একই সঙ্গে করোনার আলফা ও বেটা ধরনে আক্রান্ত হয়ে বেলজিয়ামে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দেশটির গবেষকেরা আজ রোববার এমনটি জানিয়েছেন।
গবেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধা করোনার কোনো ভ্যাকসিন নেননি। তিনি একটি বৃদ্ধাশ্রমে একাই থাকতেন। ওই বৃদ্ধা গত মার্চে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে বেলজিয়ামের অ্যালস্ট শহরের ওএলভি হাসপাতালে ভর্তি হন।
সেখানে পাঁচ দিন পর তাঁর মৃত্যু হয়।
যখন মেডিকেল কর্মীরা ওই বৃদ্ধার দেহের করোনা ভ্যারিয়েন্ট পরীক্ষা করান, তখন তাঁরা দেখতে পান যে আলফা ও বেটা উভয় ধরনেই আক্রান্ত তিনি। উল্লেখ্য, করোনার আলফা ভ্যারিয়েন্ট প্রথম পাওয়া যায় যুক্তরাজ্যে। আর বেটা ভ্যারিয়েন্ট প্রথম দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়।
এ নিয়ে গবেষণা দলের প্রধান আণবিক জীববিজ্ঞানী আন ভ্যানকিরবার্গেন বলেন, এ দুই ধরনই তখন বেলজিয়ামে ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, দুটি ভিন্ন মানুষের কাছ থেকে ওই বৃদ্ধা দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত, আমরা জানি না তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন।
ভ্যানকিরবার্গেন আরও বলেন, দুই ধরনে আক্রান্ত হওয়ায় ওই বৃদ্ধার অবস্থা দ্রুত অবনতি হয়েছে কি-না তা বলা কঠিন।
গবেষণাটি এখনো কোনো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়নি। জানা গেছে, ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে এই গবেষণাটি প্রকাশ করা হবে। এক বিবৃতিতে ভ্যানকিরবার্গেন বলেন, এই পর্যন্ত করোনার দুই ধরনে আক্রান্ত হওয়ার ঘটনা আর পাওয়া যায়নি।
করোনায় দুই ধরনে লোকজন আক্রান্ত কি না, তা বুঝতে করোনার ভ্যারিয়েন্টের পরীক্ষা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভ্যানকিরবার্গেন।
গত জানুয়ারিতে ব্রাজিলের বিজ্ঞানীরা জানান, দুই ব্যক্তি একই সঙ্গে করোনার দুটি ভিন্ন ধরনে আক্রান্ত হয়েছে। তবে এই গবেষণা এখনো কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি।
এ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ভাইরাস বিশেষজ্ঞ লরেন্স ইয়ং বলেন, একজনের দুই ধরনে আক্রান্ত হওয়ার ঘটনায় আশ্চর্য হওয়ার কিছু নেই। দুটি ভ্যারিয়েন্টে একসঙ্গে আক্রান্ত হলে করোনার টিকার কার্যকারিতা কমে কি না, অথবা চিকিৎসায় কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।
একই সঙ্গে করোনার আলফা ও বেটা ধরনে আক্রান্ত হয়ে বেলজিয়ামে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দেশটির গবেষকেরা আজ রোববার এমনটি জানিয়েছেন।
গবেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধা করোনার কোনো ভ্যাকসিন নেননি। তিনি একটি বৃদ্ধাশ্রমে একাই থাকতেন। ওই বৃদ্ধা গত মার্চে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে বেলজিয়ামের অ্যালস্ট শহরের ওএলভি হাসপাতালে ভর্তি হন।
সেখানে পাঁচ দিন পর তাঁর মৃত্যু হয়।
যখন মেডিকেল কর্মীরা ওই বৃদ্ধার দেহের করোনা ভ্যারিয়েন্ট পরীক্ষা করান, তখন তাঁরা দেখতে পান যে আলফা ও বেটা উভয় ধরনেই আক্রান্ত তিনি। উল্লেখ্য, করোনার আলফা ভ্যারিয়েন্ট প্রথম পাওয়া যায় যুক্তরাজ্যে। আর বেটা ভ্যারিয়েন্ট প্রথম দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়।
এ নিয়ে গবেষণা দলের প্রধান আণবিক জীববিজ্ঞানী আন ভ্যানকিরবার্গেন বলেন, এ দুই ধরনই তখন বেলজিয়ামে ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, দুটি ভিন্ন মানুষের কাছ থেকে ওই বৃদ্ধা দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত, আমরা জানি না তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন।
ভ্যানকিরবার্গেন আরও বলেন, দুই ধরনে আক্রান্ত হওয়ায় ওই বৃদ্ধার অবস্থা দ্রুত অবনতি হয়েছে কি-না তা বলা কঠিন।
গবেষণাটি এখনো কোনো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়নি। জানা গেছে, ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে এই গবেষণাটি প্রকাশ করা হবে। এক বিবৃতিতে ভ্যানকিরবার্গেন বলেন, এই পর্যন্ত করোনার দুই ধরনে আক্রান্ত হওয়ার ঘটনা আর পাওয়া যায়নি।
করোনায় দুই ধরনে লোকজন আক্রান্ত কি না, তা বুঝতে করোনার ভ্যারিয়েন্টের পরীক্ষা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভ্যানকিরবার্গেন।
গত জানুয়ারিতে ব্রাজিলের বিজ্ঞানীরা জানান, দুই ব্যক্তি একই সঙ্গে করোনার দুটি ভিন্ন ধরনে আক্রান্ত হয়েছে। তবে এই গবেষণা এখনো কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি।
এ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ভাইরাস বিশেষজ্ঞ লরেন্স ইয়ং বলেন, একজনের দুই ধরনে আক্রান্ত হওয়ার ঘটনায় আশ্চর্য হওয়ার কিছু নেই। দুটি ভ্যারিয়েন্টে একসঙ্গে আক্রান্ত হলে করোনার টিকার কার্যকারিতা কমে কি না, অথবা চিকিৎসায় কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২০ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২০ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২০ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২০ দিন আগে