Ajker Patrika

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলল ক্রেমলিন

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৯: ৩৪
পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলল ক্রেমলিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

দিমিত্রি পেশকভ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো মূল্য নেই, এটি অকার্যকর। কারণ হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না মস্কো। সুতরাং আইনের দৃষ্টিকোণ থেকে আদালতের এই সিদ্ধান্ত অর্থহীন। 

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়ার কাছে আইসিসির সিদ্ধান্তের কোনো মূল্য নেই। তিনি টেলিগ্রাম পোস্টে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিকে রাশিয়া সমর্থন করে না। সুতরাং আইসিসির কোনো সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা রাশিয়ার নেই। 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও টুইটারে এই গ্রেপ্তারি পরোয়ানাকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করেছেন। 

এর আগে গতকাল শুক্রবার পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। হেগ-ভিত্তিক আদালতটি এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে বেআইনিভাবে শিশুদের রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

একই ধরনের অভিযোগে ভ্লাদিমির পুতিনের শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। 

এদিকে ইউক্রেনের সিনিয়র কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন বলেন, পুতিনকে ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য দায়ী বলে অভিযুক্ত করেছে আইসিসি। ইউক্রেন এবং সমগ্র আন্তর্জাতিক আইন ব্যবস্থার জন্য এটি ঐতিহাসিক। 

এ ছাড়া রাশিয়ার বিরোধীদলীয় নেতারাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক দশক কারাগারে কাটানো ক্রেমলিনের সমালোচক মিখাইল খোদোরকভস্কি বলেছেন, ‘পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় অভিনন্দন জানাই। এটি মাত্র প্রথম পদক্ষেপ।’ 

কারাগারে বন্দী আরেক নেতা আলেক্সি নাভালনির একজন কর্মী ভ্লাদিমির মিলভ টুইটারে বলেছেন, তাঁকে (পুতিনকে) কারাগারে ঢোকাও। 

তবে রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রধান মার্গারিটা সিমোনিয়ান বলেছেন, রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার যে কোনো প্রচেষ্টায় মস্কো সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত