যুদ্ধবিরতি এবং ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার নতুন পটভূমি তৈরি হয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভুসোগলু এ কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেভলেত কাভুসোগলু বলেন, তুরস্ক বিশ্বাস করে—মানবতার খাতিরে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ হওয়া উচিত। এবং এই যুদ্ধ আলোচনার মাধ্যমেই শেষ হতে পারে।
কাভুসোগলু এ সময় আরও বলেন, তুরস্ক রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আগ্রহী। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হওয়াটা যুদ্ধের একটি নেতিবাচক প্রভাব। এবং শিগগিরই এই অচলাবস্থা কাটিয়ে রপ্তানি চালু করা উচিত।’
সংবাদ সম্মেলনে কাভুসোগলু বলেন, ‘ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য একটি উন্মুক্ত করিডর কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে একাধিক সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও বলেন, এ ক্ষেত্রে জাতিসংঘের একটি পরিকল্পনা খুবই যুক্তিসংগত এবং তা বাস্তবায়ন করা যেতে পারে। তবে এসব বিষয়ে আরও আলোচনার প্রয়োজন।
সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানি-সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তবে জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইউক্রেনকে তার সমুদ্রসীমায় স্থাপন করা মাইনগুলো অপসারণ করতে হবে। তিনি বলেন, ‘যদি ইউক্রেন মাইন অপসারণ কার্যক্রম শুরু করতে প্রস্তুত থাকে, তাহলে আমরাও সমস্যা সমাধানে প্রস্তুত।’
যুদ্ধবিরতি এবং ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার নতুন পটভূমি তৈরি হয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভুসোগলু এ কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেভলেত কাভুসোগলু বলেন, তুরস্ক বিশ্বাস করে—মানবতার খাতিরে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ হওয়া উচিত। এবং এই যুদ্ধ আলোচনার মাধ্যমেই শেষ হতে পারে।
কাভুসোগলু এ সময় আরও বলেন, তুরস্ক রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আগ্রহী। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হওয়াটা যুদ্ধের একটি নেতিবাচক প্রভাব। এবং শিগগিরই এই অচলাবস্থা কাটিয়ে রপ্তানি চালু করা উচিত।’
সংবাদ সম্মেলনে কাভুসোগলু বলেন, ‘ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য একটি উন্মুক্ত করিডর কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে একাধিক সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও বলেন, এ ক্ষেত্রে জাতিসংঘের একটি পরিকল্পনা খুবই যুক্তিসংগত এবং তা বাস্তবায়ন করা যেতে পারে। তবে এসব বিষয়ে আরও আলোচনার প্রয়োজন।
সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানি-সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তবে জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইউক্রেনকে তার সমুদ্রসীমায় স্থাপন করা মাইনগুলো অপসারণ করতে হবে। তিনি বলেন, ‘যদি ইউক্রেন মাইন অপসারণ কার্যক্রম শুরু করতে প্রস্তুত থাকে, তাহলে আমরাও সমস্যা সমাধানে প্রস্তুত।’
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫