ইসলামবিরোধী এক ডাচ রাজনীতিবিদকে হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে নেদারল্যান্ডসের একটি আদালতে পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালিদ লতিফের বিচার শুরু হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপিনডেন্ট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউরোপের দেশ নেদারল্যান্ডসের সঙ্গে পাকিস্তানের আসামি হস্তান্তরের কোনো চুক্তি নেই ৷ তাই লতিফকে নেদারল্যান্ডসে নেওয়া সম্ভব হয়নি। তার অনুপস্থিতিতেই গতকাল মঙ্গলবার বিচার প্রক্রিয়া শুরু হয়।
আইনজীবীরা জানান, নেদারল্যান্ডসের রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স ইসলাম ধর্মের নবি মোহাম্মদ (সা.) এর কার্টুন আঁকার প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। ইসলাম ধর্মে নবীর ছবি আঁকা নিষিদ্ধ। বেশিরভাগ মুসলমান এমন কার্যক্রমকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গর্হিত বলে মনে করেন।
প্রতিযোগিতা আয়োজনের ঘোষণার পর নানা জায়গা থেকে হুমকি আসতে থাকলে আয়োজন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন গির্ট উইল্ডার্স।
এদিকে কার্টুন আঁকার প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়ার পর ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে গির্ট উইল্ডার্সকে হত্যা করার আহ্বান জানান পাকিস্তানী ক্রিকেটার খালিদ লতিফ। সেই সঙ্গে এই রাজনীতিবিদের মাথার দাম ২১ হাজার ডলার ঘোষণা করেন লতিফ।
আদালতে উপস্থিত গির্ট উইল্ডার্স বলেন, ‘হিংস্রভাবে মানুষ হত্যা করাই তার (লতিফ) লক্ষ্য ছিল না, বরং, একজন ডাচ প্রতিনিধিকে তিনি চুপ করিয়ে দিতে চেয়েছিলেন।’
আদালতে লতিফের ১২ বছরের সাজার আবেদন করেছেন আইনজীবীরা ৷
কার্টুন প্রতিযোগিতা থামাতে কাউকে হত্যা করেতে বলা এবং প্রতিযোগিতার আয়োজককে হত্যার জন্য অর্থমূল্য ঘোষণা করার অপরাধের কঠোর সাজা হওয়া উচিত বলে মনে করেন তারা ৷
এ সময় ক্রিকেটার লতিফ বা তার পক্ষ থেকে কোনো প্রতিনিধি আদালতে উপস্থিত ছিলেন না৷
আগামী ১১ সেপ্টেম্বর মামালার রায় ঘোষণা হতে পারে ৷
উল্লেখ্য ২০০৮ সালে পাকিস্তান জাতীয় দলে ডাক পান ডান হাতি এই ক্রিকেটার ৷ পরিসংখ্যান বলছে, জাতীয় দলের হয়ে তিনি মোট ৫ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন ৷ এরপর ২০১৭ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি ৷ সম্প্রতি তার এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে ৷ বর্তমানে তিনি করাচির একটি ক্লাবের হয়ে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন ৷
ইসলামবিরোধী এক ডাচ রাজনীতিবিদকে হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে নেদারল্যান্ডসের একটি আদালতে পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালিদ লতিফের বিচার শুরু হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপিনডেন্ট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউরোপের দেশ নেদারল্যান্ডসের সঙ্গে পাকিস্তানের আসামি হস্তান্তরের কোনো চুক্তি নেই ৷ তাই লতিফকে নেদারল্যান্ডসে নেওয়া সম্ভব হয়নি। তার অনুপস্থিতিতেই গতকাল মঙ্গলবার বিচার প্রক্রিয়া শুরু হয়।
আইনজীবীরা জানান, নেদারল্যান্ডসের রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স ইসলাম ধর্মের নবি মোহাম্মদ (সা.) এর কার্টুন আঁকার প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। ইসলাম ধর্মে নবীর ছবি আঁকা নিষিদ্ধ। বেশিরভাগ মুসলমান এমন কার্যক্রমকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গর্হিত বলে মনে করেন।
প্রতিযোগিতা আয়োজনের ঘোষণার পর নানা জায়গা থেকে হুমকি আসতে থাকলে আয়োজন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন গির্ট উইল্ডার্স।
এদিকে কার্টুন আঁকার প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়ার পর ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে গির্ট উইল্ডার্সকে হত্যা করার আহ্বান জানান পাকিস্তানী ক্রিকেটার খালিদ লতিফ। সেই সঙ্গে এই রাজনীতিবিদের মাথার দাম ২১ হাজার ডলার ঘোষণা করেন লতিফ।
আদালতে উপস্থিত গির্ট উইল্ডার্স বলেন, ‘হিংস্রভাবে মানুষ হত্যা করাই তার (লতিফ) লক্ষ্য ছিল না, বরং, একজন ডাচ প্রতিনিধিকে তিনি চুপ করিয়ে দিতে চেয়েছিলেন।’
আদালতে লতিফের ১২ বছরের সাজার আবেদন করেছেন আইনজীবীরা ৷
কার্টুন প্রতিযোগিতা থামাতে কাউকে হত্যা করেতে বলা এবং প্রতিযোগিতার আয়োজককে হত্যার জন্য অর্থমূল্য ঘোষণা করার অপরাধের কঠোর সাজা হওয়া উচিত বলে মনে করেন তারা ৷
এ সময় ক্রিকেটার লতিফ বা তার পক্ষ থেকে কোনো প্রতিনিধি আদালতে উপস্থিত ছিলেন না৷
আগামী ১১ সেপ্টেম্বর মামালার রায় ঘোষণা হতে পারে ৷
উল্লেখ্য ২০০৮ সালে পাকিস্তান জাতীয় দলে ডাক পান ডান হাতি এই ক্রিকেটার ৷ পরিসংখ্যান বলছে, জাতীয় দলের হয়ে তিনি মোট ৫ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন ৷ এরপর ২০১৭ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি ৷ সম্প্রতি তার এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে ৷ বর্তমানে তিনি করাচির একটি ক্লাবের হয়ে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন ৷
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৫ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৫ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৫ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৫ দিন আগে