Ajker Patrika

ইউক্রেনের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার পরিকল্পনা নেই রাশিয়ার: ক্রেমলিন

ইউক্রেনের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার পরিকল্পনা নেই রাশিয়ার: ক্রেমলিন

ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধ’ ঘোষণার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার যেকোনোর ধরনের পরিকল্পনা নাকচ করে দিয়েছে ক্রেমলিন। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মৃতিচারণ করার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন এমন বিষয়কে কল্পনা বলে নাকচ করে দিয়েছে ক্রেমলিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ২ কোটিরও বেশি সোভিয়েত নাগরিক প্রাণ হারিয়েছিলেন। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ধরনের কল্পনাকে ‘অর্থহীন’ বলে অভিহিত করে বলেছেন ‘এর কোনোই সম্ভাবনা নেই।’ 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উপলক্ষে প্রতিবছর ৯ মে বিজয় দিবস বা ‘ভিক্টরি ডে’ পালিত হয়। এই দিনটি দেশটির সবচেয়ে বড় উৎসব এবং জাতীয় ছুটি হিসেবে পালিত হয়। এদিন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছিল এই ভাষণেই পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন। তবে, ক্রেমলিন দৃঢ়ভাবে সেই ধরনের কোনো ঘোষণার বিষয়কে নাকচ করে দিল। 

৯ মে পুতিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পাশাপাশি মস্কোর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন। রীতি অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট এদিন সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করে থাকেন। 

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ভূখণ্ডে আক্রমণ চালায় রাশিয়া। শুরু থেকেই ইউক্রেনে আক্রমণকে রাশিয়া যুদ্ধ নয় বরং একটি ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করে আসছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত