আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্যচুক্তি বাতিল হয়ে গেছে এক দিন আগেই। চুক্তি শেষ হতে না হতেই এবার কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনীয় বন্দর ওদেসায় হামলা চালিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার রুশ সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওদেসা বন্দরে এই হামলা এমন এক সময়ে এল যখন রাশিয়া ক্রিমিয়া ব্রিজে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে, গত সোমবার রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ব্রিজটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এই হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করেছে।
ক্রিমিয়া ব্রিজে হামলার কয়েক ঘণ্টা পরই রাশিয়া ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত শস্যচুক্তি বাতিলের ঘোষণা দেয়। সেই ঘোষণার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার ওদেসা বন্দরে রুশ হামলা হলো।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, ওদেসায় রুশ হামলায় বেশ কয়েকটি বাড়ি এবং বন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইকোলাইভ বন্দরের কর্তৃপক্ষও সেখানে ভয়াবহ হামলার কথা জানিয়েছে।
ওদেসা বন্দরে রুশ হামলার তীব্র সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রেই ইয়ারমাক টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ইউক্রেনের বন্দরে রাতের বেলা হামলা চালিয়ে রাশিয়া প্রমাণ করেছে, দেশটির সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশের ৪০ কোটি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। কারণ, এরা কোনো না কোনোভাবে ইউক্রেন থেকে যাওয়া খাদ্যশস্যের ওপর নির্ভরশীল।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা সোমবার রাতে রাশিয়ার ৬টি ক্যালিব্র ক্ষেপণাস্ত্র এবং ৩৬টি অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে ওদেসা বন্দর অঞ্চল এবং মাইকোলাইভ অঞ্চলের আশপাশে।
এদিকে রাশিয়া জানিয়েছে, তারা রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলাকে ব্যর্থ করে দিয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া ব্রিজের ব্যাপারে তারা আরও জানিয়েছে, ব্রিজের একমুখী চলাচল চালু করা হয়েছে।
জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্যচুক্তি বাতিল হয়ে গেছে এক দিন আগেই। চুক্তি শেষ হতে না হতেই এবার কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনীয় বন্দর ওদেসায় হামলা চালিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার রুশ সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওদেসা বন্দরে এই হামলা এমন এক সময়ে এল যখন রাশিয়া ক্রিমিয়া ব্রিজে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে, গত সোমবার রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ব্রিজটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া এই হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করেছে।
ক্রিমিয়া ব্রিজে হামলার কয়েক ঘণ্টা পরই রাশিয়া ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত শস্যচুক্তি বাতিলের ঘোষণা দেয়। সেই ঘোষণার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার ওদেসা বন্দরে রুশ হামলা হলো।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, ওদেসায় রুশ হামলায় বেশ কয়েকটি বাড়ি এবং বন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইকোলাইভ বন্দরের কর্তৃপক্ষও সেখানে ভয়াবহ হামলার কথা জানিয়েছে।
ওদেসা বন্দরে রুশ হামলার তীব্র সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রেই ইয়ারমাক টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ইউক্রেনের বন্দরে রাতের বেলা হামলা চালিয়ে রাশিয়া প্রমাণ করেছে, দেশটির সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশের ৪০ কোটি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। কারণ, এরা কোনো না কোনোভাবে ইউক্রেন থেকে যাওয়া খাদ্যশস্যের ওপর নির্ভরশীল।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা সোমবার রাতে রাশিয়ার ৬টি ক্যালিব্র ক্ষেপণাস্ত্র এবং ৩৬টি অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে ওদেসা বন্দর অঞ্চল এবং মাইকোলাইভ অঞ্চলের আশপাশে।
এদিকে রাশিয়া জানিয়েছে, তারা রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলাকে ব্যর্থ করে দিয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া ব্রিজের ব্যাপারে তারা আরও জানিয়েছে, ব্রিজের একমুখী চলাচল চালু করা হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫