রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডের কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার মস্কো এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ ছাড়া ৯ কূটনীতিককে বহিষ্কার করেছে তারা। এই পদক্ষেপকে হেলসিঙ্কির ‘সংঘাতমূলক রুশবিরোধী নীতির’ প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘ সীমান্ত ভাগ করে। দেশটি এই মাসের শুরুর দিকে হেলসিঙ্কিতে রাশিয়ান দূতাবাসে কর্মরত ৯ কূটনীতিককে ‘গোয়েন্দা সক্ষমতায়’ কাজ করার দায়ে বহিষ্কার করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ আঘাতের বদলে আঘাত। ‘রাশিয়ান ফেডারেশনে ফিনিশ দূতাবাসের ৯ কর্মী এবং সেন্ট পিটার্সবার্গে ফিনিশ কনস্যুলেট জেনারেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিনিশ কর্তৃপক্ষের দ্বন্দ্বমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ান পক্ষ সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডের কনস্যুলেট জেনারেলের কার্যক্রমে তার সম্মতি ১ অক্টোবর থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে ফিনিশ প্রধানমন্ত্রী পেটেরি অর্পো বৃহস্পতিবার হেলসিঙ্কিতে সাংবাদিকদের বলেছেন, তার দেশ ‘অনুরূপ ব্যবস্থার জন্য প্রস্তুতি শুরু করতে বাধ্য।’ তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এর প্রতিক্রিয়া জানাতে হবে, এটি বেশ পরিষ্কার।’
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার বড় আকারের সামরিক অভিযানের পর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। শত্রুতা ফিনল্যান্ডকে কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ভেঙে ফেলতে এবং ২০২২ সালের মে মাসে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করতে প্ররোচিত করে।
পরে এপ্রিলে দেশটি আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হয়।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডের কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার মস্কো এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ ছাড়া ৯ কূটনীতিককে বহিষ্কার করেছে তারা। এই পদক্ষেপকে হেলসিঙ্কির ‘সংঘাতমূলক রুশবিরোধী নীতির’ প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘ সীমান্ত ভাগ করে। দেশটি এই মাসের শুরুর দিকে হেলসিঙ্কিতে রাশিয়ান দূতাবাসে কর্মরত ৯ কূটনীতিককে ‘গোয়েন্দা সক্ষমতায়’ কাজ করার দায়ে বহিষ্কার করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ আঘাতের বদলে আঘাত। ‘রাশিয়ান ফেডারেশনে ফিনিশ দূতাবাসের ৯ কর্মী এবং সেন্ট পিটার্সবার্গে ফিনিশ কনস্যুলেট জেনারেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিনিশ কর্তৃপক্ষের দ্বন্দ্বমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ান পক্ষ সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডের কনস্যুলেট জেনারেলের কার্যক্রমে তার সম্মতি ১ অক্টোবর থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে ফিনিশ প্রধানমন্ত্রী পেটেরি অর্পো বৃহস্পতিবার হেলসিঙ্কিতে সাংবাদিকদের বলেছেন, তার দেশ ‘অনুরূপ ব্যবস্থার জন্য প্রস্তুতি শুরু করতে বাধ্য।’ তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এর প্রতিক্রিয়া জানাতে হবে, এটি বেশ পরিষ্কার।’
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার বড় আকারের সামরিক অভিযানের পর প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। শত্রুতা ফিনল্যান্ডকে কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ভেঙে ফেলতে এবং ২০২২ সালের মে মাসে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করতে প্ররোচিত করে।
পরে এপ্রিলে দেশটি আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হয়।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৮ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৮ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৮ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৯ দিন আগে