ইতালির পার্লামেন্ট নির্বাচনের ভোটে নিজেদের জয়ী বলে দাবি করেছেন কট্টর ডানপন্থী জোটের নেতা জর্জিয়া মেলোনি। নির্বাচনের পর বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। স্থানীয় সময় আজ সোমবার বুথ ফেরত জরিপ থেকে দেখা গেছে, মেলোনির কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি ২৬ শতাংশ ভোট পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিও মেলোনির দল ব্রাদার্স অব ইতালি পার্টি পরিষ্কারভাবে এগিয়ে থাকার দিকে যাচ্ছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না দলটি। সরকার গঠনের জন্য জোট গঠনের প্রয়োজন হতে পারে। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনিস লিগ ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে জর্জিয়া মেলোনির দল।
ডানপন্থী দলগুলো জোট গঠন করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো ডানপন্থী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি। আর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন জর্জিয়া মেলোনি। ইতালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনির অনুসারী বলে ধারণা করা হয় ৪৫ বছরের জর্জিয়া মেলোনিকে। তাঁর দলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ‘নব্য ফ্যাসিবাদ’–এর বীজ রয়েছে বলেও ধারণা বিশ্লেষকদের। তবে মেলোনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমা মনোভাবকেই সমর্থন করবেন জানিয়েছেন।
উল্লেখ্য, স্থানীয় সময় গতকাল রোববার ভোর পাঁচটায় ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে দেশটির ৫ কোটি ১০ লাখ ভোটার ভোট দিয়েছেন। যাদের মধ্যে ২৬ লাখ ভোটার এবারই প্রথম ভোট দিয়েছেন।
ইতালির পার্লামেন্ট নির্বাচনের ভোটে নিজেদের জয়ী বলে দাবি করেছেন কট্টর ডানপন্থী জোটের নেতা জর্জিয়া মেলোনি। নির্বাচনের পর বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। স্থানীয় সময় আজ সোমবার বুথ ফেরত জরিপ থেকে দেখা গেছে, মেলোনির কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি ২৬ শতাংশ ভোট পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিও মেলোনির দল ব্রাদার্স অব ইতালি পার্টি পরিষ্কারভাবে এগিয়ে থাকার দিকে যাচ্ছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না দলটি। সরকার গঠনের জন্য জোট গঠনের প্রয়োজন হতে পারে। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনিস লিগ ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে জর্জিয়া মেলোনির দল।
ডানপন্থী দলগুলো জোট গঠন করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো ডানপন্থী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি। আর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন জর্জিয়া মেলোনি। ইতালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনির অনুসারী বলে ধারণা করা হয় ৪৫ বছরের জর্জিয়া মেলোনিকে। তাঁর দলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ‘নব্য ফ্যাসিবাদ’–এর বীজ রয়েছে বলেও ধারণা বিশ্লেষকদের। তবে মেলোনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমা মনোভাবকেই সমর্থন করবেন জানিয়েছেন।
উল্লেখ্য, স্থানীয় সময় গতকাল রোববার ভোর পাঁচটায় ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে দেশটির ৫ কোটি ১০ লাখ ভোটার ভোট দিয়েছেন। যাদের মধ্যে ২৬ লাখ ভোটার এবারই প্রথম ভোট দিয়েছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫