ডয়চে ভেলে
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কিছুদিন অন্তত প্রকাশ্যে দেশ ছাড়েননি। ফলে তাঁর ব্যতিক্রমী ওয়াশিংটন সফর বিশেষ নজর কেড়েছিল। বর্তমানে তিনি সহজেই পূর্বঘোষিত সফরে দেশ ছাড়ছেন। এমনকি রাশিয়ার তর্জনগর্জন বাড়লেও তা পাত্তা দিচ্ছেন না তিনি।
বুধবার (৩ মে) জেলেনস্কি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নর্ডিক দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সশরীরে বৈঠক করেন। তাঁরা যত দিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেন। এরপর রাতে তিনি আচমকা নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে যান। ডাচ সরকারের একটি উড়োজাহাজ তাঁকে সেখানে নিয়ে যায়। সে দেশের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতেও গিয়ে থাকতে পারেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারের জন্য সেই আদালতের সমনের প্রেক্ষাপটে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের উপস্থিতি বাড়তি গুরুত্ব পাচ্ছে।
এদিকে রাশিয়ায় একের পর এক রহস্যজনক বিস্ফোরণকে কেন্দ্র করে জল্পনা বাড়ছে। খোদ ক্রেমলিনের ওপর ড্রোন হামলা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে কিয়েভ সরকার তা অস্বীকার করেছে।
বৃহস্পতিবার ভোরে রাশিয়ার দক্ষিণে কৃষ্ণসাগর উপকূলে ইলস্কি শোধনাগারের কাছে পেট্রোলিয়ামজাত পণ্যের এক ভান্ডারে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডকে ঘিরেও প্রশ্ন উঠছে। এর এক দিন আগে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে জ্বালানির এক গুদামেও ড্রোন হামলার পর বিস্ফোরণ ঘটেছিল।
বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য কিছু শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে তৎপরতা দেখাচ্ছে। কৃষ্ণসাগরের তীরে ওডেসা শহরেও হামলার খবর পাওয়া গেছে।
গত অক্টোবর মাস থেকেই রাশিয়া ইউক্রেনের শহরগুলোর ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। সবশেষ খেরসন শহরে এমনই এক হামলায় ২১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করছে ইউক্রেন।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কিছুদিন অন্তত প্রকাশ্যে দেশ ছাড়েননি। ফলে তাঁর ব্যতিক্রমী ওয়াশিংটন সফর বিশেষ নজর কেড়েছিল। বর্তমানে তিনি সহজেই পূর্বঘোষিত সফরে দেশ ছাড়ছেন। এমনকি রাশিয়ার তর্জনগর্জন বাড়লেও তা পাত্তা দিচ্ছেন না তিনি।
বুধবার (৩ মে) জেলেনস্কি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নর্ডিক দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সশরীরে বৈঠক করেন। তাঁরা যত দিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেন। এরপর রাতে তিনি আচমকা নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে যান। ডাচ সরকারের একটি উড়োজাহাজ তাঁকে সেখানে নিয়ে যায়। সে দেশের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতেও গিয়ে থাকতে পারেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারের জন্য সেই আদালতের সমনের প্রেক্ষাপটে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের উপস্থিতি বাড়তি গুরুত্ব পাচ্ছে।
এদিকে রাশিয়ায় একের পর এক রহস্যজনক বিস্ফোরণকে কেন্দ্র করে জল্পনা বাড়ছে। খোদ ক্রেমলিনের ওপর ড্রোন হামলা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে কিয়েভ সরকার তা অস্বীকার করেছে।
বৃহস্পতিবার ভোরে রাশিয়ার দক্ষিণে কৃষ্ণসাগর উপকূলে ইলস্কি শোধনাগারের কাছে পেট্রোলিয়ামজাত পণ্যের এক ভান্ডারে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডকে ঘিরেও প্রশ্ন উঠছে। এর এক দিন আগে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে জ্বালানির এক গুদামেও ড্রোন হামলার পর বিস্ফোরণ ঘটেছিল।
বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য কিছু শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে তৎপরতা দেখাচ্ছে। কৃষ্ণসাগরের তীরে ওডেসা শহরেও হামলার খবর পাওয়া গেছে।
গত অক্টোবর মাস থেকেই রাশিয়া ইউক্রেনের শহরগুলোর ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। সবশেষ খেরসন শহরে এমনই এক হামলায় ২১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করছে ইউক্রেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫