বিখ্যাত ফ্যাশন হাউস হার্মিসের প্রতিষ্ঠাতা থিয়েরি হার্মিস। তাঁর বিলিয়নিয়ার নাতি নিকোলাস পুয়েচের বয়স এখন ৮০ বছর। তিনি অবিবাহিত এবং নিঃসন্তান। ফলে তাঁর বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কে এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। জীবনসায়াহ্নে সিনেমার গল্পের মতো আশ্চর্যজনক এক মোড় নিল তাঁর জীবন। তিনি তাঁর সাবেক মালি, যার বয়স এখন ৫১ বছর, তাঁকে দত্তক নিয়েছেন। এর মানে হলো, এই মালিই এখন তাঁর ১৩ দশমিক ২ বিলিয়ন বা ১ হাজার ৩২০ কোটি ডলার মূল্যমানের সম্পত্তির অর্ধেকের মালিক হতে যাচ্ছেন।
পুয়েচ সম্পত্তির সুবিধাভোগীদের উল্লেখযোগ্য অংশ পুনর্নির্ধারণের চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এমন অপ্রত্যাশিত একটি পদক্ষেপ। যেখানে তিনি ২২০ বিলিয়ন বা ২২ হাজার কোটি ডলার মূল্যমানের বিলাসবহুল ফ্যাশন হাউসের ৫–৬ শতাংশের অংশীদার।
পুয়েচ অবিবাহিত এবং নিঃসন্তান। তাঁর সাবেক মালি ও কাজের লোকটির জন্ম মরক্কোর একটি সাধারণ পরিবারে। এই সময়ে এসে তাঁকে দত্তক নেওয়ার প্রক্রিয়াটি বেশ জটিল ছিল। এর জন্য রীতিমতো আইনজীবীদের একটি দলকে নিয়োজিত করেছেন তিনি।
ইতালীয় সংবাদমাধ্যম স্কাই টিজি ২৪–এর প্রতিবেদন অনুসারে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই মালি এক স্প্যানিশ নারীকে বিয়ে করেছেন। এ দম্পতির দুই সন্তান। তিনি এখন পুয়েচের সম্পদের একটি উল্লেখযোগ্য অংশের উত্তরাধিকারী। এর মধ্যে রয়েছে মরক্কোর মারাকেশ এবং সুইজারল্যান্ডের মন্ট্রেক্সের অবস্থিত পুয়েচের সম্পত্তি, যার মূল্য মোট ৫৯ লাখ ডলার।
পুয়েচ বর্তমানে সুইজারল্যান্ডে বসবাস করছেন। সেখানে একজন প্রাপ্তবয়স্ককে দত্তক নেওয়ার সিদ্ধান্ত বিরল এবং জটিল বিষয়।
সুইজারল্যান্ড কর্তৃপক্ষের উন্মুক্ত তথ্য সহায়ক ch. ch–এর মতে, প্রাপ্তবয়স্কদের দত্তক গ্রহণ তখনই অনুমোদিত হয় যদি, যাকে দত্তক নেওয়া হচ্ছে এবং দত্তক গ্রহণকারী উভয়ে নাবালক থাকা অবস্থায় কমপক্ষে এক বছর একসঙ্গে বসবাস করে থাকেন।
হার্মিসের সঙ্গে পুয়েচের দ্বন্দ্ব পুরোনো। বিশেষ করে ২০১৪ সালে হার্মিসের ফ্যাশন প্রতিদ্বন্দ্বী এলভিএমএইচ কোম্পানিটি অধিগ্রহণের চেষ্টা করে তখনই সুপারভাইজরি বোর্ড থেকে সরে যান পুয়েচ।
সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব। পরিবারের একটি অংশ তখন হোল্ডিং কোম্পানি গঠন করে ওই অধিগ্রহণ ঠেকিয়ে দিয়েছিল। এই অংশটিই পুয়েচকে একটি অপ্রচলিত উত্তরাধিকারী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইন্টারনেটে ভুল তথ্য ঠেকানো নিয়ে কাজ করে আইসোক্রেটিস ফাউন্ডেশন। এই দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন পুয়েচ। পুয়েচ তাঁর মালিকে দত্তক নেওয়ার কথা জানার পর ফাউন্ডেশনটি তাঁর উত্তরাধিকার চুক্তি বাতিলের বিরোধিতা করেছে। ফলে সামনে একটি আইনি লড়াই শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তবে পুয়েচের এই পদক্ষেপ বিশ্বব্যাপী বিলিয়নিয়ারের সাধারণ প্রবণতায় একটি ব্যতিক্রম ঘটনা হয়ে থাকবে। যেখানে আগামী দশকগুলোর মধ্যে এই বিলিয়নিয়াররা উত্তরাধিকারীদের কাছে ট্রিলিয়ন ডলারের সম্পদ স্থানান্তরের পরিকল্পনা করছে বলে সুইস ব্যাংক ইউবিএসের একটি গবেষণায় উঠে এসেছে। দেখা যাচ্ছে, তাঁরা পরিবারের মধ্যেই সম্পদ কুক্ষিগত করে রাখতেই বেশি আগ্রহী।
সে ক্ষেত্রে পুয়েচ তাঁর নিকটবর্তী বৃত্তের বাইরে থেকে কাউকে উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছেন। আইকনিক হার্মিস সাম্রাজ্যের ভবিষ্যৎ কী সেটি এখন অনিশ্চিত। যেখানে হার্মিস এখন ফ্রান্সের পুঁজিবাজারে তালিকাভুক্ত তৃতীয় বৃহত্তম কোম্পানি।
বিখ্যাত ফ্যাশন হাউস হার্মিসের প্রতিষ্ঠাতা থিয়েরি হার্মিস। তাঁর বিলিয়নিয়ার নাতি নিকোলাস পুয়েচের বয়স এখন ৮০ বছর। তিনি অবিবাহিত এবং নিঃসন্তান। ফলে তাঁর বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কে এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। জীবনসায়াহ্নে সিনেমার গল্পের মতো আশ্চর্যজনক এক মোড় নিল তাঁর জীবন। তিনি তাঁর সাবেক মালি, যার বয়স এখন ৫১ বছর, তাঁকে দত্তক নিয়েছেন। এর মানে হলো, এই মালিই এখন তাঁর ১৩ দশমিক ২ বিলিয়ন বা ১ হাজার ৩২০ কোটি ডলার মূল্যমানের সম্পত্তির অর্ধেকের মালিক হতে যাচ্ছেন।
পুয়েচ সম্পত্তির সুবিধাভোগীদের উল্লেখযোগ্য অংশ পুনর্নির্ধারণের চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এমন অপ্রত্যাশিত একটি পদক্ষেপ। যেখানে তিনি ২২০ বিলিয়ন বা ২২ হাজার কোটি ডলার মূল্যমানের বিলাসবহুল ফ্যাশন হাউসের ৫–৬ শতাংশের অংশীদার।
পুয়েচ অবিবাহিত এবং নিঃসন্তান। তাঁর সাবেক মালি ও কাজের লোকটির জন্ম মরক্কোর একটি সাধারণ পরিবারে। এই সময়ে এসে তাঁকে দত্তক নেওয়ার প্রক্রিয়াটি বেশ জটিল ছিল। এর জন্য রীতিমতো আইনজীবীদের একটি দলকে নিয়োজিত করেছেন তিনি।
ইতালীয় সংবাদমাধ্যম স্কাই টিজি ২৪–এর প্রতিবেদন অনুসারে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই মালি এক স্প্যানিশ নারীকে বিয়ে করেছেন। এ দম্পতির দুই সন্তান। তিনি এখন পুয়েচের সম্পদের একটি উল্লেখযোগ্য অংশের উত্তরাধিকারী। এর মধ্যে রয়েছে মরক্কোর মারাকেশ এবং সুইজারল্যান্ডের মন্ট্রেক্সের অবস্থিত পুয়েচের সম্পত্তি, যার মূল্য মোট ৫৯ লাখ ডলার।
পুয়েচ বর্তমানে সুইজারল্যান্ডে বসবাস করছেন। সেখানে একজন প্রাপ্তবয়স্ককে দত্তক নেওয়ার সিদ্ধান্ত বিরল এবং জটিল বিষয়।
সুইজারল্যান্ড কর্তৃপক্ষের উন্মুক্ত তথ্য সহায়ক ch. ch–এর মতে, প্রাপ্তবয়স্কদের দত্তক গ্রহণ তখনই অনুমোদিত হয় যদি, যাকে দত্তক নেওয়া হচ্ছে এবং দত্তক গ্রহণকারী উভয়ে নাবালক থাকা অবস্থায় কমপক্ষে এক বছর একসঙ্গে বসবাস করে থাকেন।
হার্মিসের সঙ্গে পুয়েচের দ্বন্দ্ব পুরোনো। বিশেষ করে ২০১৪ সালে হার্মিসের ফ্যাশন প্রতিদ্বন্দ্বী এলভিএমএইচ কোম্পানিটি অধিগ্রহণের চেষ্টা করে তখনই সুপারভাইজরি বোর্ড থেকে সরে যান পুয়েচ।
সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব। পরিবারের একটি অংশ তখন হোল্ডিং কোম্পানি গঠন করে ওই অধিগ্রহণ ঠেকিয়ে দিয়েছিল। এই অংশটিই পুয়েচকে একটি অপ্রচলিত উত্তরাধিকারী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইন্টারনেটে ভুল তথ্য ঠেকানো নিয়ে কাজ করে আইসোক্রেটিস ফাউন্ডেশন। এই দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন পুয়েচ। পুয়েচ তাঁর মালিকে দত্তক নেওয়ার কথা জানার পর ফাউন্ডেশনটি তাঁর উত্তরাধিকার চুক্তি বাতিলের বিরোধিতা করেছে। ফলে সামনে একটি আইনি লড়াই শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তবে পুয়েচের এই পদক্ষেপ বিশ্বব্যাপী বিলিয়নিয়ারের সাধারণ প্রবণতায় একটি ব্যতিক্রম ঘটনা হয়ে থাকবে। যেখানে আগামী দশকগুলোর মধ্যে এই বিলিয়নিয়াররা উত্তরাধিকারীদের কাছে ট্রিলিয়ন ডলারের সম্পদ স্থানান্তরের পরিকল্পনা করছে বলে সুইস ব্যাংক ইউবিএসের একটি গবেষণায় উঠে এসেছে। দেখা যাচ্ছে, তাঁরা পরিবারের মধ্যেই সম্পদ কুক্ষিগত করে রাখতেই বেশি আগ্রহী।
সে ক্ষেত্রে পুয়েচ তাঁর নিকটবর্তী বৃত্তের বাইরে থেকে কাউকে উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছেন। আইকনিক হার্মিস সাম্রাজ্যের ভবিষ্যৎ কী সেটি এখন অনিশ্চিত। যেখানে হার্মিস এখন ফ্রান্সের পুঁজিবাজারে তালিকাভুক্ত তৃতীয় বৃহত্তম কোম্পানি।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৯ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৯ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৯ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে