রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড দখল করেছে কিয়েভ চাইলে সেই ভূখণ্ডের আশা ত্যাগ করতে পারে। বিনিময়ে দেশটি ন্যাটোর সদস্যপদ লাভ করতে পারে। গতকাল মঙ্গলবার নরওয়েতে এক গোলটেবিল বৈঠকের সময় এ কথা বলেছেন ন্যাটোর মহাসচিবের চিফ অব স্টাফ স্টেইন জ্যানসেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকে স্টেইন জ্যানসেন বলেন, ‘আমি মনে করি, ভূখণ্ডের আশা ত্যাগ করে (রাশিয়া যে ভূখণ্ড দখল করে নিয়েছে) ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে। এটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে।’ তিনি আরও বলেন, ‘তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ইউক্রেনেরই। তাঁরাই ঠিক করবে কোন শর্তে তাঁরা আলোচনা করবে।’
জ্যানসেন আরও বলেন, এটি কেবলই অনেকগুলো সমাধানের একটি সমাধান এবং কোনোভাবেই ন্যাটোর অফিশিয়াল অবস্থান নয়।
এদিকে, জ্যানসেনের এমন মন্তব্যের পরপরই অফিশিয়ালি প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। ন্যাটোর ভিলনিয়াস সম্মেলনে জোটের নেতারা দৃঢ়ভাবে এই অবস্থান ব্যক্ত করেছেন। আমরা ইউক্রেনকে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন সমর্থন করে যাব এবং আমরা সেখানে ন্যায্য এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’
অপরদিকে, ইউক্রেনও জ্যানসেনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মন্তব্যের বিপরীতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে দিয়ে ন্যাটোয় যোগ দেওয়ার যে আলাপ তা পুরোপুরি অগ্রহণযোগ্য।’
রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড দখল করেছে কিয়েভ চাইলে সেই ভূখণ্ডের আশা ত্যাগ করতে পারে। বিনিময়ে দেশটি ন্যাটোর সদস্যপদ লাভ করতে পারে। গতকাল মঙ্গলবার নরওয়েতে এক গোলটেবিল বৈঠকের সময় এ কথা বলেছেন ন্যাটোর মহাসচিবের চিফ অব স্টাফ স্টেইন জ্যানসেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকে স্টেইন জ্যানসেন বলেন, ‘আমি মনে করি, ভূখণ্ডের আশা ত্যাগ করে (রাশিয়া যে ভূখণ্ড দখল করে নিয়েছে) ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে। এটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে।’ তিনি আরও বলেন, ‘তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ইউক্রেনেরই। তাঁরাই ঠিক করবে কোন শর্তে তাঁরা আলোচনা করবে।’
জ্যানসেন আরও বলেন, এটি কেবলই অনেকগুলো সমাধানের একটি সমাধান এবং কোনোভাবেই ন্যাটোর অফিশিয়াল অবস্থান নয়।
এদিকে, জ্যানসেনের এমন মন্তব্যের পরপরই অফিশিয়ালি প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। ন্যাটোর ভিলনিয়াস সম্মেলনে জোটের নেতারা দৃঢ়ভাবে এই অবস্থান ব্যক্ত করেছেন। আমরা ইউক্রেনকে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন সমর্থন করে যাব এবং আমরা সেখানে ন্যায্য এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’
অপরদিকে, ইউক্রেনও জ্যানসেনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মন্তব্যের বিপরীতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। এ বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে দিয়ে ন্যাটোয় যোগ দেওয়ার যে আলাপ তা পুরোপুরি অগ্রহণযোগ্য।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫