Ajker Patrika

কে এই আসার মালিক 

কে এই আসার মালিক 

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিকের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। গতকাল মঙ্গলবার রাতে মালালা নিজেই টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন। 

মালালার স্বামী আসার মালিক গত বছরের মে মাসে পিসিবিতে যোগ দেন। তাঁর লিংকডিন প্রোফাইল এবং ইন্সটাগ্রাম আইডি থেকে এই তথ্য জানান গেছে। 

পিসিবির কর্মকর্তা আসার মালিক লাস্ট ম্যান স্ট্যান্ড নামে একটি অপেশাদার লিগের ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। 

এ ছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানের অপারেশনাল ম্যানেজারের দায়িত্বেও রয়েছে তিনি। 

আসার মালিক ২০১২ সালে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অব সায়েন্সেস থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।  এ ছাড়া পাকিস্তানের থিয়েটার প্রযোজনা সংস্থা ড্রামালাইনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও আসার মালিক এবং মালালা ইউসুফজাই কখন থেকে একে অপরকে চেনেন তা স্পষ্ট নয়। তবে 

ধারণা করা হচ্ছে, এই জুটি ২০১৯ সালের জুন থেকে একে অপরকে চেনেন। কারণ ওই সময় আসার যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশ করে ইনস্টাগ্রামে একটি গ্রুপ সেলফি শেয়ার করেছিলেন। সেখানে মালালাও তখন তার সঙ্গে ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত