সিনেমার স্পাইডার ম্যানকে বাস্তবে দেখলেন প্যারিসের অধিবাসীরা। তিনি মূলত পর্বতারোহী। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ৪৮ তলা ভবন বেয়ে ওপরে উঠে ৬০ তম জন্মদিন উদ্যাপন করেছেন!
প্যারিসের বাণিজ্যিক শহর ডিফেন্সের ট্যুর টোটাল এনার্জি ভবনের চূড়ায় খালি হাতে উঠেছেন অ্যালাইন রবার্ট। কোনো দড়ি বা বিশেষ জুতা ব্যবহার করেননি।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমি মানুষকে এই বার্তা দিতে চাই যে ৬০ বছর বয়স কোনো বিষয় না। আপনি এ বয়সেও খেলাধুলা করতে পারেন, সক্রিয় থাকে পারেন, দুর্দান্ত সব কাজ করতে পারেন।’
অবশ্য টাওয়ারের চূড়ায় পৌঁছানোর পর রবার্টকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
অ্যালাইন রবার্ট অবশ্য এর আগে বহুবার ট্যুর টোটাল এনার্জি টাওয়ারে উঠেছে। কিন্তু এইবারই প্রথম চূড়ায় পৌঁছাতে তাঁর সময় লেগেছে মাত্র ৬০ মিনিট। ডিফেন্স ৯২ নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
টাওয়ারের চূড়ায় ওঠার পর রবার্ট বলেন, ‘আমি বেশ কয়েক বছর আগে নিজের কাছে অঙ্গীকার করেছিলাম, যখন আমি ৬০ বছর বয়সে পৌঁছাব, আবার এই টাওয়ারে উঠব। কারণ ৬০ হলো ফ্রান্সে অবসরের বয়স, কিন্তু আমি ভেবেছিলাম এটাই একটা চমৎকার সময়।’
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই সুউচ্চ ভবনের আরোহণের লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
অ্যালাইন রবার্ট বিশ্বব্যাপী উঁচু উঁচু ভবনে আরোহণের জন্য বিখ্যাত। তাঁর সাহসী কৃতিত্বের মধ্যে রয়েছে দুবাইয়ের বুর্জ খলিফার শীর্ষে পৌঁছানো। এটিই এখন বিশ্বে সবচেয়ে উঁচু ভবন।
রবার্ট সাধারণত কোনো পূর্ব ঘোষণা বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এমন স্টান্ট করেন। এ জন্য বেশ কয়েকবার আটকও হয়েছেন।
সিনেমার স্পাইডার ম্যানকে বাস্তবে দেখলেন প্যারিসের অধিবাসীরা। তিনি মূলত পর্বতারোহী। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ৪৮ তলা ভবন বেয়ে ওপরে উঠে ৬০ তম জন্মদিন উদ্যাপন করেছেন!
প্যারিসের বাণিজ্যিক শহর ডিফেন্সের ট্যুর টোটাল এনার্জি ভবনের চূড়ায় খালি হাতে উঠেছেন অ্যালাইন রবার্ট। কোনো দড়ি বা বিশেষ জুতা ব্যবহার করেননি।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমি মানুষকে এই বার্তা দিতে চাই যে ৬০ বছর বয়স কোনো বিষয় না। আপনি এ বয়সেও খেলাধুলা করতে পারেন, সক্রিয় থাকে পারেন, দুর্দান্ত সব কাজ করতে পারেন।’
অবশ্য টাওয়ারের চূড়ায় পৌঁছানোর পর রবার্টকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
অ্যালাইন রবার্ট অবশ্য এর আগে বহুবার ট্যুর টোটাল এনার্জি টাওয়ারে উঠেছে। কিন্তু এইবারই প্রথম চূড়ায় পৌঁছাতে তাঁর সময় লেগেছে মাত্র ৬০ মিনিট। ডিফেন্স ৯২ নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
টাওয়ারের চূড়ায় ওঠার পর রবার্ট বলেন, ‘আমি বেশ কয়েক বছর আগে নিজের কাছে অঙ্গীকার করেছিলাম, যখন আমি ৬০ বছর বয়সে পৌঁছাব, আবার এই টাওয়ারে উঠব। কারণ ৬০ হলো ফ্রান্সে অবসরের বয়স, কিন্তু আমি ভেবেছিলাম এটাই একটা চমৎকার সময়।’
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই সুউচ্চ ভবনের আরোহণের লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
অ্যালাইন রবার্ট বিশ্বব্যাপী উঁচু উঁচু ভবনে আরোহণের জন্য বিখ্যাত। তাঁর সাহসী কৃতিত্বের মধ্যে রয়েছে দুবাইয়ের বুর্জ খলিফার শীর্ষে পৌঁছানো। এটিই এখন বিশ্বে সবচেয়ে উঁচু ভবন।
রবার্ট সাধারণত কোনো পূর্ব ঘোষণা বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এমন স্টান্ট করেন। এ জন্য বেশ কয়েকবার আটকও হয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
২৪ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
২৪ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
২৪ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
২৪ দিন আগে