Ajker Patrika

পশ্চিমা নিষেধাজ্ঞায় জ্বালানির বাজারে বিপর্যয় নেমে আসবে, পুতিনের সতর্কতা

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৭: ১২
পশ্চিমা নিষেধাজ্ঞায় জ্বালানির বাজারে বিপর্যয় নেমে আসবে, পুতিনের সতর্কতা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী জ্বালানির দাম আরও বাড়িয়ে দেবে। এতে বিপর্যয় নেমে আসতে পারে বলে সতর্ক করেছেন তিনি। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

পুতিন বলেন, ‘ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমারা যে নিষেধাজ্ঞা দিয়েছে এটি বিশ্ব বাজারে বিপদ ডেকে আনবে। ভবিষ্যতে আরও নিষেধাজ্ঞা আরোপিত হলে সেটি বিশ্বব্যাপী জ্বালানির বাজারে আরও বড় বিপর্যয়ের কারণ হবে।’ 

প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাগুলোকে অর্থনৈতিক যুদ্ধ হিসেবে মন্তব্য করেন। রাশিয়ার তেল ও গ্যাসশিল্পের নেতৃত্ব প্রদানকারীদের উদ্দেশে পুতিন বলেন, ‘রাশিয়ার জ্বালানি শক্তির ওপর নির্ভরতা কমাতে পশ্চিমা বিশ্বের আহ্বান তেল ও গ্যাসের বিশ্ববাজারকে ‘উত্তপ্ত’ করে তুলেছে।’ 

উল্লেখ্য, সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধের আগে ইউরোপের দেশগুলো চাহিদার ৪০ শতাংশ গ্যাস ও ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে আমদানি করত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত