রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউয়ে নতুন করে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। এক দিনে এত মৃত্যু এর আগে কখনো দেশটি দেখেনি। আজ মঙ্গলবার দেশটির সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের বরাত দিয়ে মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় এক হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৪০ জন।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। এখনো দেশটির বড় একটি অংশকে টিকার আওতায় আনা যায়নি। হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, করোনা নিয়ে যথাযথ প্রচার-প্রচারণা চালানো সম্ভব হয়নি। বিশেষ করে টিকার গুরুত্ব বোঝানো যায়নি নাগরিকদের। প্রত্যেক নাগরিককে আরও দায়িত্বশীল হতে হবে।'
এর আগে গত শনিবার (১৬ অক্টোবর) প্রথমবারের মতো এক দিনে করোনায় হাজার মৃত্যু দেখে রাশিয়া। শনিবার এক দিনে করোনায় ১ হাজার ২ জনের মৃত্যুসংবাদ জানানো হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৩ হাজার ২০৮ জনের।
রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণকে দুষছে সরকার। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, 'জনসাধারণকে টিকা দিয়ে তাদের জীবন বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য সবকিছু করা হয়েছিল।'
জনমত জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশ নাগরিকের টিকা দেওয়ার ইচ্ছা নেই।
উল্লেখ্য, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৫ হাজার ৩২৫ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮০ লাখ ৬০ হাজার ৭৫২ জনের।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ২০ লাখ ৬৫ হাজার ১৯৬ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ২৪ হাজার ১৮১ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ১০৮ জন।
রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউয়ে নতুন করে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। এক দিনে এত মৃত্যু এর আগে কখনো দেশটি দেখেনি। আজ মঙ্গলবার দেশটির সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের বরাত দিয়ে মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় এক হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৪০ জন।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। এখনো দেশটির বড় একটি অংশকে টিকার আওতায় আনা যায়নি। হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, করোনা নিয়ে যথাযথ প্রচার-প্রচারণা চালানো সম্ভব হয়নি। বিশেষ করে টিকার গুরুত্ব বোঝানো যায়নি নাগরিকদের। প্রত্যেক নাগরিককে আরও দায়িত্বশীল হতে হবে।'
এর আগে গত শনিবার (১৬ অক্টোবর) প্রথমবারের মতো এক দিনে করোনায় হাজার মৃত্যু দেখে রাশিয়া। শনিবার এক দিনে করোনায় ১ হাজার ২ জনের মৃত্যুসংবাদ জানানো হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৩ হাজার ২০৮ জনের।
রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণকে দুষছে সরকার। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, 'জনসাধারণকে টিকা দিয়ে তাদের জীবন বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য সবকিছু করা হয়েছিল।'
জনমত জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশ নাগরিকের টিকা দেওয়ার ইচ্ছা নেই।
উল্লেখ্য, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৫ হাজার ৩২৫ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮০ লাখ ৬০ হাজার ৭৫২ জনের।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ২০ লাখ ৬৫ হাজার ১৯৬ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ২৪ হাজার ১৮১ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ১০৮ জন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫