পূর্ব ইউরোপের দেশগুলোতে সামরিক উপস্থিতি দ্বিগুণ করছে আটলান্টিক সাগরের উভয় তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটো। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। গত বুধবার ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনের এক দিন আগে তিনি এ কথা জানান।
পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি দ্বিগুণ করা প্রসঙ্গে জেনস স্টলটেনবার্গ বলেন, ‘প্রথম ধাপে বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ায় ন্যাটোর সশস্ত্র ইউনিট মোতায়েন করা। এরপর বাল্টিক দেশগুলো এবং পোল্যান্ডে আমাদের বিদ্যমান বাহিনীর পরিমাণ দ্বিগুণ করা।’
সাধারণত ব্যাটালিয়ন আকারের এসব সশস্ত্র ইউনিটে কয়েক শ সৈন্য থাকে।
ন্যাটো মহাসচিব বলেন, ‘এর মানে হলো, বাল্টিক থেকে কৃষ্ণসাগর পর্যন্ত আমাদের আটটি বহুজাতিক ন্যাটো যুদ্ধ ইউনিট থাকবে। এবং যত দিন প্রয়োজন হবে বাহিনী সেখানে থাকবে।’
জেনস স্টলটেনবার্গ ইউক্রেনে রাশিয়া কর্তৃক রাসায়নিক বা জৈবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার করলে ন্যাটোর ভূমিকা কী হবে সে প্রসঙ্গে বলেন, ‘এ ধরনের অস্ত্রের ব্যবহার “সংঘাতের প্রকৃতিকে মৌলিকভাবে বদলে দেবে”। ইউক্রেনে রাশিয়া কর্তৃক রাসায়নিক বা জৈব অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক আইনের স্পষ্ট বরখেলাপ হবে। এ ধরনের অস্ত্রের ব্যবহার ‘‘গুরুতর পরিণতি” বয়ে আনবে। এ ধরনের অস্ত্রের ব্যবহার কেবল ইউক্রেনের অভ্যন্তরীণ অবকাঠামোই ধ্বংস করবে না, প্রতিবেশী দেশগুলোর জন্যও গুরুতর পরিণতি বয়ে আনবে।’
এ সময় স্টলটেনবার্গ রাশিয়াকে সহায়তা না দেওয়ার বিষয়ে বেইজিংকে সতর্ক করে বলেন, ‘এ ধরনের সহায়তা প্রদান সংঘাতকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। বেইজিং স্বাধীন দেশগুলোর নিজস্ব পথ বেছে নেওয়ার অধিকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য মস্কোর সঙ্গে যোগ দিয়েছে।’
স্টলটেনবার্গ আরও বলেন, ‘চীন রাশিয়াকে রাজনৈতিক সমর্থন প্রদান করছে, এর মধ্যে রয়েছে নির্লজ্জ মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো এবং আমরা উদ্বিগ্ন যে চীন রাশিয়াকে বস্তুগত সহায়তা দিতে পারে।’
পূর্ব ইউরোপের দেশগুলোতে সামরিক উপস্থিতি দ্বিগুণ করছে আটলান্টিক সাগরের উভয় তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটো। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। গত বুধবার ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনের এক দিন আগে তিনি এ কথা জানান।
পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি দ্বিগুণ করা প্রসঙ্গে জেনস স্টলটেনবার্গ বলেন, ‘প্রথম ধাপে বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ায় ন্যাটোর সশস্ত্র ইউনিট মোতায়েন করা। এরপর বাল্টিক দেশগুলো এবং পোল্যান্ডে আমাদের বিদ্যমান বাহিনীর পরিমাণ দ্বিগুণ করা।’
সাধারণত ব্যাটালিয়ন আকারের এসব সশস্ত্র ইউনিটে কয়েক শ সৈন্য থাকে।
ন্যাটো মহাসচিব বলেন, ‘এর মানে হলো, বাল্টিক থেকে কৃষ্ণসাগর পর্যন্ত আমাদের আটটি বহুজাতিক ন্যাটো যুদ্ধ ইউনিট থাকবে। এবং যত দিন প্রয়োজন হবে বাহিনী সেখানে থাকবে।’
জেনস স্টলটেনবার্গ ইউক্রেনে রাশিয়া কর্তৃক রাসায়নিক বা জৈবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার করলে ন্যাটোর ভূমিকা কী হবে সে প্রসঙ্গে বলেন, ‘এ ধরনের অস্ত্রের ব্যবহার “সংঘাতের প্রকৃতিকে মৌলিকভাবে বদলে দেবে”। ইউক্রেনে রাশিয়া কর্তৃক রাসায়নিক বা জৈব অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক আইনের স্পষ্ট বরখেলাপ হবে। এ ধরনের অস্ত্রের ব্যবহার ‘‘গুরুতর পরিণতি” বয়ে আনবে। এ ধরনের অস্ত্রের ব্যবহার কেবল ইউক্রেনের অভ্যন্তরীণ অবকাঠামোই ধ্বংস করবে না, প্রতিবেশী দেশগুলোর জন্যও গুরুতর পরিণতি বয়ে আনবে।’
এ সময় স্টলটেনবার্গ রাশিয়াকে সহায়তা না দেওয়ার বিষয়ে বেইজিংকে সতর্ক করে বলেন, ‘এ ধরনের সহায়তা প্রদান সংঘাতকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। বেইজিং স্বাধীন দেশগুলোর নিজস্ব পথ বেছে নেওয়ার অধিকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য মস্কোর সঙ্গে যোগ দিয়েছে।’
স্টলটেনবার্গ আরও বলেন, ‘চীন রাশিয়াকে রাজনৈতিক সমর্থন প্রদান করছে, এর মধ্যে রয়েছে নির্লজ্জ মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো এবং আমরা উদ্বিগ্ন যে চীন রাশিয়াকে বস্তুগত সহায়তা দিতে পারে।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫