয়া ঠেকিয়ে দেওয়ার জন্য তারা অনেক দূর এগিয়ে গেছে। এই হামাসকে তারা তৈরি করেছে।’
বোরেল আরও বলেন, হামাসকে ইসরায়েল সরকার অর্থায়ন করে থাকে, যাতে ফিলিস্তিনে ফাতাহ দুর্বল হয়।
গাজার বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়েও স্পেনের ওই বিশ্ববিদ্যালয়ে কথা বলেন বোরেল। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা যদি শক্তভাবে এটা না থামাই, তবে ঘৃণা আরও বাড়বে এবং সহিংসতা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। আরও মানুষ মারা পড়বে।’ গাজা থেকে এখন ঘৃণা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
১৯৪৮ সালের পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী শক্তি সংগঠন হিসেবে গড়ে উঠেছিল ফাতাহ। আশি ও নব্বইয়ের দশকে ফাতাহর নমনীয়তার সুযোগে রাজনৈতিক বিভাজন দেখা দেয়। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয় হামাস। এই ভোটে বিশাল জয় পায় তারা। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে বিভিন্ন সময় ইসরায়েলে হামলা চালাচ্ছে তারা। আর এসব হামলার জেরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।
ইরানের গোয়েন্দাপ্রধান নিহত
এদিকে গাজা ছাড়াও সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকাল শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সিরিয়াবিষয়ক গোয়েন্দাপ্রধানসহ চারজন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার রাজধানীর পার্শ্ববর্তী মাজেহ এলাকায় ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন।
তবে এ হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে জানতে চাইলে বলা হয়, ‘বিদেশি গণমাধ্যমের খবরে কী এল, তা নিয়ে আমরা মন্তব্য করি না।’
ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে উৎখাতে এই যুদ্ধ শুরু করেছে তারা। তবে সেই হামাসকে নিয়েই ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল ইউরোপীয় ইউনিয়ন। তারা বলছে, হামাসকে তৈরি করেছে ইসরায়েল। তাদের অর্থায়নও করছে দেশটি।
স্পেনের ইউনিভার্সিটি অব ভালাদোলিদে এ নিয়ে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এই বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিগ্রি দিচ্ছে। এই অনুষ্ঠানে যোগ দিয়েই বোমা ফাটালেন বোরেল। এমন সময়ে তিনি এই মন্তব্য করলেন, যখন গাজার পাশাপাশি সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে হামলায় ইরানের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।
স্পেনে অনুষ্ঠানে বোরেল বলেন, ‘আমরা বিশ্বাস করি, সেখানে শান্তি আনতে দ্বিরাষ্ট্রিক সমাধানের বিষয়টি অবশ্যই চাপিয়ে দিতে হবে। আমরা জোর দিয়েই বলছি, তবে ইসরায়েল এই সমাধান পুনরায় প্রত্যাখ্যান করেছে। এই প্রক্রিয়া ঠেকিয়ে দেওয়ার জন্য তারা অনেক দূর এগিয়ে গেছে। এই হামাসকে তারা তৈরি করেছে।’
বোরেল আরও বলেন, হামাসকে ইসরায়েল সরকার অর্থায়ন করে থাকে, যাতে ফিলিস্তিনে ফাতাহ দুর্বল হয়।
গাজার বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়েও স্পেনের ওই বিশ্ববিদ্যালয়ে কথা বলেন বোরেল। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা যদি শক্তভাবে এটা না থামাই, তবে ঘৃণা আরও বাড়বে এবং সহিংসতা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। আরও মানুষ মারা পড়বে।’ গাজা থেকে এখন ঘৃণা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
১৯৪৮ সালের পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী শক্তি সংগঠন হিসেবে গড়ে উঠেছিল ফাতাহ। আশি ও নব্বইয়ের দশকে ফাতাহর নমনীয়তার সুযোগে রাজনৈতিক বিভাজন দেখা দেয়। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয় হামাস। এই ভোটে বিশাল জয় পায় তারা। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে বিভিন্ন সময় ইসরায়েলে হামলা চালাচ্ছে তারা। আর এসব হামলার জেরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।
ইরানের গোয়েন্দাপ্রধান নিহত
এদিকে গাজা ছাড়াও সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকাল শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সিরিয়াবিষয়ক গোয়েন্দাপ্রধানসহ চারজন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার রাজধানীর পার্শ্ববর্তী মাজেহ এলাকায় ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন।
তবে এ হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে জানতে চাইলে বলা হয়, ‘বিদেশি গণমাধ্যমের খবরে কী এল, তা নিয়ে আমরা মন্তব্য করি না।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫