ভয়াবহ ভূমিকম্পের ২৬০ ঘণ্টার বেশি সময় পর তুরস্কের আন্তাকিয়ায় দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তাঁরা হলেন ২৬ বছরের মেহমেত আলী সাকিরোগলু ও ৩৪ বছর বয়সী মুস্তাফা আভিসি। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ১০ দিনেরও বেশি সময় পর ধসে পড়া ভবনগুলো থেকে অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫৮ ঘণ্টা পর কাহরামানমারাসের ধ্বংসস্তূপ থেকে ২৯ বছর বয়সী নেসলান কিলিক নামের এক তরুণীকে বের করে আনে উদ্ধারকারী দল।
চিকিৎসকেরা জানিয়েছেন, নেসলানের অবস্থা স্থিতিশীল এবং তিনি কথা বলছেন। তাঁর ভাই ইউসুফ ইয়ালসিনোজ বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ, আমার বোন বেঁচে আছে। আল্লাহ সবাইকে এমন আনন্দের মুহূর্ত দান করুন।’
অন্যদিকে একিঞ্চি এলাকাতে আরও আনন্দের বিষয় ছিল ধ্বংসস্তূপের নিচে প্রায় ২৬০ ঘণ্টা থাকার পর ১২ বছর বয়সী ওসমান হালেবিয়েকে নিরাপদে বের করে আনা। উদ্ধারকর্মীদের অক্লান্ত চেষ্টায় তুরস্কে এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে এগিয়ে আসায় সব দেশকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে দুই দেশের প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে তুরস্কে প্রাণ গেছে ৩৮ হাজারের বেশি মানুষের। আর সিরিয়ায় ৫ হাজার ৮০০ মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
ভয়াবহ ভূমিকম্পের ২৬০ ঘণ্টার বেশি সময় পর তুরস্কের আন্তাকিয়ায় দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তাঁরা হলেন ২৬ বছরের মেহমেত আলী সাকিরোগলু ও ৩৪ বছর বয়সী মুস্তাফা আভিসি। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ১০ দিনেরও বেশি সময় পর ধসে পড়া ভবনগুলো থেকে অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫৮ ঘণ্টা পর কাহরামানমারাসের ধ্বংসস্তূপ থেকে ২৯ বছর বয়সী নেসলান কিলিক নামের এক তরুণীকে বের করে আনে উদ্ধারকারী দল।
চিকিৎসকেরা জানিয়েছেন, নেসলানের অবস্থা স্থিতিশীল এবং তিনি কথা বলছেন। তাঁর ভাই ইউসুফ ইয়ালসিনোজ বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ, আমার বোন বেঁচে আছে। আল্লাহ সবাইকে এমন আনন্দের মুহূর্ত দান করুন।’
অন্যদিকে একিঞ্চি এলাকাতে আরও আনন্দের বিষয় ছিল ধ্বংসস্তূপের নিচে প্রায় ২৬০ ঘণ্টা থাকার পর ১২ বছর বয়সী ওসমান হালেবিয়েকে নিরাপদে বের করে আনা। উদ্ধারকর্মীদের অক্লান্ত চেষ্টায় তুরস্কে এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে এগিয়ে আসায় সব দেশকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে দুই দেশের প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে তুরস্কে প্রাণ গেছে ৩৮ হাজারের বেশি মানুষের। আর সিরিয়ায় ৫ হাজার ৮০০ মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫