অনলাইন ডেস্ক
২০২৪ সালের অস্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে বোমা হামলার ষড়যন্ত্রে সহায়তার অভিযোগে সিরিয়ার এক কিশোরের বিরুদ্ধে মামলা করেছে জার্মানির ফেডারেল প্রসিকিউটররা।
আজ শুক্রবার (২৭ জুন) জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত কিশোরের নাম মোহাম্মদ। কথিত ইসলামিক স্টেট (আইএস) এর সমর্থক সে। তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা ও রাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করতে গুরুতর সহিংসতা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটরদের বরাতে বলা হয়, গত বছর এপ্রিল থেকে ওই কিশোর আইএস-এর মতাদর্শ অনুসরণ করতে শুরু করে এবং জুলাই মাসে এক অস্ট্রিয়ার এক তরুণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। ওই যুবক টেলর সুইফটের কনসার্টে বোমা হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন।
অভিযুক্ত মোহাম্মদ কনসার্টে হামলার জন্য বোমা তৈরির নির্দেশিকা আরবি থেকে অনুবাদ করে অস্ট্রিয়ার ওই তরুণকে সরবরাহ করেছিলেন এবং ইন্টারনেটের মাধ্যমে বিদেশে অবস্থানরত এক আইএস সদস্যের সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেন।
শুধু এসবই নয়, ওই তরুণকে আইএসে যোগদানের জন্য আনুগত্যের শপথপত্রের একটি নকশাও সরবরাহ করে মোহাম্মদ। পরবর্তীতে ওই নকশা অনুসরণ করে অস্ট্রিয়ান ওই তরুণ আইএসে যোগ দেন।
আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, মোহাম্মদকে প্রথম গ্রেপ্তার করা হয় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ফ্রাঙ্কফুর্ট আন দের ওডারে। তার তখন ১৫ বছর বয়স ছিল এবং একটি স্কুলে পড়াশোনা করছিল। তবে কিছুদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় কার্লসরুহে শহরের ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, গত ১৭ জুন বার্লিনের একটি আঞ্চলিক উচ্চ আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন আদালত মামলাটি গ্রহণযোগ্য কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
উল্লেখ্য, গত গ্রীষ্মে টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এর অংশ হিসেবে ভিয়েনায় তিনটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেগুলো বাতিল করা হয়েছিল সন্ত্রাসী হামলার হুমকির কারণে। কর্তৃপক্ষ জানায়, আইএস-সমর্থকদের ষড়যন্ত্রের তথ্য পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই ঘটনায় অস্ট্রিয়ার ১৯ বছর বয়সী এক নাগরিকসহ তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে একজনের উত্তর ম্যাসিডোনীয় শিকড় রয়েছে। তদন্তে যুক্তরাষ্ট্রও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে।
পরবর্তীতে এক ইনস্টাগ্রাম পোস্টে টেলর সুইফট বলেছিলেন, ‘কনসার্ট বাতিলের পেছনের কারণটি আমাকে নতুনভাবে ভীত করেছে এবং প্রচণ্ড অপরাধবোধে ভুগিয়েছিল। কারণ অনেকেই ওই কনসার্টে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন।’
২০২৪ সালের অস্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে বোমা হামলার ষড়যন্ত্রে সহায়তার অভিযোগে সিরিয়ার এক কিশোরের বিরুদ্ধে মামলা করেছে জার্মানির ফেডারেল প্রসিকিউটররা।
আজ শুক্রবার (২৭ জুন) জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত কিশোরের নাম মোহাম্মদ। কথিত ইসলামিক স্টেট (আইএস) এর সমর্থক সে। তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা ও রাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করতে গুরুতর সহিংসতা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটরদের বরাতে বলা হয়, গত বছর এপ্রিল থেকে ওই কিশোর আইএস-এর মতাদর্শ অনুসরণ করতে শুরু করে এবং জুলাই মাসে এক অস্ট্রিয়ার এক তরুণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। ওই যুবক টেলর সুইফটের কনসার্টে বোমা হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন।
অভিযুক্ত মোহাম্মদ কনসার্টে হামলার জন্য বোমা তৈরির নির্দেশিকা আরবি থেকে অনুবাদ করে অস্ট্রিয়ার ওই তরুণকে সরবরাহ করেছিলেন এবং ইন্টারনেটের মাধ্যমে বিদেশে অবস্থানরত এক আইএস সদস্যের সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেন।
শুধু এসবই নয়, ওই তরুণকে আইএসে যোগদানের জন্য আনুগত্যের শপথপত্রের একটি নকশাও সরবরাহ করে মোহাম্মদ। পরবর্তীতে ওই নকশা অনুসরণ করে অস্ট্রিয়ান ওই তরুণ আইএসে যোগ দেন।
আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, মোহাম্মদকে প্রথম গ্রেপ্তার করা হয় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ফ্রাঙ্কফুর্ট আন দের ওডারে। তার তখন ১৫ বছর বয়স ছিল এবং একটি স্কুলে পড়াশোনা করছিল। তবে কিছুদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় কার্লসরুহে শহরের ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, গত ১৭ জুন বার্লিনের একটি আঞ্চলিক উচ্চ আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন আদালত মামলাটি গ্রহণযোগ্য কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
উল্লেখ্য, গত গ্রীষ্মে টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এর অংশ হিসেবে ভিয়েনায় তিনটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেগুলো বাতিল করা হয়েছিল সন্ত্রাসী হামলার হুমকির কারণে। কর্তৃপক্ষ জানায়, আইএস-সমর্থকদের ষড়যন্ত্রের তথ্য পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই ঘটনায় অস্ট্রিয়ার ১৯ বছর বয়সী এক নাগরিকসহ তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে একজনের উত্তর ম্যাসিডোনীয় শিকড় রয়েছে। তদন্তে যুক্তরাষ্ট্রও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে।
পরবর্তীতে এক ইনস্টাগ্রাম পোস্টে টেলর সুইফট বলেছিলেন, ‘কনসার্ট বাতিলের পেছনের কারণটি আমাকে নতুনভাবে ভীত করেছে এবং প্রচণ্ড অপরাধবোধে ভুগিয়েছিল। কারণ অনেকেই ওই কনসার্টে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে