সংকুচিত হয়ে আসা বিশ্ব দুয়ার খুব শিগগিরই খুলছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে এর সদস্য দেশগুলোতে যেতে পারবেন না পুতিন। তাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের সম্মেলনেও যোগ দিতে পারছেন না পুতিন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস জোটের সম্মেলনে পুতিন যোগ দিতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, রাশিয়ার সরকারের সঙ্গে পারস্পরিক সমঝোতার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পুতিন যদি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দেন তবে যেন তাকে গ্রেপ্তার না করা হয় সে জন্য আইসিসির কাছ থেকে অনুমতি চেয়েছিলেন। তিনি বলেছিলেন, পুতিনকে গ্রেপ্তার করা হলে তা হবে যুদ্ধ ঘোষণার সমান হবে। তবে তারপরও আইসিসি ইতিবাচক সাড়া দেয়নি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর থেকেই রাশিয়া এবং দেশটির নেতাদের ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। বিষয়টি সেখানেই থেমে থাকেনি, ইউক্রেনের শিশুদের অপহরণ করে রাশিয়া নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদলতে মামলা দায়ের করা হয়। পরে সেই মামলার সূত্র ধরে আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হওয়ায় দেশটির ওপর এই আদালতের রায় এবং নির্দেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। তবে কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা আশাবাদ ব্যক্ত করেছিল যে, পুতিন হয়তো দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে পারবেন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও বিষয়টি নিয়ে বেশ আশা প্রকাশ করেছিল। তবে দক্ষিণ আফ্রিকার বর্তমান সিদ্ধান্ত ক্রেমলিন তো বটেই পুতিনের জন্য আশাহত হওয়ার কারণ হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
সংকুচিত হয়ে আসা বিশ্ব দুয়ার খুব শিগগিরই খুলছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে এর সদস্য দেশগুলোতে যেতে পারবেন না পুতিন। তাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের সম্মেলনেও যোগ দিতে পারছেন না পুতিন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস জোটের সম্মেলনে পুতিন যোগ দিতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, রাশিয়ার সরকারের সঙ্গে পারস্পরিক সমঝোতার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা পুতিন যদি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দেন তবে যেন তাকে গ্রেপ্তার না করা হয় সে জন্য আইসিসির কাছ থেকে অনুমতি চেয়েছিলেন। তিনি বলেছিলেন, পুতিনকে গ্রেপ্তার করা হলে তা হবে যুদ্ধ ঘোষণার সমান হবে। তবে তারপরও আইসিসি ইতিবাচক সাড়া দেয়নি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এরপর থেকেই রাশিয়া এবং দেশটির নেতাদের ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। বিষয়টি সেখানেই থেমে থাকেনি, ইউক্রেনের শিশুদের অপহরণ করে রাশিয়া নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদলতে মামলা দায়ের করা হয়। পরে সেই মামলার সূত্র ধরে আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হওয়ায় দেশটির ওপর এই আদালতের রায় এবং নির্দেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। তবে কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা আশাবাদ ব্যক্ত করেছিল যে, পুতিন হয়তো দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে পারবেন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও বিষয়টি নিয়ে বেশ আশা প্রকাশ করেছিল। তবে দক্ষিণ আফ্রিকার বর্তমান সিদ্ধান্ত ক্রেমলিন তো বটেই পুতিনের জন্য আশাহত হওয়ার কারণ হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫