ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়া অস্ত্র কিনছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, নিষেধাজ্ঞার কারণে নিজ সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহের সক্ষমতা অনেকটাই কমে গেছে মস্কোর। এ অবস্থায় উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে তারা।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের লক্ষ্যে পিয়ংইয়ং থেকে লাখো রকেট ও গোলা কিনছে রাশিয়া। এ যুদ্ধ চললে উত্তর কোরিয়া থেকে তারা আরও অস্ত্র কিনতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং থেকে অস্ত্র কেনার কথা উল্লেখ করে বলেছে, ‘এটি ভয়াবহ রকমের অস্ত্র স্বল্পতার ইঙ্গিতবাহী।’
এ সম্পর্কিত গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ওই খবরের প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সোভিয়েত অস্ত্র তার সম্ভাবনা হারিয়ে ফেলেছে।’ তারা বলেছে, ‘অস্ত্র, রাজনীতি কিংবা জীবনমানের প্রশ্নে যখন ইউক্রেন ন্যাটো মানের দিকে এগোচ্ছে, তখন রাশিয়া যাচ্ছে উত্তর কোরিয়ার মানের দিকে।’
এদিকে ইউক্রেন সংকটের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন। তিনি বলেছেন, তাদের বিভাজনের নীতির কারণেই রাশিয়া বলপ্রয়োগে বাধ্য হয়েছে।
বিবিসি জানায়, গত মাসেই উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার অধিকৃত দুটি অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ দুই অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানস্ক। একই সঙ্গে দেশটি মস্কোর সঙ্গে তার ‘কমরেডসুলভ’ বন্ধুত্ব আরও দৃঢ় করার বিষয়েও অঙ্গীকার প্রকাশ করে।
পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের গঠনমূলক বন্ধুত্বের পরিসর আরও বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে রাশিয়া অস্ত্র কিনছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, নিষেধাজ্ঞার কারণে নিজ সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহের সক্ষমতা অনেকটাই কমে গেছে মস্কোর। এ অবস্থায় উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে তারা।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের লক্ষ্যে পিয়ংইয়ং থেকে লাখো রকেট ও গোলা কিনছে রাশিয়া। এ যুদ্ধ চললে উত্তর কোরিয়া থেকে তারা আরও অস্ত্র কিনতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং থেকে অস্ত্র কেনার কথা উল্লেখ করে বলেছে, ‘এটি ভয়াবহ রকমের অস্ত্র স্বল্পতার ইঙ্গিতবাহী।’
এ সম্পর্কিত গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। ওই খবরের প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সোভিয়েত অস্ত্র তার সম্ভাবনা হারিয়ে ফেলেছে।’ তারা বলেছে, ‘অস্ত্র, রাজনীতি কিংবা জীবনমানের প্রশ্নে যখন ইউক্রেন ন্যাটো মানের দিকে এগোচ্ছে, তখন রাশিয়া যাচ্ছে উত্তর কোরিয়ার মানের দিকে।’
এদিকে ইউক্রেন সংকটের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন। তিনি বলেছেন, তাদের বিভাজনের নীতির কারণেই রাশিয়া বলপ্রয়োগে বাধ্য হয়েছে।
বিবিসি জানায়, গত মাসেই উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার অধিকৃত দুটি অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ দুই অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানস্ক। একই সঙ্গে দেশটি মস্কোর সঙ্গে তার ‘কমরেডসুলভ’ বন্ধুত্ব আরও দৃঢ় করার বিষয়েও অঙ্গীকার প্রকাশ করে।
পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের গঠনমূলক বন্ধুত্বের পরিসর আরও বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫