রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই আক্রমণের ফলে দেশটির ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এই হামলায় রাশিয়া ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার রাতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এটি চলতি মাসে দ্বিতীয় বড় আক্রমণ। রাজধানী কিয়েভসহ ওডেসা, খারকিভ, লুৎস্কসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হেরমান হালুশচেনকো জানিয়েছেন, রাশিয়া অন্তত ১২টি এলাকায় হামলা চালিয়েছে, যার প্রধান লক্ষ্য ছিল দেশটির জ্বালানি অবকাঠামো। এর ফলে দেশটির বেশির ভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। লভিভ অঞ্চলে প্রায় ৫ লাখ ২৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে।
ইউক্রেনে ইতোমধ্যেই তুষারপাত শুরু হয়েছে, তবে এখনও তীব্র শীত আসেনি। ইউক্রেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাশিয়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করে শীতের মাসগুলোতে আরও আক্রমণ চালাতে পারে। এ ধরনের হামলা শীতকালীন পরিস্থিতি আরও কঠিন করে তুলবে।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, তাদের তাপ বিদ্যুৎকেন্দ্রগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এ বছর রাশিয়া জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে আটবার বড় আক্রমণ চালিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে। তখন থেকে এ পর্যন্ত কারখানা ও জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে প্রায় ১৯০ বারের বেশি হামলা চালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘আমাদের জ্বালানিকেন্দ্রগুলো তাদের প্রধান লক্ষ্যবস্তু।’ চলমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই আক্রমণের ফলে দেশটির ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এই হামলায় রাশিয়া ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার রাতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এটি চলতি মাসে দ্বিতীয় বড় আক্রমণ। রাজধানী কিয়েভসহ ওডেসা, খারকিভ, লুৎস্কসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হেরমান হালুশচেনকো জানিয়েছেন, রাশিয়া অন্তত ১২টি এলাকায় হামলা চালিয়েছে, যার প্রধান লক্ষ্য ছিল দেশটির জ্বালানি অবকাঠামো। এর ফলে দেশটির বেশির ভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। লভিভ অঞ্চলে প্রায় ৫ লাখ ২৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে।
ইউক্রেনে ইতোমধ্যেই তুষারপাত শুরু হয়েছে, তবে এখনও তীব্র শীত আসেনি। ইউক্রেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাশিয়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করে শীতের মাসগুলোতে আরও আক্রমণ চালাতে পারে। এ ধরনের হামলা শীতকালীন পরিস্থিতি আরও কঠিন করে তুলবে।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, তাদের তাপ বিদ্যুৎকেন্দ্রগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এ বছর রাশিয়া জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে আটবার বড় আক্রমণ চালিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে। তখন থেকে এ পর্যন্ত কারখানা ও জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে প্রায় ১৯০ বারের বেশি হামলা চালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘আমাদের জ্বালানিকেন্দ্রগুলো তাদের প্রধান লক্ষ্যবস্তু।’ চলমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৮ দিন আগে