আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটো সামরিক মহড়া ‘অবিচল দুপুরের’ অংশ হিসেবে পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে। মহড়ায় বিভিন্ন ন্যাটোর সদস্য দেশগুলোর বেশ কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নেয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর–পশ্চিম ইউরোপে ন্যাটোর বাৎসরিক সামরিক মহড়া ‘অবিচল দুপুরে’ ১৪টি দেশের বিভিন্ন ধরনের ৬০ টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে ন্যাটো এয়ার কমান্ড। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ন্যাটোর এয়ার কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানায়।
এর আগে, ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ গত ১৩ অক্টোবর বলেছিলেন, ‘এই মহড়া জোটের পারমাণবিক অস্ত্রের প্রভাব নিরাপদ ও কার্যকর রাখতে সাহায্য করবে।’ জেনস স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটো যেকোনো মূল্যে বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, মহড়া চালিয়ে যাবে।
এদিকে, ন্যাটোর ‘অবিচল দুপুর’কে অনেকেই মস্কোর বাৎসরিক পারমাণবিক অস্ত্রের মহড়া ‘গ্রুমের’ সমান্তরাল মহড়া বলে দাবি করছেন। গ্রুম সাধারণত প্রতিবছরের অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত হয়। এই মহড়ায় রাশিয়া তার পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
তবে ন্যাটো জানিয়েছে, তাদের মহড়া ‘অবিচল দুপুরের’ সঙ্গে রাশিয়ার মহড়ার কোনো যোগসূত্র নেই। মহড়ার বিষয়ে ন্যাটো এক বিবৃতিতে বলেছে, ‘আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলা এই অনুশীলন একটি নিয়মিত বাৎসরিক কার্যক্রম এবং এর সঙ্গে বিশ্বের চলমান ঘটনাবলির কোনো সম্পর্ক নেই।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি জোটটি।
আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটো সামরিক মহড়া ‘অবিচল দুপুরের’ অংশ হিসেবে পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে। মহড়ায় বিভিন্ন ন্যাটোর সদস্য দেশগুলোর বেশ কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নেয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর–পশ্চিম ইউরোপে ন্যাটোর বাৎসরিক সামরিক মহড়া ‘অবিচল দুপুরে’ ১৪টি দেশের বিভিন্ন ধরনের ৬০ টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে ন্যাটো এয়ার কমান্ড। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ন্যাটোর এয়ার কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানায়।
এর আগে, ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ গত ১৩ অক্টোবর বলেছিলেন, ‘এই মহড়া জোটের পারমাণবিক অস্ত্রের প্রভাব নিরাপদ ও কার্যকর রাখতে সাহায্য করবে।’ জেনস স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটো যেকোনো মূল্যে বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, মহড়া চালিয়ে যাবে।
এদিকে, ন্যাটোর ‘অবিচল দুপুর’কে অনেকেই মস্কোর বাৎসরিক পারমাণবিক অস্ত্রের মহড়া ‘গ্রুমের’ সমান্তরাল মহড়া বলে দাবি করছেন। গ্রুম সাধারণত প্রতিবছরের অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত হয়। এই মহড়ায় রাশিয়া তার পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
তবে ন্যাটো জানিয়েছে, তাদের মহড়া ‘অবিচল দুপুরের’ সঙ্গে রাশিয়ার মহড়ার কোনো যোগসূত্র নেই। মহড়ার বিষয়ে ন্যাটো এক বিবৃতিতে বলেছে, ‘আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলা এই অনুশীলন একটি নিয়মিত বাৎসরিক কার্যক্রম এবং এর সঙ্গে বিশ্বের চলমান ঘটনাবলির কোনো সম্পর্ক নেই।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি জোটটি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫