ক্রিসমাসের আগে ইংল্যান্ডে বুস্টার ডোজ নিয়ে বেশ তোড়জোড় চলছিল। কিন্তু জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) ফাঁস হওয়া একটি মেমো থেকে জানা যাচ্ছে, সাধারণ মানুষের অনাগ্রহের কারণে অনেকগুলো টিকা ফেলে দিতে হয়েছে। ঠিক কত ডোজ টিকা নষ্ট হয়েছে তার সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও একাধিক সূত্রের মতে, এ সংখ্যা কয়েক হাজার তো হবেই।
এনএইচএসের মেমোটি হাতে পেয়েছে হেলথ সার্ভিস জার্নাল (এইচএসজে)। তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বৃহস্পতিবার এনএইচএস ইংল্যান্ডের টিকাদান দল থেকে সারা দেশের ৩ হাজার টিকাদান জোন পরিচালনাকারী কর্মকর্তাদের কাছে পাঠানো মেমোতে বলা হয়েছে, কিছু টিকা ব্যবহার না হওয়ায় মেয়াদ শেষ হয়ে গেছে। সেগুলো ফেলে দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
মেমোতে বলা হয়েছে, ডিসেম্বরে জানানো হয়েছিল, বুস্টার ডোজ দেওয়ার জন্য কিছু টিকা মজুত আছে। কয়েক সপ্তাহের মধ্যে এগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। টিকাদান কর্মসূচিতে এই টিকাগুলো ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ অব্যবহৃত টিকাগুলো সঠিক তাপমাত্রায় ‘উপযুক্ত মেডিকেল ফ্রিজে কোয়ারেন্টিন’ করার নির্দেশনাও মেমোতে উল্লেখ করা হয়েছে।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে শুরু হওয়া বুস্টার ক্যাম্পেইনে ফাইজার/বায়োএনটেক এবং মডার্নার মিশ্র ডোজ ব্যবহার করা হচ্ছে।
টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বলছেন, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, ৩০ শতাংশ লোক বুস্টার নেওয়ার জন্য নির্ধারিত সময়ে টিকা কেন্দ্রে না আসার কারণে এই অপচয় হয়েছে।
এনএইচএস কনফেডারেশনের প্রাথমিক পরিচর্যার পরিচালক রুথ র্যাঙ্কাইন বলেন, প্রাথমিক পরিচর্যা টিমগুলো ৩ কোটিরও বেশি বুস্টার ডোজ দিয়েছে। তাঁরা সব সময় চেষ্টা করছেন যাতে টিকা নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি না হয়। এই ঝুঁকি কমানোর জন্য স্থানীয় সাইট এবং কমিশনারদের সেভাবে নির্দেশনা দেওয়া আছে। কিন্তু এনএইচএস কর্মকর্তারা তাঁদের বলছেন, প্রায় ২০ থেকে ৩০ শতাংশ লোকের মধ্যে টিকা নেওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। এটি একটি সত্যিকারের উদ্বেগের বিষয়।
অবশ্য টিকা নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট মিস করার একাধিক কারণ থাকতে পারে: যদি ওই ব্যক্তি সেলফ আইসোলেশনে থাকেন বা অতিসম্প্রতি আক্রান্ত হয়েছেন অথবা অন্য কোথাও টিকা নেওয়ার বা বুস্টার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তনের কথা কর্তৃপক্ষকে না জানালে টিকা কর্মীদের কিছু করার থাকে না বলেও উল্লেখ করেন র্যাঙ্কাইন।
বুস্টার ডোজের সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যজুড়ে দৈনিক বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা ২১ ডিসেম্বর ছিল রেকর্ড ৯ লাখ ৬৮ হাজার ৬৬৫। সেটি গত বৃহস্পতিবার কমে ১ লাখ ১১ হাজার ৮৪৯-এ নেমে আসে।
ক্রিসমাসের আগে ইংল্যান্ডে বুস্টার ডোজ নিয়ে বেশ তোড়জোড় চলছিল। কিন্তু জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) ফাঁস হওয়া একটি মেমো থেকে জানা যাচ্ছে, সাধারণ মানুষের অনাগ্রহের কারণে অনেকগুলো টিকা ফেলে দিতে হয়েছে। ঠিক কত ডোজ টিকা নষ্ট হয়েছে তার সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও একাধিক সূত্রের মতে, এ সংখ্যা কয়েক হাজার তো হবেই।
এনএইচএসের মেমোটি হাতে পেয়েছে হেলথ সার্ভিস জার্নাল (এইচএসজে)। তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বৃহস্পতিবার এনএইচএস ইংল্যান্ডের টিকাদান দল থেকে সারা দেশের ৩ হাজার টিকাদান জোন পরিচালনাকারী কর্মকর্তাদের কাছে পাঠানো মেমোতে বলা হয়েছে, কিছু টিকা ব্যবহার না হওয়ায় মেয়াদ শেষ হয়ে গেছে। সেগুলো ফেলে দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
মেমোতে বলা হয়েছে, ডিসেম্বরে জানানো হয়েছিল, বুস্টার ডোজ দেওয়ার জন্য কিছু টিকা মজুত আছে। কয়েক সপ্তাহের মধ্যে এগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। টিকাদান কর্মসূচিতে এই টিকাগুলো ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ অব্যবহৃত টিকাগুলো সঠিক তাপমাত্রায় ‘উপযুক্ত মেডিকেল ফ্রিজে কোয়ারেন্টিন’ করার নির্দেশনাও মেমোতে উল্লেখ করা হয়েছে।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে শুরু হওয়া বুস্টার ক্যাম্পেইনে ফাইজার/বায়োএনটেক এবং মডার্নার মিশ্র ডোজ ব্যবহার করা হচ্ছে।
টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বলছেন, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, ৩০ শতাংশ লোক বুস্টার নেওয়ার জন্য নির্ধারিত সময়ে টিকা কেন্দ্রে না আসার কারণে এই অপচয় হয়েছে।
এনএইচএস কনফেডারেশনের প্রাথমিক পরিচর্যার পরিচালক রুথ র্যাঙ্কাইন বলেন, প্রাথমিক পরিচর্যা টিমগুলো ৩ কোটিরও বেশি বুস্টার ডোজ দিয়েছে। তাঁরা সব সময় চেষ্টা করছেন যাতে টিকা নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি না হয়। এই ঝুঁকি কমানোর জন্য স্থানীয় সাইট এবং কমিশনারদের সেভাবে নির্দেশনা দেওয়া আছে। কিন্তু এনএইচএস কর্মকর্তারা তাঁদের বলছেন, প্রায় ২০ থেকে ৩০ শতাংশ লোকের মধ্যে টিকা নেওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। এটি একটি সত্যিকারের উদ্বেগের বিষয়।
অবশ্য টিকা নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট মিস করার একাধিক কারণ থাকতে পারে: যদি ওই ব্যক্তি সেলফ আইসোলেশনে থাকেন বা অতিসম্প্রতি আক্রান্ত হয়েছেন অথবা অন্য কোথাও টিকা নেওয়ার বা বুস্টার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তনের কথা কর্তৃপক্ষকে না জানালে টিকা কর্মীদের কিছু করার থাকে না বলেও উল্লেখ করেন র্যাঙ্কাইন।
বুস্টার ডোজের সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যজুড়ে দৈনিক বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা ২১ ডিসেম্বর ছিল রেকর্ড ৯ লাখ ৬৮ হাজার ৬৬৫। সেটি গত বৃহস্পতিবার কমে ১ লাখ ১১ হাজার ৮৪৯-এ নেমে আসে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে