অনলাইন ডেস্ক
২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন টিভি তারকা ও ব্যবসায়ী কিম কারদাশিয়ান। এবার সেই ঘটনার বিচারে ফ্রান্সের আদালতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডাকাতির সময় তাঁকে অস্ত্রের মুখে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই সময় তিনি জানালার বাইরে লাফিয়ে পড়তে চেয়েছিলেন বলেও এক সাক্ষ্যে জানা গেছে।
ডাকাতির সময় কিম কারদাশিয়ানের ব্যক্তিগত স্টাইলিস্ট সিমোন হারুশ হোটেলেই ছিলেন। সাক্ষ্য দিতে গিয়ে প্যারিসের আদালতে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, কিমকে হয়তো ধর্ষণ করা হচ্ছে!’
হারুশ জানান, ওপরের তলা থেকে যখন কিমের চিৎকার শুনতে পান, তখন তিনি নিচের তলায় ঘুমাচ্ছিলেন। কিম চিৎকার করছিলেন, ‘আমার বাচ্চারা আছে, আমি বাঁচতে চাই। সব নিয়ে যাও, আমি বাঁচতে চাই।’
কিম তখন দুই সন্তানের মা ছিলেন।
ডাকাতেরা পুলিশ পরিচয়ে হোটেলে ঢুকে কিমকে বন্দুকের মুখে জিম্মি করে গয়নাগাটি লুটে নেয়। লুটের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ডলার (১২১ কোটি টাকারও বেশি)। ফরাসি সংবাদমাধ্যম এটিকে ‘শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি’ বলে আখ্যা দেয়।
সাক্ষ্যে হারুশ আরও বলেন, ‘আমি টের পেলাম, ভয়াবহ কিছু একটা ঘটছে। আমি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে শাওয়ারের মধ্যে লুকিয়ে পড়ি। তখন ভাবছিলাম—এবার হয়তো আমার পালা।’
হারুশের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা কিমকে বেঁধে রেখেছিল, তবে যৌন নিপীড়ন করেনি। তিনি বলেন, “আমি কখনো কিমকে এমন অবস্থায় দেখিনি। সে বারবার বলছিল—‘চলো এখান থেকে বের হই, যদি ওরা আবার ফিরে আসে?’ এমনকি সে বলছিল, ‘চলো প্রথম তলার জানালা দিয়ে লাফ দিই।’ ওর মানসিক অবস্থা ভয়াবহ ছিল। ”
ঘটনার পর পুলিশ ২০১৭ সালের জানুয়ারিতে ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগের বয়স ছিল ৬০-এর ওপরে। তাই তাঁদের ‘গ্র্যান্ডপা রবার্স’ নাম দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। এঁদের মধ্যে একজন ছিলেন ৬৮ বছর বয়সী অল্ড ওমার নামে পরিচিত আওমার আইত খেদাচে। তিনি কিমকে বেঁধে রাখার কথা স্বীকার করলেও ডাকাতির মূল পরিকল্পনাকারী হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
আরেক অভিযুক্ত, ৭১ বছর বয়সী ইউনিস আব্বাস ডাকাতির পরে একটি বইও লিখেছেন। ২০২১ সালে প্রকাশিত বইটির নাম বাংলায়—‘আমি কিম কারদাশিয়ানকে অপহরণ করেছি’। তবে আদালতে আব্বাসের আইনজীবী স্বীকার করেছেন, বইটির শিরোনামের কারণে তাঁদের জন্য মামলা পরিচালনা করতে কষ্ট হচ্ছে।
ডাকাতদের কাছ থেকে এখনো বেশির ভাগ গয়নাগাটি উদ্ধার হয়নি। এসবের মধ্যে ছিল, ৩৫ লাখ ইউরো মূল্যের ১৮.৮ ক্যারেটের হিরার এনগেজমেন্ট রিং, যেটি কিমকে দিয়েছিলেন কণ্ঠশিল্পী কানিয়ে ওয়েস্ট। কিম ও ওয়েস্টের চার সন্তান রয়েছে। ২০২১ সালে তাঁরা বিচ্ছেদে যান।
আদালতে সরাসরি নিজের অভিজ্ঞতা বর্ণনা করবেন কিম কারদাশিয়ান। তাঁর আইনজীবীরা বলেছেন, ‘তিনি সাহস ও মর্যাদার সঙ্গে এই মোকাবিলা করতে প্রস্তুত।’
২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন টিভি তারকা ও ব্যবসায়ী কিম কারদাশিয়ান। এবার সেই ঘটনার বিচারে ফ্রান্সের আদালতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডাকাতির সময় তাঁকে অস্ত্রের মুখে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই সময় তিনি জানালার বাইরে লাফিয়ে পড়তে চেয়েছিলেন বলেও এক সাক্ষ্যে জানা গেছে।
ডাকাতির সময় কিম কারদাশিয়ানের ব্যক্তিগত স্টাইলিস্ট সিমোন হারুশ হোটেলেই ছিলেন। সাক্ষ্য দিতে গিয়ে প্যারিসের আদালতে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, কিমকে হয়তো ধর্ষণ করা হচ্ছে!’
হারুশ জানান, ওপরের তলা থেকে যখন কিমের চিৎকার শুনতে পান, তখন তিনি নিচের তলায় ঘুমাচ্ছিলেন। কিম চিৎকার করছিলেন, ‘আমার বাচ্চারা আছে, আমি বাঁচতে চাই। সব নিয়ে যাও, আমি বাঁচতে চাই।’
কিম তখন দুই সন্তানের মা ছিলেন।
ডাকাতেরা পুলিশ পরিচয়ে হোটেলে ঢুকে কিমকে বন্দুকের মুখে জিম্মি করে গয়নাগাটি লুটে নেয়। লুটের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ডলার (১২১ কোটি টাকারও বেশি)। ফরাসি সংবাদমাধ্যম এটিকে ‘শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি’ বলে আখ্যা দেয়।
সাক্ষ্যে হারুশ আরও বলেন, ‘আমি টের পেলাম, ভয়াবহ কিছু একটা ঘটছে। আমি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে শাওয়ারের মধ্যে লুকিয়ে পড়ি। তখন ভাবছিলাম—এবার হয়তো আমার পালা।’
হারুশের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা কিমকে বেঁধে রেখেছিল, তবে যৌন নিপীড়ন করেনি। তিনি বলেন, “আমি কখনো কিমকে এমন অবস্থায় দেখিনি। সে বারবার বলছিল—‘চলো এখান থেকে বের হই, যদি ওরা আবার ফিরে আসে?’ এমনকি সে বলছিল, ‘চলো প্রথম তলার জানালা দিয়ে লাফ দিই।’ ওর মানসিক অবস্থা ভয়াবহ ছিল। ”
ঘটনার পর পুলিশ ২০১৭ সালের জানুয়ারিতে ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগের বয়স ছিল ৬০-এর ওপরে। তাই তাঁদের ‘গ্র্যান্ডপা রবার্স’ নাম দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। এঁদের মধ্যে একজন ছিলেন ৬৮ বছর বয়সী অল্ড ওমার নামে পরিচিত আওমার আইত খেদাচে। তিনি কিমকে বেঁধে রাখার কথা স্বীকার করলেও ডাকাতির মূল পরিকল্পনাকারী হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
আরেক অভিযুক্ত, ৭১ বছর বয়সী ইউনিস আব্বাস ডাকাতির পরে একটি বইও লিখেছেন। ২০২১ সালে প্রকাশিত বইটির নাম বাংলায়—‘আমি কিম কারদাশিয়ানকে অপহরণ করেছি’। তবে আদালতে আব্বাসের আইনজীবী স্বীকার করেছেন, বইটির শিরোনামের কারণে তাঁদের জন্য মামলা পরিচালনা করতে কষ্ট হচ্ছে।
ডাকাতদের কাছ থেকে এখনো বেশির ভাগ গয়নাগাটি উদ্ধার হয়নি। এসবের মধ্যে ছিল, ৩৫ লাখ ইউরো মূল্যের ১৮.৮ ক্যারেটের হিরার এনগেজমেন্ট রিং, যেটি কিমকে দিয়েছিলেন কণ্ঠশিল্পী কানিয়ে ওয়েস্ট। কিম ও ওয়েস্টের চার সন্তান রয়েছে। ২০২১ সালে তাঁরা বিচ্ছেদে যান।
আদালতে সরাসরি নিজের অভিজ্ঞতা বর্ণনা করবেন কিম কারদাশিয়ান। তাঁর আইনজীবীরা বলেছেন, ‘তিনি সাহস ও মর্যাদার সঙ্গে এই মোকাবিলা করতে প্রস্তুত।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১৭ দিন আগেজাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১৭ দিন আগেআরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১৭ দিন আগেপাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১৭ দিন আগে